বাংলাদেশের ইতিহাসে ৬৪ জেলার মধ্যে ২০২১ সালে এই প্রথমবার চট্রগ্রাম সব থেকে বড় মিটআপ হয়ে গেলো গত কালকে ০৫ মার্চ ।
#আলহামদুলিল্লাহ
#চট্রগ্রাম_জেলা_মিটআপ
Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন
বাংলাদেশের ইতিহাসে ৬৪ জেলার মধ্যে ২০২১ সালে এই প্রথমবার চট্রগ্রাম সব থেকে বড় মিটআপ হয়ে গেলো গত কালকে ০৫ মার্চ ।
চট্টগ্রামের বিভাগের ১১ টি জেলা থেকে ও চট্টগ্রাম জেলারা ১৫ টি উপজেলার বিভিন্ন স্থান থেকে গর্বিত সদস্যরা উপস্থিত হয়েছেন। ।
আলহামদুলিল্লাহ , আল্লাহর রহমতে ভালো কিছু শিখেছি বড় ভাইবোনেদের থেকে।
ধন্যবাদ বাংলার আইকন শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যারকে এত সুন্দর একটা প্লাটফরম তৈরি করে দেওয়ার জন্য।
সুন্দর ও ভালা মনের মানুষ গুলোর সাথে যুক্ত করে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা মিটআপে উপস্থিত হয়ে প্রোগ্রাম সফল করেছেন।
আরো আরো ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি যাদে অক্লান্ত পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে রাত দিন কষ্ট করে প্রোগ্রাম এর ব্যবস্থাপনার সাথে যুক্ত ছিলেন আপনাদের আন্তরিকতা,ভালোবাসাতে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে সত্যি সবাই মুগ্ধ।
ধন্যবাদ সবাই কে।
আবার ও দেখা হবে বিজয়ের মাঠে
ইনশাল্লাহ ।
সবাইকে ধন্যবাদ।
বি এইচ সোনিয়া
পতেঙ্গা জোন অ্যাম্বাসেডর
ব্যাচ️:৮
রেজি.নং:৬৬৯৩
স্বত্বাধিকারী:Apparel Saga& Sonia’s Cookery
বাসস্থান :উত্তর পতেঙ্গা, কাটগড়
থানা : পতেঙ্গা
জেলা:চট্রগ্রাম
ব্লাড-গ্রুপ:বি+