উদ্যোক্তা শব্দটা যদিও আমাদের সবার পরিচিত কিন্তুু
আসসালামু আলাইকুম
আজ আপনাদের একটি সুন্দর ছোট্ট মোটিভেশনাল স্টরি শোনাব। গল্পটি আপনার চিন্তা ভাবনাকে ব্যাপকভাবে মোটিভেট করতে সাহায্য করবে। এই গল্পটি আমাদের প্রিয় গ্রুপের প্রিয় শিক্ষক এর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে, একজন সফল ব্যাক্তির কথা তুলে ধরব আপাদের সবার সামনে । যারা এই গল্পটি শোনবেন প্লিজ অবশ্যই একটু সময় নিয়ে গল্পটি শুনলে আপনার কাছে এ গল্পটি হয়ত খুবই হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক।
"ছেলেটির নাম শাহ নেওয়াজ মিথুন"
আমাদের প্রিয় প্লাটর্ফম এর একজন গর্বিত সদস্য প্রিয় গ্রুপকে অনুসরন করে এবং প্রিয় মেন্টর এর হাত ধরে আজ সফল উদ্যোক্তা হয়েছেন।
উদ্যোক্তা শব্দটা যদিও আমাদের সবার পরিচিত কিন্তুু
এর সাথে পাড়ি জমানোটা কখনই সহজ হয়ে উঠে না।
কারন পরিবারবর্গ সবাই চায় ছেলে চাকরি করবে। মাস শেষে ফিক্সট একটা টাকা পাবে এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
এর ব্যতিক্রম ছিল না মিথুন ভাই এর ক্ষেত্রে ও, তবে প্রিয় গ্রুপে যুক্ত হওয়ার পর থেকে তার মাথায় একটাই শব্দ শুনতে পাই আমাকে একজন সফল উদ্যোক্তা হতে হবে। একজন ভাল মানুষ হওয়া লাগবে। একজন পজিটিভ মানুষ হওয়া লাগবে। তার বাবা তাকে বিজনেস শুরু করার জন্য কোন টাকা দেয়নি। তখন সে কি করবে, কিভাবে বিজনেস শুরুটা করবে, তা নিয়ে তার মাথায় চলতে থাকে অনেক পরিকল্পনা । ঠিক এই সময়েই তার মায়ের কাছে সব কিছু শেয়ার করে। তার মা তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে। শুরু হল তার জীবনের পথ চলা চাকরির পাশাপাশি শুরু করে দিল ইলেকট্রিক আইটেম নিয়ে বিজনেস। তাকে চাকরি থেকে উদ্যোক্তা তৈরিতে ব্যাপক সাহায্য করে তার এই ইলেকট্রিক বিজনেসই।
এখন সে সফল উদ্যোক্তা হওয়া পথে।
মায়ের দোআ আর কিছু টাকা তার প্রথম মূলধন দিয়ে শুরু করার যাত্রাটা খুব সহজ ছিল না । মনে মনে অনেক কিছুই করা যায় কিন্তুু বাস্তবিক খুব কঠিন। আর এই কঠিন সময়টাকে জয় করে সে আজ সফল উদ্যোক্তার পথে হাটছেন। সবাই দোআ করবেন সফল উদ্যোক্তা হতে পারে।
মনে রাখবেন “ব্যবসা করতে বেশী পরিমাণের মূলধন লাগে কিন্তু উদ্যোক্তা হতে দরকার মেধা, শ্রম, বুদ্ধি আর অদম্য ইচ্ছাশক্তি।” আর তার এই ইচ্ছা শক্তি আজ তাকে দিয়েছে "
কিশোরগঞ্জ জেলা শহরে মিথিলা ইলেকট্রিক নামে একটি প্রতিষ্টান। তার মায়ের দেয়া কিছু টাকা তাকে দিয়েছে উপযুক্ত একটি মূলধন। তাকে দিয়েছে একটি ইলেকট্রিক প্রতিষ্টান। আজ তাকে অনুকরন করছে শহরের অনেক ব্যবসায়ীরা । আমরা অনেক বেশী মূলধন নিয়ে সচরাচর বা প্রচলিত লাভজনক বিজনেস করে থাকি কিন্তুু উদ্যোক্তা একটু ব্যতিক্রম!!!
আর তার পরিকল্পনায় যাত্রা শুরু করে আর ও একটি প্রতিষ্টান যার নাম করন করা হয়।
যেখানে আমরা ৫ বন্ধুরা মিলে কাজ করছি। বর্তমানে কাজ বন্ধ আছে কারন করোনাভাইরাস। তাই সবাই দোআ করবেন আমাদের জন্য, ও দোআ করবেন প্রিয় প্লাটর্ফম নিজের বলার মত একটি গল্পের জন্য"
আমরা অনেকেই মনে করি ব্যবসায়ী বলতেই উদ্যোক্তা, এটা সম্পুর্ণ ভুল ধারণা। মনে রাখবেন “সকল উদ্যোক্তাই ব্যবসায়ী কিন্তু সকল ব্যবসায়ী উদ্যোক্তা নয়।”
আর আমরা দিন শেষে রাতে এক একজন পজিটিভ ভাল মানুষ হিসাবে নিজেকে সবাই দেখতে চাই।
আজ এই পযর্ন্ত যা কিছু করেছি আমরা সবাই একজনের কাছেই চিরকৃতজ্ঞ থাকব। জীবনে এত বড় মানের শিক্ষক হতে পারে ইকবাল বাহার জাহিদ স্যারকে না দেখলে জানা হত না। মানুষ মানুষকে এত ভালবাসতে পারে, এতটা কাছে নিয়ে স্যার নিজেকে উজার করে দিতে পারে, এটা বাংলাদেশে প্রথম। বাংলাদেশে প্রথম একটি গ্রুপ, যেখানে প্রথমে ভাল মানুষ তৈরির পাশাপাশি সফল উদ্যোক্তা তৈরিকরণে স্যার এর ভূমিকা অপরিসীম।এই জন্য আমি স্যারকে ভালবেসে বলে থাকি "#ভাল_মানুষ_গড়ার_মেশিন"
প্রিয় গ্রুপের মত এমন একটি প্রতিষ্টান আর তৈরি করতে পারবে বলে আমার মনে হয় না। প্রিয় গ্রুপের প্রতিদিন যে পরিমান পোষ্ট হয় সব পজিটিভ এবং প্রায় ৪৫ হাজার কমেন্ট হয় যা সব পজিটিভ। প্রিয় শিক্ষক প্রিয় লিডার প্রিয় মেন্টর হয়ত আমরা আপনার ঋৃণ কোন দিন শুধরাতে পারব না। কিন্তুু মন উজার করে ভালবাসতে পারব। মনের বন্ধ জানালা খুলে এই আলোর পথ আপনিই দেখিয়েছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার অনুপ্রেরণায় চলতে চাই বাকীটা জীবন। আপনাকে ভালবেসেছিলাম সেদিন, যেদিন আমার বোধগুলো জাগতে শুরু করেছিল আপনার প্রতিটি পোষ্ট ও ভিডিও লাইভের বার্তা গুলো দিয়ে । সেদিন থেকেই আপনাকে ভালোবাসতে শুরু করেছিলাম,নিয়মিত হয়েছি এখনও নিয়মিত একজন ছাত্র আমি। যেদিন থেকে একজন ভাল ও পজিটিভ মানুষ হিসাবে তৈরি করেছেন আমাকে এবং শিখিয়েছেন কিভাবে সব সময় পজিটিভ থাকতে হয় । তখন থেকে জীবনে কি পেলাম—এটা নিয়ে না ভেবে, ভাবতে শিখলাম এই ছোট জীবনে মানুষের জন্য কি করতে পারলাম।
আপনাকে স্যালুট স্যার আপনি বেচেঁ থাকবেন কোটি তরুনের মাঝে। যতদিন বেচেঁ থাকবে পৃথিবী বেচেঁ থাকবে বাংলাদেশ।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 208
28/04/2020
মোঃ আলী রেজা
কোর- ভলান্টিয়ার
নিজের বলার মতো একটা গল্প
২য় ব্যাচ
রেজিঃ ৮০৫
কিশোরগঞ্জ।