নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করার প্রথম ফল
নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করার প্রথম ফল
গতরাতে বাংলাদেশের টাকা পাঠানোর জন্য মানি এক্সচেঞ্জে যাই, একচেঞ্জের ভেতর স্পষ্ট ভাষায় লেখা আছে এবং তারা মুখে বলেও দিচ্ছে একজন অন্যজনের থেকে একটু হলেও দূরত্ব বজায় রাখুন এবং সবাই হ্যান্ডশেক করা থেকে বিরত থাকুন।
যথাযথ কানুন, যথাযথ প্রয়োগ হচ্ছে সবকিছুই ঠিক ছিল আমি একটু বেশি গ্যাপ দিয়ে দাড়াই কারণ আমার সামনে একজন মহিলা ছিল তার উপরে তার চেহারা দেখে মনে হয়েছিল উনি একটু অসুস্থ তাই আমার গ্যাফ টা একটু বেশিই ছিল আর এই গ্যাপের সুযোগও ছাড়লেন না আমাদের দেশের প্রিয় ২ ভাই গাঁ-ঘেসে ডুকে গেলো গ্যাপের মাধ্যমে তারপরও কিছু বললাম না, এর মধ্যে একটা ভারতীয় লোক কিছুক্ষন পর পর এসে গাঁ-ঘেসে ধাক্কা দিয়ে সিরিয়ালে না দাঁড়িয়ে বলছে আমি টাকার রেট জানতে চাচ্ছি ২-৩ বার এমন করলো তখন কি যে রাগ হচ্ছিলো মনে হয়ে একটা চড় মারি তখনই মনে হল প্রিয় মেন্টর ইকবাল বাহার স্যারের কথা কারন স্যার আমাদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দিচ্ছে এবং নিজের রাগ নিয়ন্ত্রণ করার কথা বলছে বারবার সেজন্যই নিজেকে খুব কষ্ট করে নিজের ভিতরেই রাগটাকে দমিয়ে দাঁড়িয়েছিলাম।
কিন্তু কাউন্টারে বসে থাকা ওই কর্মকর্তা আর সহ্য করতে পারছিল না বসে বসে বললো Can u move from here & come to the serially লোকটা তারপরও বলল " মে ছেরেফ রেট পুছারাহে " কাউন্টার থেকে লোকটা একটু রাগান্বিত করছো বলতো Why u not follow the rules & why u come close the peoples? লোকটা বললো " কেয়াে হুয়া তো? তারপর সেই আবারো কাছে এসে বলছে করোনো ভাইরাস এটা কিছুই না এটা বলে আবার গাঁ ঘেঁষে দাঁড়ানো চেষ্টা করছিল এক পর্যায়ে রিসেপশনে থাকা মহিলা স্টাপটি প্রচন্ড রেগে গিয়েছিল ওর উপর তারপর আমি কাছে এসে ওকে বুঝিয়ে বললাম পুরো ব্যাপারটা তারপর কিছুটা বুঝতে পেরেছে চলে যাচ্ছে আর আমাদেরকে বকাবকি করে যাচ্ছে তখন মনে হল ওর কপালে কি জানো কি বা ভালো আছে?
আসলে কথাটা বলার কারণ হলো রাগটা যে আমার আগের থেকে কিছুটা নমনীয় হয়েছে সেটাই আর এর পুরো কৃতিত্বটা নিজের বলার মত একটা গল্প গ্রুপের ফাউন্ডার, শিক্ষক, মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের।
স্যার প্রতিনিয়ত সবাইকে শিখাচ্ছে কি করে একজন ভালো মানুষ হওয়া যায়, যারা এই বীজটি আঁকড়ে ধরতে পেরেছে তারা সত্যিই ভালো মানুষ হওয়ার চেষ্টায় আছে, তার প্রমাণ আমার রাগ কিছুটা কমতি হওয়া।
SOD No: 166
Date:16.03.2020
👦 সিএম হাসান
👉কমিউনিটি ভলেন্টিয়ার
✒️সদস্যঃ 'রিসার্চ এন্ড প্রোমোশন টিম', নিজের বলার
মতো একটা গল্প
👨🎓 তৃতীয় ব্যাচ
🖋️রেজি.নং: ৩৫২৭
🖋️ পোষ্টের সংখ্যা: ৭৪ টি
💼 প্রতিষ্ঠাতা উদ্যোগতা : QB Fashion World
💼 অনারেবল ডাইরেক্টর: নুজুম গ্রুপ
💉 ব্লাড গ্রুপ: A+
🇧🇩 লক্ষ্মীপুর জেলা
🇶🇦 রেমিটেন্স যোদ্ধা - কাতার প্রবাসী
📱+974 33492465
📧 cmhasan790@gmail.com