কিছু সবজি চাষ করতে পারলে আমাদের চাহিদা পূরণ করেও কিছু আয় করা সম্ভব বলে আমি মনে করি।
আল্লাহর নামে শুরু করি,যিনি আমাদের সৃষ্টি করেছেন।
কয়েকদিন ধরে অনেকের পোস্ট থেকে অনুপ্রেরণা নিয়ে আর স্যার এর কথা অনুযায়ী, আর বিশেষ করে দেশের এমন অর্থনৈতিক বিপর্যয় এর সময় আমাদের উচিত নিজেদের চাহিদা নিজেদেরকে পূরণ করতে হবে।আর তাই আমাদের যে সময় আছে এবং বাড়ির আশে পাশের উর্বর ফাকা কৃষি জমিতে নিজের চেষ্টায় কিছু সবজি চাষ করতে পারলে আমাদের চাহিদা পূরণ করেও কিছু আয় করা সম্ভব বলে আমি মনে করি। তাই আজকে কিছু লেবুর চারা কলম দিলাম সাথে বাবার সাথে সবজি ক্ষেতে কাজ করলাম,, আর পুকুরের পাড়ে ফাকা যায়গায় লেবুর চারা লাগালাম,,সকলের কাছে দোয়া চাই যেন এভাবেই আস্তে আস্তে এগিয়ে যেতে পারি,,যদিও এটি একটি ছোট কাজ তবে আমি মনে করি দেশের এমন অর্থনৈতিক পরিস্থিতিতে এটাই অনেক বড় অবদান রাখবে। যদি সবাই এভাবে লেগে পরি তাহলে আরও সহজ হবে।
সবাইকে ধন্যবাদ।
দোয়া করি ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।

মিজারুল ইসলাম
৯ম ব্যাচ
রেজিষ্ট্রেশন -৯৬৪৬
ময়মনসিংহ জেলা
মোবাইল -০১৩০২৪২৩৪৪৯