খেলাঘর বাঁধতে লেগেছি মনের ভিতরে কতো রাত তাইতো জেগেছি বলবো কী করে
যেকোন কাজের সফলতার ৯৯% হচ্ছে অনুপ্রেরণা আর ১% হলো পরিশ্রম। আর এই অনুপ্রেরণার সিংহভাগই আমি পাই এই গ্রুপটা থেকে। আজ বিকেল বেলা আমি লক্ষ্য করলাম এই ভালবাসার গ্রুপটা আমাকে খুব অল্প একটা সময়ে অনেক বড়ো একটা স্বীকৃতি দিয়েছে। "Rising Star".. মাঝে মাঝে কিছু অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আপ্লুত হয়ে বলার ভাষা হারিয়ে ফেলি। কারণ আমার গল্পটা একটুখানি ভিন্ন, হয়তো কোন একদিন শুনাবো কোন এক প্রত্যাশিত আনন্দের আত্মহারায়... 





জীবন থেকে খুব বেশি কিছু চাইনা। একটুখানি স্বনির্ভরতা আর দেশ ও দশের তরে নিজের সাধ্যের সর্বচ্চোটুকু দিতে চাই। চাই নিজের বলার মতো একটি গল্প। জানিনা কতোটুকু পারবো, তবে আকাশজোড়া সপ্ন আমার...
অনেক আশা নিয়ে স্যারের দেখানো পথ ধরে হাটতে চলেছি। আমার লেখা নিয়ে গ্রুপের বেশ্ কিছু ভাইয়া আর আপুদের যে অভিমত তা আমাকে প্রতিদিন প্রেরণা যোগায়। কী অদ্ভুত!!! তাইনা? যাদেরকে কোনদিনও দেখিনি, চিনিনা,জানিনা তারাই আজ আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার সপ্ন পূরনের পথে। সত্যিই অনবদ্য একটি প্লাটফর্ম। আশাকরি আপনাদের এই অনুপ্রেরণা ভবিষ্যতের লেখনিতে আমাকে আরও যত্নশীল করে তুলবে। সবাই আমার জন্যে প্রার্থনা করবেন।
শুধু একজন আরেকজনকে শ্রদ্ধা আর সম্মানে অনেক সুপ্ত প্রতিভা বিকশিত হওয়া সম্ভব। এতে আমাদের কোন টাকা খরচ করতে হয়না, উপরন্তু আমরাই খুব নিকট ভবিষ্যতে এর সুফল পেতে সক্ষম হই। এটাও কিন্তু আমাদের এক প্রকার বিনিয়োগ যা দিয়ে আমরা ভবিষ্যতে একটু বেশিই লাভবান হতে পারি। তাই বলবো চলুন গ্রুপের প্রতিটি ভাই ও বোনদের সম্মান করি আর ভবিষ্যতে বিনে পয়সায় লাভজনক সম্মান বিনিয়োগ করে ব্যাবসায়ে আরও বেশি সফলতা অর্জন করি।
সবাই ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবার জন্যে
শুভ কামনা
রইলো অনেক অনেক।
Date:- 24/04/2020
মৌসুমী সাহা
১০ম ব্যাচে্র একজন গর্বিত উত্তরসূরি
রেজিস্ট্রেশন নং- ১৩৪৭৪
ব্লাড গ্রুপ - B+
জেলা - নরসিংদী