আসুন_শিখি চলে আসলাম আজকে আবার আসুন শিখি দ্বিতীয় পোস্ট নিয়ে।
চলে আসলাম আজকে আবার আসুন শিখি দ্বিতীয় পোস্ট নিয়ে।
আজকের টপিক: #গুগোল_ড্রাইভ
গুগোল ড্রাইভ কি সেটা আগে একটু জেনে নিই আমরা..
**এটি হচ্ছে গুগোল দ্বারা নির্মিত Cloud Based File Storage Service.
যেখানে আমরা প্রয়োজনীয় files যেমন images, videos,, documents বা যেকোনো digital file ১৫ জিবি পর্যন্ত আপলোড করে রাখতে পারি যাদের ১৫ জিবির চেয়ে বেশি স্টোরেজের দরকার হয় তাদের টাকা দিয়ে প্রিমিয়াম প্যাকেজ নিতে হয়।।।
অর্থাৎ এটি একটি অনলাইন স্টোরেজ। যেখান থেকে আপনি যেকোন সময় আপনি ফাইল ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন হবে।
কারণ গুগোল ড্রাইভ ব্যবহার করার জন্য আপনার Gmail or Google Account থাকতে হবে।
গুগোল ড্রাইভ কেন প্রয়োজন?
**এটির সুবিধা আমরা যারা ব্যবহার করি তারা সবাই কম বেশি জানি।
যেহেতু এটা আমাদের ইমেইলের সাথে কানেক্টেড তাই আমরা যেখানে যাই বা থাকি না কেন আমাদের প্রয়োজনীয় সব Files ও এটার মাধ্যমে আমাদের সাথে থাকে।
** অনেক সময় আমাদের মোবাইল বা ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার ফলে প্রয়োজনীয় files গুলোও হারিয়ে যায়। কিন্তু যদি আমরা গুগোল ড্রাইভে রাখি তাহলে ফাইল মিসিং হওয়ার আশংকা থাকে না।
**পাশাপাশি এই ফাইলগুলো আপনি লিংকের মাধ্যমেও অন্যের সাথে শেয়ার করতে পারবেন।
** যেকোনো ডিভাইস যেমন, mobile, computer বা laptop এর জন্য ফ্রীতেই available-Google drive এর app.
আপনি অনলাইন এবং অফলাইন দুই ভাবেই ব্যবহার করতে পারবেন।
** ব্লগার হিসেবে কাজ করতে চাইলে নিজের ব্লগের full automatic backup এখানে নিতে পারবেন।
গুগোল ড্রাইভ ব্যবহার কিভাবে করবেন?
**ফাইল আপলোড করা এখানে খুবই সহজ অন্যসব সাইটের মত যাস্ট গুগোল ড্রাইভে গিয়ে New তে ক্লিক করে ফাইল/ফোল্ডার আপলোড করার অপশান চলে আসবে।
** গতকাল আর্টিকেল রাইটিং এর জন্য বলেছিলাম এটি ব্যবহার করতে পারবেন। কিন্তু সেটা কিভাবে তাইতো?
- আগের মতো New তে ক্লিক করলে Google Doc Option থাকবে সেটাতে ক্লিক করলেই একটা খালি পেজ চলে আসবে Word এর মতো যেখানে আপনি ইচ্ছেমত লিখতে পারবেন।
- Untitled Documents এ ক্লিক করলে আপনাকে File Name দেওয়ার অপশান দিবে।
- তারপর খালি প্লেসে কিছু লিখলে সে লিখাকে color, italics, character etc করতে পারবেন।।
লিখাটা লিখতে ১ ঘন্টা লেগেছে আমার, কারো উপকার হলে জানাবেন।
নেক্সট অন্য টপিক নিয়ে আসবো ইন শা আল্লাহ।।
ধন্যবাদ
স্ট্যাটাস অব দ্যা ডে"- 195-15/04/2020
Asmica Tabassum Mithila
Reg: 1922
Batch: 7
Campus Ambassador,Chittagong
Managing Director of
Easylife Pvt.Ltd
CEO
Women IT Hub