একজন সফল উদ্যোক্তা হতে হলে কি কি গুণাবলী থাকতে হয়?
নিজের বলার মতো একটা গল্প এর রুপকার ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছি যে আমাদের ৯০ দিনের ক্লাস প্রায় শেষ পর্যায় স্যার নিয়মিত ক্লাস গুলো থেকে আমরা নিজেদের কে অনেক পরিবর্তন করতে পেরেছি । একজন ভালো মানুষ হওয়া সপ্ন দেখি বা সাহস পায়
তারই ধারাবাহিকতা আমরা ব্যাবসায়ী কেউ উদ্দোক্তা কিংবা একজন ভালো উদ্দোক্তা হওয়ায় স্বপ্ন দেখচ্ছি
একজন ভালো উদ্দোক্তা হতে হলে কিছু গুনোবলী অর্জন করা দরকার তাই নিম্নোক্ত বিষয়গুলোকে সবাই মনোযোগ দিতে পারি তাহলে সফলতা আসবে।
একজন সফল উদ্যোক্তা হতে হলে কি কি গুণাবলী থাকতে হয়?
Management System International (MSI)-এর গবেষক David Mc. Lelland -র নেতৃতে এক দল গবেষক বিশ্বব্যাপী ব্যাপক গবেষনায় জানতে পেরেছে যে মোট ১০ টি প্রধান বৈশিষ্ট কোন ব্যক্তিকে সফল উদ্যোক্তা হতে সহায়তা করে –
১. সুযোগ সন্ধান: ব্যবসা সংক্রান্ত নতুন নতুন সুযোগ দেখা । এ গুলির উপর কাজ করা এবং তা বাস্তবায়ন করা । আর্থিক সংস্থান, যন্ত্রপাতি, জমি, কর্মসংস্থান বা অন্যান্য সাহায্য লাভের জন্য লক্ষ্যনীয় সুযোগ গুলি ব্যবহার করা ।
Management System International (MSI)-এর গবেষক David Mc. Lelland -র নেতৃতে এক দল গবেষক বিশ্বব্যাপী ব্যাপক গবেষনায় জানতে পেরেছে যে মোট ১০ টি প্রধান বৈশিষ্ট কোন ব্যক্তিকে সফল উদ্যোক্তা হতে সহায়তা করে –
১. সুযোগ সন্ধান: ব্যবসা সংক্রান্ত নতুন নতুন সুযোগ দেখা । এ গুলির উপর কাজ করা এবং তা বাস্তবায়ন করা । আর্থিক সংস্থান, যন্ত্রপাতি, জমি, কর্মসংস্থান বা অন্যান্য সাহায্য লাভের জন্য লক্ষ্যনীয় সুযোগ গুলি ব্যবহার করা ।
২. অধ্যবসায়: যে কোন বাঁধা দূর করা অথবা যে কোন চ্যালেনজ মোকাবিলা করতে বার বার পদক্ষেপ নেয়া। লক্ষ্যে পৌছানোর জন্য বিকল্প পথ সন্ধান করা।
৩. কাজের প্রতিশ্রুতি রক্ষা: গ্রাহকদের জন্য কাজ সম্পন্ন করতে গিয়ে উদ্ভুত সমস্যাবলীর দায়-দায়িত্ব নেয়া। শ্রমিকদের সাথে কাজে লেগে থাকা এবং তাদের মাধ্যমে কাজগুলি করিয়ে নেয়া যাতে গ্রাহকগণ সর্বদা সন্তুুষ্ট থাকেন।
৪. গুনগতমান ও দক্ষতার চাহিদাঃ উন্নত, দ্রুত এবং সস্তায় পন্য সরবরাহের জন্য পথ খুজে বের করা। অতীতের সকল উৎকর্ষতাকে হার মানিয়ে নতুন এবং সবচাইতে ভালো খরিদ্দার যে রকম চায় সেই রকম ভাবে পন্য তৈরীর চেষ্টা করা ।
৫. ঝুঁকি গ্রহনঃ ঝুঁকি গ্রহন করার মনোভাব থাকতে হবে । একজন সফল উদ্যোক্তার নিজের মত অনুযায়ী সহনীয়/পরিমিত ঝুঁকি গ্রহন করবে।
৬. তথ্য অনুসন্ধান: ব্যক্তিগতভাবে গ্রাহক, সরবরাহকারী ও প্রতিযোগী সম্পর্কে তথ্যানুসন্ধান করা । তথ্য সংগ্রহের জন্য নিজের এবং ব্যবসায়িক বিভিন্ন ব্যক্তি বা নেটওয়ার্ক কাজে লাগানো
৭. লক্ষ্য নির্ধারন: পরিস্কার ও দীর্ঘ মেয়াদী লক্ষ্য নির্ধারন করা । একজন সফল উদ্যোক্তা দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌছানোর জন্য নিরবিচ্ছিন্ন ভাবে স্বল্প মেয়াদী পরিকল্পনা করা ।
৮. সুষ্ঠু পরিকল্পনা ও পরিচালনা: লক্ষে পৌছানোর জন্য বাস্তব সম্মত পরিকল্পনা করা এবং ধাপে ধাপে তা বাস্তবায়িত করা। বড় কোন কাজকে সঠিকভাবে বাস্তবায়ন করতে ছোট ছোট অংশে করে ফেলা ।
৯. উদ্বুদ্ধকরণ ও সম্পর্কস্থাপন: অন্যকে অনুপ্রাণিত বা প্রভাবিত করতে সঠিক কৌশল ঠিক করা । নিজের উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবসায়িক ও ব্যক্তিগত যোগসূত্রসমূহ ব্যবহার করা ।
১০. আত্মবিশ্বাসঃ নিজের ক্ষমতা ও যাবতীয় গুনাবলীর উপর শক্ত বিশ্বাস রাখা । কোন কঠিন কাজ বা চ্যালেন্জ মোকাবিলা করার জন্য নিজের ক্ষমতার উপর আস্থা রাখা ।
স্ট্যাটাস অব দ্যা ডে"- 197-17/04/2020
কামাল উদ্দিন
কমিউনিটি ভলেন্টিয়ার
অষ্টম ব্যাচ
রেজি.নং:8647
ব্লাড গ্রুপ: B+
নোয়াখালী জেলা
সৌদি আরব প্রবাসী
00966538350117
kamalmalek2651@gmail.com