যেকোনো কাজকে সফল, সহজ ও সাবলীল করে দিতে;গড়ে দিতে পারে বিশাল নেটওয়ার্ক।
জীবনে চলার পথে যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই। একমাত্র ইতিবাচক দৃষ্টিভঙ্গিই পারে যেকোনো কাজকে সফল, সহজ ও সাবলীল করে দিতে;গড়ে দিতে পারে বিশাল নেটওয়ার্ক। পজিটিভিটি ব্যাতীত আপনি পৃথিবীর কোন সুস্থ সম্পর্কের যত্ন নিতে পারবেন না। কিন্তু চলতি পথে আপন পরিবেশেও কিছু নেতিবাচক প্রভাবের সম্মুখীন হবেন আপনি যত ভালো কর্মই করুন না কেন -> তবে এক্ষেত্রে বিচলিত হওয়া যাবেনা। কারণ কিছু মানুষ সকল বিষয়েই নেগেটিভিটি খুঁজে পায়। আসুন সত্য একটা গল্পের মাধ্যমে কথাটা বুঝার চেষ্টা করি......
এক মাদকাসক্ত চিকিৎসালয়ে কিছু রোগীর সুস্থ হয়ে ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে ডাক্তার ও রোগীর মধ্যে কথপোকথন
ডাক্তার বলছেন : আপনারা এতদিন যথেষ্ট অসুস্থ ছিলেন;এখন বেশ সুস্থ হয়েছেন। এখন থেকে নিয়মিত সুন্দর জীবনযাত্রা মেনে চলবেন। আপনাদের একটা তথ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি -> সরীসৃপ প্রাণীর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর ও পাতলা চামড়ায় বেষ্টিত কেঁচোর দেহ। অাপনারা জানলে অবাক হবেন কেঁচোর চাইতেও পাতলা আবরণে বেষ্টিত মানুষের পাকস্থলী। আর এতদিন আপনারা অ্যালকোহল সেবন করে বিভিন্ন রোগ সৃষ্টির মাধ্যমে শরীরকে অসুস্থ করে তুলেছিলেন। এই কথা বলতে বলতে ডাঃ একটি স্বচ্ছ কাঁচের পাত্রে কিছু অ্যালকোহলের (মদ) মধ্যে একটা জীবন্ত কেঁচো ছেড়ে দিলেন। মুহূর্তের মধ্যেই কেঁচো টি গলে অ্যালকোহলের সাথে মিশে গেল। ডাঃ রোগীদের জিজ্ঞেস করলেন- আপনারা এই পরীক্ষা থেকে কি শিক্ষা নিলেন ? সব অ্যালকোহল সেবনকারী ভয় পেয়ে গিয়ে ডাঃ সাহেবকে বললেন-> আমরা আর কখনো অ্যালকোহল সেবন করবোনা। আমরা সুস্থ থাকতে চাই। সৃষ্টিকর্তা আমাদের অতীত কর্মের জন্য ক্ষমা করুন। কিন্তু এই রোগীদের মধ্যে থেকে শুধু একজন রোগী বলে উঠলেন - স্যার আমি সব বুঝতে পেরেছি ; ""মদ পান করলে আমার পেটে কেঁচো হবেনা"" তাই পেটে কেঁচো না হওয়ার জন্য মদ পান করা উচিৎ।
এইবার আপনারাই বলুন ডাঃ বুঝালেন কি আর রোগী বুঝলেন কি ? ঠিক তদরুপ আপনি শত চেষ্টা করলেও এই রোগীর মতো সমাজের কিছু মানুষের নেতিবাচকতা কখনো পরিহার করাতে পারবেন না।
তাই শ্রদ্ধেয় ইকবাল বাহার স্যার সব সময় শিক্ষা দেন - জীবনে সফল ও সুখী হতে পজিটিভিটির বিকল্প নাই।
ইতিবাচক মানসিকতা গঠনে 3T ফর্মুলা মেনে চলুন
T:Think Positive,T:Talk Positive,T:Task Positive
পরিশেষে : আমার মেনে চলা একটি কথা মনে রাখতে পারেন -> জীবনে চলার অনেক মানুষকে প্রয়োজন; তবে সব মানুষকে নয়।
সবাই ভালো মানসিকতা বজায় রাখবেন। প্রত্যাশায়...
স্ট্যাটাস অব দ্যা ডে"- 209
Date: 29/04/2020
নূরুন নবী রিয়াজ
Core Volunteer
NRB KUWAIT/ FENI.
Batch- 5th, Reg.No- 80
Gmail- nuramazed2012@gmail.com
Call- 01815318409