...........................নববর্ষের সংসার...................
...........................নববর্ষের সংসার...................
ইভান আমাদের একমাত্র আদরের সন্তান। বয়স সবে মাত্র ৬ বছর। আজ সকালে ঘুম থেকে উঠে বায়না ধরছে বৈশাখে ঘুরতে যাবে কিন্তু এই করোনার দিনে তা একেবারেই অসম্ভব। অনেক চেষ্টা করেও তাকে থামানো গেলো না। তারপর, তার আম্মু বললো আজকে তোমার বাবা রান্না করবে, আর আমরা মজা করে খাবো। হু, অতঃপর কান্না থামিয়ে আমার পিছু লাগলো কখন আমি রান্না করবো,কি রান্না করবো,........
পান্তা ইলিশ সহ যাবতীয় সবকিছু ইভানের আম্মু রান্না করেছে। কিন্তু আমাকে তো কিছু একটা রান্না করতেই হবে, তাই শেষমেশ লইট্টা মাছ রান্না শুরু করলাম।
যখন আমি ব্যাচেলর বাসায় থাকতাম তখন প্রতিদিনই রান্না করে খেতাম কিন্তু কখনো লইট্টা মাছ রান্না করা হয়নি, আজ প্রথম রান্না শুরু করলাম। ইভানের আম্মুকে বললাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে দেওয়ার জন্য কিন্তু কেটে তো দিলোনা বরং ইভানকে মোবাইল দিয়ে আমার পিছু লাগিয়ে অন্য রুমে গিয়ে কাজ শুরু করলো। কি আর করার বাপ-বেটা রান্না শুরু করলাম।অত:পর শেষও করলাম।
ইভানের আম্মু আমার রান্না লইট্টার স্বাদে আত্মহারা হয়ে বলেই উঠলো আজ থেকে সপ্তাহে দু-দিন অন্তত তুমি রান্না করিও।একথা শুনা মাত্রই আমার গলায় ভাত আটকে গেল, ভাগ্যিস এ যাত্রায় বেঁচে গেলাম। তাই সব পুরুষের উদ্দেশ্যে বলছি-পুরুষ হিসাবে রান্না করা দোষের নয়, তবে বেশী স্বাদ করে রান্না করা দোষের।
হঠাৎ ইভান চিৎকার করে উঠলো, তার গলায় ইলিশের কাটা বিঁধেছে। কিছু করার আগেই ইভানের আম্মু শুরু করলো বকাবকি। আমি নাকি মাছ কিনতে জানিনা, বাজার থেকে সবচেয়ে পঁচা ও ছোট মাছ গুলো কিনে নিয়ে আসি,আর পাশের বাসার সামাদ ভাই নাকি তাজা তাজা, কেমিক্যাল মুক্ত ও বড় বড় মাছ কিনে নিয়ে আসে। একথা শুনার পর নিজের কাছে খুব খারাপ লাগলো, তাই খাওয়া শেষে সামাদ ভাইকে কল দিয়ে আসল রহস্য জানলাম।
সামাদ ভাই বললো- আরে আমিতো বাজারই করিনা,
আপনার ভাবী-ই ঘরে বসে সব সামাল দেয়, NutriFoods Bangladesh এর মেম্বারশীপ কার্ড দিয়ে ঘরে বসেই অর্ডার দেয়, ডিসকাউন্টও পায়, তারা বাসয় এনে দেয়। অত:পর, সেও খুশি,আমিও খুশি।
সামাদ ভাই আরো বললেন আরে ভাই শুনেন -@NutriFoods Bangladesh এ এখন Healthy Cooking Competition চলে, আপনিও অংশগ্রহণ করে মেম্বারশীপ কার্ড জিতে নিতে পারেন।।।
একথা শুনার পর, দেরি না করে আজকে বাপ-বেটার রান্না NutriFoods Bangladesh ( নিরাপদ খাদ্য ও পুষ্টি সেবা) গ্রুপে পোস্ট করলাম।
আমার সেই পোস্টের লিংকঃ
আমার সংসারের বাকি সুখটুকু নির্ভর করে, এই কম্পিটিশন জিতার মধ্যে তাই, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন
"নিউট্রি-ফুডসের কার্ড জিতুন,
ঘরে বসে ভাবীর পছন্দে বাজার করুন,
টেনশন মুক্ত জীবন গড়ুন"
..................................................................................
#বিদ্রঃ ইহা নিতান্তই গল্প অথচ আমি প্রতিদিনই নিজে রান্না করি
[ইহা ভিন্নধর্মী কোম্পানির প্রচারণা ]
স্ট্যাটাস অব দ্যা ডে"- 195-15/04/2020
মোঃআবদুল আজিজ
ক্যাম্পাস এম্বাসেডর
৬ষ্ঠ ব্যাচ
রেজি নং -৪৯৩
মোবাইল -০১৫১৬০৪০৪৫১