স্বনির্ভর আমরা
স্বনির্ভর আমরা
আমি মনে করি প্রতিটা মানুষকেই বিশেষ করে মেয়েকেই স্বাবলম্বী হওয়া উচিত।
আর যদি স্বাবলম্বী নাইবা হয় তবু ও প্রতিটা মেয়েকে স্বাবলম্বী হওয়ার মত যোগ্যতা থাকা দরকার।
কেননা কার জীবনে কখন কোন পরিস্থিতি আসে, সেটা কেউ বলতে পারে না।
আমি আমার এই ছোট জীবনে দেখেছি,চোখের পলকে মানুষের সাজানে গোছানো সংসার, ঝড়ো দমকা হাওয়াই তছনছ হয়ে যায়,নিঃস্ব হয়ে যায় মানুষ।
তখন চারদিকে শুধু হা হুতাশ থাকে।
তাই আমাদের প্রত্যেকের উচিত জীবন চলতে গিয়ে শুধু বর্তমানে সুখে আছি সেই চিন্ত করলেই হবে না।
ভবিষ্যতের যে কোন পরিস্থিতি মোকাবেলা করার মত যোগ্যতা অর্জন করে রাখা উচিত।
আর যাদের বর্তমান টাই নানাবিধ সমস্যায় জড়িত, তাদের তো কিছু করতেই হবে, যে কোন মুল্যে।
এখন প্রশ্ন হলো,আমি কি কাজ করব,কেমনে করব ইত্যাদি নানাবিধ প্রশ্ন আমাদের মনে জাগে।
সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে তা হলো নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস।
আমি এই কাজটা করব,আমি এই কাজটা পারব ইনশাআল্লাহ।
এমন প্রতিজ্ঞা করতে হবে নিজের কাছে।
পারব না, আমার দ্বারা হবে না, এমন কিছু মনে আসলে সেটাকে ত্বরি গতিতে মনের বাইরে নিয়ে আসতে হবে।
মনের মধ্যে নেগেটিভিটির কোন জায়গা দেওয়া যাবে না।সব কিছুতে পজিটিভ ভাবতে হবে।
অন্য একটা মেয়ে বা ছেলে যদি পারে,আমি কেন পারব না।এমনভাবে চিন্তা করতে হবে।
অর্থাৎ আমি করব, আমি নিজের পায়ে দাঁড়াবো,আমার পরিবার স্বামী, সন্তান, মা, বাবা,আত্বীয়স্বজন সবার পাশে দাড়াবো,সর্বপরি আমি আমাকে প্রুভ করব,আমার ভিতরের সুপ্ত প্রতিভাকে বের করে সেটাকে কাজে লাগাবো।
এমন ভাবে তোমার মনটাকে সেট করতে হবে।
চারদিকে অনেক আলোচনা, সমালোচনা হবে,তাতে কান দেওয়া যাবে না।কে কি বলল তাতে কিছু যায় আসে না, কিচ্ছু না।
আজকের এই লেখাটা বার বার পড়েন,বার বার পড়ে নিজের মনকে কতটা বদলাতে পারেন সেটা কমেন্ট ও জানান।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 204
Date:- 24/04/2020
জুলেখা খাতুন সুমা
ডিস্ট্রিক্ট এম্বাসেডর
গফরগাঁও, ময়মনসিংহ
৬ষ্ট ব্যাচ
রেজি নং ৩৪৩