পোশাকে আত্মপ্রকাশ
পোশাকে আত্মপ্রকাশ
================
আত্মপ্রকাশ (self-expression) বলতে আমরা বুঝি নিজস্ব পারসোনালিটি, ইমোশন, চিন্তাধারার বহিঃপ্রকাশ। কিন্তু পোশাকের মাধ্যমে কি নিজেকে আত্মপ্রকাশ করা সম্ভব? মানুষ কি পোশাক কে ব্যবহার করে আত্মপ্রকাশের জন্য? চলুন জেনে নেয়া যাক।
পোশাক মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে তখন থেকেই যখন থেকে গুহা মানবরা পাতার মাধ্যমে নিজেদেরকে ঢেকে রাখত। শুরুর দিকে পোশাক ব্যবহার করা হত দেহকে শুধুমাত্র সুরক্ষিত রাখার মৌলিক চাহিদা হিসেবে। ধীরে ধীরে পোশাকের ব্যবহার বাড়তে থাকে এবং পোশাকের ব্যবহার শুরু হয় মনোযোগ আকর্ষণ এবং সমাজে নিজেদের অবস্থান প্রকাশ করার জন্য এবং এটি বর্তমান সময়েও বিদ্যমান। আর এর উপর ভিত্তি করেই আজ দেশে বিদেশে গড়ে উঠেছে ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলো।
“Fashion is a way by which men can express their personality”
পোশাক কে এখন ব্যবহার করা হয় ফার্স্ট ইম্প্রেসন এর মাধ্যম হিসেবে। তাই পোশাক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পোশাক হচ্ছে একটি নিসচুপ ভাষা। একজন লোক আপনার সাথে ঘনিষ্ঠ হবার পূর্বেই আপনাকে বিচার করে আপনার পরিহিত পোশাক এবং স্টাইল এর মাধ্যমে।
“Fashion is required to make the men feel the best. When somebody wears fashionable clothes that fit his properly; it can add a boost of confidence”
পোশাক আপনার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে। পোশাক আপনার রুচি, চিন্তাধারা, পেশা, চাহিদা ইত্যাদি প্রকাশ করে আপনার চারপাশে থাকা মানুষদের কাছে। পোশাক এবং স্টাইল আপনার সাধারণ তথ্যগুলো প্রকাশ করে চারপাশের মানুষদের কাছে। আপনি কথা বলার আগেই আপনার পোশাক কথা বলে উঠে, পরিচয় করিয়ে দেয় আপনার রুচি এবং যোগ্যতার।
. “It’s easier to judge and realize others personality by the help of fashion”
এখন প্রশ্ন আসতে পারে “Don’t judge a book by it’s cover” হ্যাঁ, বর্তমান প্রতিযোগিতার এই যুগে একজনকে তার কাজের মাধ্যমেই বিচার করা উচিত। কিন্তু যার সাথে আপনার আজ প্রথম দেখা তাকে কি আপনি শুরুতেই পারবেন কাজ দিয়ে বিচার করতে? আর পোশাক হচ্ছে সেই মাধ্যম যার সাহায্যে আমরা একজন মানুষকে প্রথম দেখায় বিবেচনা করি। হ্যাঁ এটাই বাস্তবতা। আপনার পোশাক আপনার রুচিশীল ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আর যদি মনে করেন আপনি আপনার কাজ দিয়ে পরিচিতি পাবেন সেটাও ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যদি আপনি আপনার কাজের মাধ্যমে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারেন তাহলে আপনি কেন পারবেন না সুন্দর পোশাকের মাধ্যমে নিজেকে আরও আক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবং আপনার রুচিশীল ব্যক্তিত্বের পরিচয় সবার সামনে তুলে ধরতে?
একজন উকিল কে চেনা যায় তার কালো কোর্টে, ডাক্তারকে তার সাদা এপ্রনে, স্টুডেন্টকে তার ব্যাকপ্যাকে। আপনাকে কিসে আলাদা করা যায়? কি প্রকাশ করে আপনার প্রতিদিনের পোশাক আপনার সম্বন্ধে? ভেবে দেখবেন।
স্ট্যাটাস অব দ্যা ডে"- 195-15/04/2020
please Visit:- OZZIE Clothing club
-------------------------
Brand: OZZIE Clothing
Shop: 35-38, 2nd floor, Baly Complex, Uttara, Dhaka
নাঈম সরদার
ব্যাচ- ৯ম
রেজিষ্ট্রেশন : ১২৩৬৬
ঢাকা