নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কর্তৃক অফলাইন মিটআপ আজকে সফলভাবে এবং জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
আসসালামুআলাইকুম,
আলহামদুলিল্লাহ্
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কর্তৃক অফলাইন মিটআপ আজকে সফলভাবে এবং জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
🌹🌺
আজকের চট্টগ্রাম জেলা মিটআপ কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এবং অতিথি ও দায়িত্বশীলদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্টান পরিচলনা করেন কর্ণফুলী জোন এম্ব্যাসেডর Reaz Kamal Heron মিটআপে সভাপতিত্ব এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন কোর ভলেন্টিয়ার Zahid Islam
🥀🌺
আজকের মিটআপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #সাহিদা_আক্তার_রুজি মহিলা ওয়ার্ড কমিশনার চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মিটআপে আরো দুইজন অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কাজ থাকার কারনে উপস্থিত হতে পারেননি। তারা হলেন- ক্যাপ্টেন মোঃ আতাউল হাকিম ছিদ্দিকী
নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রজেক্ট ম্যানেজার, মাতার বাড়ী, গবীর সমুদ্র বন্দর।, মোঃ ওসমান গনি
ইন্সপেক্টর ডিবি সিএমপি।
🌺🌹
মিটআপে আরো বক্তব্য রাখেন কোর ভলেন্টিয়ার সাকিব বিন রসিদ, ডিস্ট্রিক্ট এম্ব্যাসেডর @Anowar Hossain, Tarek Mahmud, Saima Akhter , @সাজ্জাদ হোসাইন, Mohsin Opu, আমান উল্লাহ, KH Parves এবং জোন ও উপজেলার বিভিন্ন এক্টিভ সদস্যরা বক্তব্য রাখেন।
🌺🥀
মিটআপের শেষ প্রান্তে কোর ভলেন্টিয়ার #জাহিদ_ইসলামকে ক্রেস্ট দেওয়া হয় এবং এক্টিভ জোন এম্বয়াসেডর হিসেবে কর্ণফুলী জোন এম্ব্যাসেডর #Reaz_Kamal_Heron ও পতেঙ্গা জোন এম্ব্যাসেডর সায়মা আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়।
আজকের মিটআপে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে মিটআপে উপস্থিত ছিলেন এবং ভবিষ্যতেও এভাবেই এগিয়ে আসবেন আশা করছি।
যারা এত কষ্ট করে দূরদূরান্ত থেকে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি।
পরিশেষে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করছি।
আমি,
নাম:মো:আবদুর রশিদ সামাদ
ব্যাচ:৬ষ্ঠ
রেজিঃ নং:৫৫০
Blood group :o+
মোবাইল নং:01934579964/01866598302
E-mail:Rashid36.dj@gmail.com
জেলা:চট্রগ্রাম।