আজকে খুব বেশি ইচ্ছে করছে, একটু ফিরে যেতে হারিয়ে ফেলা অতীতে
আসসালামু আলাইকুম
আশাকরি আল্লাহ পাক আমাদের সবাইকে এই কঠিন মূহুর্তেও ভাল রেখেছেন।
আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি।
ভালবাসা রইল "নিজের বলার মতো একটি গল্প" গ্রুপের সকল ভাই/বন্ধু ও বোনদের প্রতি।
বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় "ইকবাল বাহার জাহিদ" স্যারের প্রতি।
আজকে খুব বেশি ইচ্ছে করছে, একটু ফিরে যেতে হারিয়ে ফেলা অতীতে। ভাবছি, কি করতে পেরেছি এই জীবনে? কি করার কথা ছিল আর কি করলাম। জীবনের সময়ের কাটাতো টিক টিক করে চলেই যাচ্ছে। সময়টাকে কাটিয়ে দিলাম, অবহেলায় আর অযত্নে। একবারও ভেবে দেখিনি, এমন করে একদিন হঠাৎ থেমে যাবে জীবন ঘড়ি।
জীবন আসলেই অনেক সুন্দর। সহজ-সরল, নিস্পাপ। কিন্ত আমরা এই সহজ-সরল জীবনটাকে করে তুলি, কঠিন। জীবনে কি করেছি আর কি বা হারিয়েছি? যদি এই হিসাব আমরা করতে বসি, তাহলে মনে হয় পাওয়ার চেয়ে হারিয়েছে বেশি।
কারন, আমরাতো কখনো পাওয়ার চেষ্টাই করি নি। যারা করেছে তারা আজ সফলতার চুড়ায়। হয়তো আপনি বা আমিও একদিন হয়তো যাব, ঐ সফলতার চুড়ায়। যখন সময়ও ফুরিয়ে যাবে।
একটু ভাবুন , দেখুনতো আজ এই সময় আপনার সহপাঠী বা সমবয়সীরা কোথায় এগিয়ে গেছে? হয়তো অনেক দূরে, যেখানে আমার বা আপনারও হয়তো যাওয়ার কথা ছিল। কিন্তু পারিনি, কারণ আমি তাদের মতো করে স্বপ্ন দেখিনি। আমি ভাবিনি সময়ের কাজ সময়ে করা উচিত ছিল।
যা কাল করার কথা, তা আজ কর।
তুমি যা আজ করার, তা এক্ষুনি কর।
সময় কাহারও জন্য অপেক্ষা করে না, যে সময়ের মূল্য দিতে পারবে, সেই সফলতার মুখ দেখবে।
আসুন, আজ নয় বরং এখন থেকে চেষ্টা করবো, সময়ের কাজ সময়ে করার। করবো বলে কোন কিছু পেলে রাখা ঠিক হবে না। কারন হয়তো আজই আমার জীবনের শেষ দিন।
আমরা পেছনে পড়ে থাকার আরও একটি কারন হচ্ছেঃ সাহস। আমরা সম সময় ভাবি, এই কাজ আমার ধারা হবে না। আমি হয়তো পারবো না। কিন্তু একবারও কি সাহস করে চেষ্টা করেছি?
"পারিবোনা এই কথাটি, বলিও না আর।
একবার না পারিলে দেখ শত বার"।
এই কবিতাটি আমরা ছোট বেলায়, অনেকেই পড়েছি। কিন্তু এই পড়ে কি লাভ হলো, যদি তা জীবনে নাই প্রয়োগ করতে পারি।
তাই তো স্যার বলেনঃ শিক্ষিত হও, প্রকৃত শিক্ষায়।
আমরা অনেকে বরশী দিয়ে মাছ ধরতে পছন্দ করি। হয়তো সারাদিন না খেয়েও কাটিয়ে দেই, ভুলে যাই অন্য কিছু। শুধু টার্গেট থাকে মাছ আমাকে পেতেই হবে, সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি। কিন্তু এইভাবে কি আমরা কখনো ভেবেছি, জীবনে সফল আমাকে হতেই হবে।
তাইতো স্যার বলেনঃ লেগে থাকুন, সফল আপনি হবেনই।
অবশেষে একটা কথাই বলবো, সময়কে মূল দিন।
আমিও পারবো, এই সাহস নিয়ে এগিয়ে যান।
শুধু মুখস্থ শিক্ষা নয়, প্রকৃত শিক্ষা গ্রহণ করি।
কখনো হতাশ না হয়ে, কাজে লেগে থাকুন।
স্যারের সেশন গুলো শুধু দেখার জন্য না দেখে,
শেখার জন্য দেখুন, কিছু বুঝতে চেষ্টা করুন।
জীবনে সফলতা চিনিয়ে আনুন, আপনার সাহস, সততা ও পরিশ্রম দিয়ে।
আর এই কথাগুলো বলার সাহস আমাকে জুগিয়েছেন, আমার, আামাদের সকলের প্রিয় স্যার "ইকবাল বাহার জাহিদ" যিনি প্রতিদিন শিখাচ্ছেনঃ কিভাবে ভালো মানুষ হবো, কিভাবে সফলতা অর্জন করবো।
বিঃদ্রঃ আমার কথাতে কোন ভুল হলে ক্ষমা করবেন।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 207
Date:- 27/04/2020
নামঃ সহিদ হোসেন
কমিউনিটি ভলেন্টিয়ার
ব্যাচঃ ৮ম
রেজিষ্ট্রেশন নঃ ৭৫৮২
জেলাঃ লক্ষ্মীপুর জেলা
কাতার প্রবাসী
+৯৭৪ ৭৪০৪ ৩৩৮৫
উদ্দোক্তাঃ "স্বপ্নের খামার বাড়ি" প্রকল্প।
Youtuber: "shopner khamar bari"