আমি আমার এই বয়সে জীবিকার তাগিদে অনেক কিছু করেছি,,চাকরি, ব্যবসা এমনকি
"আসসালামু আলাইকুম "
(রমজানুল মোবারক)
প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন,,আশারাখি মহান রাব্বুল আলামিনের কৃপায় সবাই ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে স্বাভাবিক জীবন যাপনের জন্য দয়া করে।
আজকে আমাদের প্রিয় সারের একটা কথা বার বার আমাকে নাড়া দিচ্ছে তাই নিজের অভিগ্গতার আলোকে সবার উদ্দেশ্য কিছু কথা বলতে আসলাম।
কৃতজ্ঞতা জানাই,আমাদের সবার প্রিয় স্যার "ইকবাল বাহার জাহিদ " স্যারকে, যার কারনে নিজের ভাব প্রকাশ করার জন্য এত সুন্দর প্লাটফর্ম পেয়েছি।
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না
আসলে আমরা কোনো কাজে সফল না হওয়ার মুল করন হচ্ছে, আমরা কোনো কাজ শুরু করার আগে ভাবিনা।কারন আমরা সবসময় দুরের জিনিসটা বেশী খেয়াল করি,কাছের জিনিসটা নজরে আসে খুব কম।
আমি আমার এই বয়সে জীবিকার তাগিদে অনেক কিছু করেছি,,চাকরি, ব্যবসা এমনকি বিদেশ ও গিয়েছি কিন্তু কোনো কাজেই সফল হতে পারিনি,তার একমাত্র কারন হচ্ছে কোনোটাই আমি ভাবিয়া /চিন্তা করে করিনি।
স্যার গতকালের সেশনে বলেছে ;নিজের সাথে নিজে নিজে কথা বলতে, নিজেকে নিজে প্রশ্ন করতে তাহলে সমস্যার সমাধান বের হয়ে আসবে।স্যারের কথার আলোকে আমি সত্যি তাই করি এবং আমার পিচুটানের বা ব্যর্থতার মুল রহস্য খুজে পাই, আর সেটা হচ্ছে জীবনে যাই কিছু করছি কখনো ভাবিনি তার Future কি হবে ভাবিনি।
আমার পিতা-মাতা ও অনেক কাজে আমাকে বাধা দিয়েছে কিন্তু আমি শুনেনি,যদি একটাবার ভাবতাম/চিন্তা করতাম, যে পিতা মাতা সবসময়ই আমার মঙ্গলের জন্য বলে,তাহলে হয়তো এমন পরিস্থিতিতে থাকতে হইতো না।যেমন দরুন,,,পিতা-মাতা বলেছে অমুকের সাথে চলাফেরা করিস না,বিপদে পড়বি।
আমি পরিবারের অভাব মোচনের জন্য চাকরি করেছে একটা প্রতিষ্টানে -দিন রাত পরিশ্রম করেছি নিজের স্বর্বোচ্ছ চেষ্টা দিয়েছি টাকার জন্য। কিন্তু কখনো ভাবিনি এখানে চাকরি করলে হয়তো টাকা পাবো কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হবে কি না,কোম্পানির ভেলু কেমন,কোম্পানির সুনাম আছে কি না ইত্যাদি।
আমি ব্যবসা করেছি-অনেক কষ্ট করে ছোট্ট একটা স্টেশনারি দোকান দিয়েছি,, নিজের কাজ নিজে করবো বলে,,,,কিন্তু দোকান নেওয়ার আগে ভাবিনি/চিন্তা করিনি যে,,,আমিতো এ ব্যবসা তেমন বুঝিনা আরো অভিজ্ঞতার দরকার,আমি যে খানে দোকান নিয়েছি সে খানে ষ্টেশনারী আইটেমের চাহিদা কেমন,,এখানে দোকান দিলে ব্যবসা টিকিয়ে রাখতে পারবো কি না, কিংবা কেমন ইনবেস্ট করতে হবে ইত্যাদি।
আমি সবকিছুতে যখন ব্যর্থ হলাম তখন চিন্তা করছি বিদেশ যাবো কারন অনেকে বিদেশ গিয়ে জীবনের মোড় ঘুরাতে সক্ষম হয়েছে,অডেল টাকার মালিক হয়েছে,,,আর সবার সহযোগিতায় বিদেশে ও চলে গেলাম।কিন্তু একটাবারও ভাবিনি এতো টাকা দিয়ে বিদেশ যাবো যদি কোম্পানি ভালো না হয়,যদি কাজ না পাই,যদি সারা মাস কাজ করেও টাকা না পাই, কিংবা যার কাছ থেকে ভিসা নিচ্ছি সে কেমন মানুষ ভালো না খারাপ, তার কাজ কর্ম কেমন,সে বিশ্বাস যোগ্য ব্যক্তি কিনা ইত্যাদি।
সব জায়গাতে যখন হোচট খেয়েছি আর ক্লান্ত হয়ে গিয়েছি ঠিক তখনি আমার পরিচিত এক ভাই অফার দিলো শেয়ারে ব্যবসা করার জন্য,,,, তার কথা গুলোতে মুগ্ধ হয়ে আত্নীয় স্বজনের কাছ থেকে আবার দার দেনা করে তার সাথে ব্যবসায়ে ইনবেষ্ট করি,,,কিন্তু একবারও জানতে চাইনি,,,যার সাথে ব্যবসা করবো সে লোকটা কেমন,সৎ কিনা,তার পরিবার কেমন,কিংবা তার মন মানসিকতা কেমন,ইত্যাদি।
এমন অনেক কাজই আছে যা আমরা করার আগে ভাবিনা,,, আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু তুলে ধরেছি,,,,,, যদি আমার হেরে যাওয়ার কাহিনি কি বা কেনো কেউ উপলব্ধি করে তার নিজের সাথে মিলাতে পারে এবং কেউ যদি নিজেকে বুঝতে পারে,, তাহলেই আমি ধন্য।
আমি যদি উপরের কাজ গুলো ভালো করে বুজে,ভেবে চিন্তে করতাম তাহলে আজকে আমারও -"নিজের বলার মতো একটা গল্প " থাকতো
পরিশেষে একটা কথাই বলবো,,,, আপনি আপনার নিজেকে চিনুন,নিজেকে চিন্তে নিজের সাথে কথা বলুন,নিজেকে নিজে প্রশ্ন করুন,,,তাহলে আপনার ব্যর্থতার সমাদান বের হয়ে আসবে।আর অবশ্যই কোনো কাজ শুরু করার আগে চিন্তা/ভাববেন,শুরু করার পরে নয়।সফলতার জন্য এই উক্তিটি মোক্ষ বিষয়ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না
আবারো কৃতজ্ঞতা জানাই,,আমার প্রান প্রিয় "ইকবাল বাহার জাহিদ " স্যারকে। যার কারনে আজ নিজেকে নিজে চিনতে পারতেছি,পেয়েচি ভালো মানুষের বিশাল একটি প্লাটফর্ম।
ধন্যবাদ জানাই,প্রিয় প্লাটফর্মের সকল ভাই ও বোনকে যারা আমার এই লম্বা পোষ্টটি কষ্ট করে পড়েছেন।আর হে ভুল কিছু লিখলে অবস্যই কমেন্টসে জানাবেন,,,সংশোধন করে নিতে সুবিধা হবে আমার।ধন্যবাদ সবাইকে।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 208
Date: 28/04/2020
নাছির উদ্দীন (সবুজ)
জেলা ঃলক্ষীপুর
রেজিঃ৫১৪১
বেচঃ৮ম