মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠার গল্প।
আমার লেখা লেখি করার ইচ্ছা জাগে কিন্তু ব্যস্ততার কারণে লেখি উঠতে পারিনা। তারপরও আমাদের কাতার টিম থেকে stats of the day নির্বাচিত হয়ে আমাদের ভাইয়েরা যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছে এটা দেখে আমি নিজেও চিন্তা করলাম যে আমি একটা গল্প লিখি।
আমি ধন্যবাদ জানাচ্ছি ফেনীর প্রিয় ইকবাল হোসেন ভাইকে তার উদ্দিপ্ত চিন্তার মাধ্যমে ও এস্যোটি করার মাধ্যমে সবাইকে মূল্যায়ন করতাছে।এবং স্যারের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করতাছি যে স্যার সেরা টপ২০ প্রকাশ
করে গ্রুপের সক্রিয়তা বাড়াচ্ছে তার মধ্যে আমিও একজন নিজেকে গ্রুপে সক্রিয়তা বাড়াচ্ছি।
পরম করুনাময়ের নামে গল্প লিখা শুরু করলাম।
আমি সাইফুল ইসলাম। ঐতিহ্যবাহী ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম।
আমার পরিবারের পাঁচ ভাই বোনের মধ্যে আমি সবার বড়। আমার বাবা একজন কৃষক এলাকায় সুনামের সাথে আমার বাবার জীবন চলা।তিনি অত্যান্ত পরিশ্রমী সাদা মনের মানুষ। অন্যায়কে কখনোই পস্রয় দেয় নি।আমার বাবার কর্ম জীবন শুরু করে বাংলাদেশ ইস্পাত প্রকৌশল অধিদপ্তরের ইলেকট্রেশিয়ান হিসেবে। ঢাকার কাওরান বাজারে তিনি প্রথম কর্ম জীবন শুরু করেন। আমার দাদার মৃত্যুর পর পারিবারের হাল ধরেন তিনি। তার পর তিনি চাকুরী চাড়তে বাদ্য হন এবং কৃষি কাজে জড়িয়ে পড়েন। তাকে সকল কাজে উৎসাহ ও সহযোগিতা করতেন আমার নানা।
এরপর।
২০০১ সালে আমি sscপাস করে কলেজে ভর্তি হই কিন্তু পরিবারের আমি বড় ছেলে তখন আমি ছাড়া আমার ভাই বোন সবাই পড়া লেখা করতেছে এবং আমার বাবার ইনকাম সামান্য আমাদের পরিবার মেইনটেইন প্লাস আমাদের পড়া লিখার খরচ দিতে তাকে হিমশিম খেতে হচ্ছে এমতাবস্থায় আমি পড়া লিখা ছাড়তে বাদ্য হই এবংএকই বছর আমি ঢাকার মিরপুরে অবস্তিত রাবিতা ট্যাকনিক্যাল ইনস্টিটিউট থেকে Refrigeration and air conditions এর উপর
tred cos complete করি।
এরপর 2005 সালের শেষের দিকে
আমার বন্ধু দেলোয়ারের মাধ্যমে ঢাকার নারায়ণগঞ্জে একটা চাকুরিতে জয়েন্ট করি এবং বছর খানিক যাওয়ার পর 2007 সালে যুব উননয়ন অধিদপতরের মাধ্যমে মৎস কৃষি,হাঁসের খামার,পোলট্রি, ডেইরী ও যুব উন্নয়ন বিষয়ক তিন মাসের কোস্ complete করি।এবং একই বছর B R D B এর আন্ডারে পশু পালন ও ব্যবস্তাপনা বিষয়ে আরেকটা কোস্ complete করি। এবং খামার স্তাপনের যাবতীয় কায্যক্রম হাতে নিয়ে থাকি। কিন্তু আমার পরিবারের সাপোর্ট ও কারো অনুপ্রেরণা না পেয়ে আমি আর এগুতে পারিনি।
প্রথম প্রবাস জীবন শুরু।
2008 সালে আমি চট্টগ্রাম মেরিন একাডেমির ছোট একটা কোস্ এর মাধ্যমে সৌদি আরবে সিপিং লাইনে এপ্লাই করি এবং চাকুরীতে জয়েন্ট করি।
বহু ঘাত প্রতিঘাত উপেক্ষা করে দুই বছর যাওয়ার পর
আমার কাজের দক্ষতা দেখে কোম্পানি থেকে আমাকে
সৌদি আরব জেদ্দা marine tower সেকশনে পদোন্নতি দেয়। এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেতে থাকি। শারীরিক অসুস্থতার কারনে আমি
সৌদি থেকে পাঁচ বছর চাকরি জীবন জীবন সমাপ্তি করে ২০১৩ সালে দেশে পীরে আসি ইচ্ছা ছিল দেশে কিছু একটা শুরু করব কিন্তু ওখানে আমি ফেল করি।
তারপর হতাশা আমাকে দিন দিন কোন কাজে এডভান্স হতে দিতেছেনা।কি করব কোন লাইন পাইতেছি না। এবং আমার প্রিয় স্যার ইকবাল বাহার জাহিদ এর মত কোন লোক খোঁজে পাইতেছি না যার থেকে শাহস, অনুপ্রেরনা ভালোভাসা পাবো কিছু একটা শুরু করব।
এর ভেতরে আমি অসুস্থ হয়ে পড়ি যা মারাত্মক আকার ধারণ করে যাক মানুষের দোয়া ও ভালোভাসায় আল্লাহর রহমতে পীরে আসি।
২য় প্রবাস জীবন শুরু।
২০১৪/১১/০৪ কাতারের উদ্দেশ্য রওয়ানা হই ফ্রি ভিসা নিয়ে( আসলে ফ্রি বলতে কোন ভিসা নাই এটা শুধু বাংলাদেশীরা চালিয়ে দেয় ফ্রি বলে)।
এখান থেকে আরেকটা অধ্যায় শুরু হয় নতুন করে যার মাধ্যমে আমি আসি তিনি প্রথম দিন খাওয়া খাদ্য দিয়ে দৃতীয় দিন অন্য রুমে আমাকে রেখে বলে পাশের দোকানে বাকীতে বাজার খাও কাজ করে শোধ কর।অথছ তাকে ৬০০,০০০ছয় লাখ টাকা দেনা করে দিয়ে এসেছি। দিন যায় রাত আসে আমার কাজ নাই খেয়ে না খেয়ে দিন যাচ্ছে এদিকে আমার এলাকার, আপ্তীয় সজনের কারো দেখা নাই।দেখা নাই আমাদের ইকবাল বাহার জাহিদ স্যারের গল্প গ্রুপের।এভাবে দিন অতিবাহিত হতে লাগলো আমার আর দেনাদার আমাদের বাড়িতে ফোন করতে লাগলো টাকার জন্য।আমার ভাই মেঝো জন ও আমার বাবা মা সত্যকে মৃথ্যা মৃথ্যাকে সত্য বলে দেনাদারকে বলতে লাগলো।আর যখন বাড়ি ফোন করি মাকে বাবাকে বলি আমি ভালো আছি আগামী সপ্তাহে চাকুরি হবে।সপ্তাহ যখন শেষ হল মা বলে বাবা চাকরিতে জয়েন্ট করচ মাকে বলি কপিল সফরে,যে companyতে কাজের কথা বলছি ওরা বেতন দেয়না, বাংলাদেশের কেহো নেই ঐখানে এটা সেটা বলি।
এক বছর পর একটা কাজে জয়েন্ট করি। আমি মেরিন ac technician কিন্তু এসি হেলপারের কাজে জয়েন্ট করি এবং তিন বছর চাকরি করি ঐ কোম্পানিতে।
২০১৮ সালে AL EMADI কোম্পানিতে এপ্লাই করি এবং চাকুরীতে জয়েন্ট করি ac technician হিসেবে এবং কম্ররত আছি।
পরিবারের আমার ভাই মেঝো জন দেশে ইলেকট্রনিকস ব্যবসায়ের সাথে আছে আর ছোট জন একটা প্রাইবেট কোম্পানিতে আছে।
কিভাবে নিজের বলার মত একটা গল্প গ্রুপের সাথে
আমার পরিচিতি।
আসলে আমি ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসের প্রায় শেষের দিকে থেকে ইকবাল বাহার জাহিদ স্যারের ভিডিও গুলো ফলো করি। তার একটা ভিডিও পোস্টে তিনি বলেছিলেন কিভাবে বিয়ের খরচ কমিয়ে অবশিষ্ট টাকা দিয়ে ব্যবসার মুলধন হিসেবে নেয়া যায়।একটা দুটো আরও কিছু রিলেটেড ভিডিও দেখে স্যারের গ্রুপের সাথে যুক্ত হওয়ার জন্য নিজেই চেষ্টা শুরু করি।
অনেক দিন গত হয়ে গেল বলতে গেলে প্রায় কয়েক মাস। এরপর একটা পোস্টে আমি comment করি আমি কাতার থেকে বলছি আমাকে কাতারের country এম্বাসেডর এর নাম্বারটা দেন pls.যে নাম্বারটা তারা দিল ফোন দিয়ে দেখি ওমানের এম্বাসেডর এর নাম্বার। কিছু দিন যাওয়ার পর আমি মেইন গ্রুপ থেকে আমাদের প্রিয় Sawkat ali ভাইয়ের নাম্বারটা নিয়ে ঐদিনে তাকে ফোন করি এবং পরিচিতি হওয়ার পর উনি আমাকে NRBকাতারের ইমু গ্রুপে জয়েন্ট করে দেয়।
এর পর কাতারে ২য় মিটআপে অংশগ্রহণ করে অনেক গুলো ভালোমানুষের পরিচিতি লাভ করি। কয়েক জনের নাম না বললে নয় al amin bhai,c am Hassan bhai,abdul motallab bhai,sumon gos dada,আরও অনেক ভালো মানুষের সাথে পরিচিত হয়।এর সাথে আমি স্যারের প্রতিদিনের শেসন পলো করতে থাকি। আসলে গ্রুপ থেকে আমি কি পেলাম তা বলে শেষ করা যাবেনা তারপরও কিছু না লিখে পারছিনা কারন স্যারের শিক্ষা আমাকে অনেক পরিবর্তন এনেছে।
অনেকগুলো ভালো মানুষের বাগান পেয়েছি। এই গ্রুপের মাধ্যমে বাংলাদেশের ৬৪ জেলা প্লাস পৃথিবীর প্রায় ৫০ টি দেশের মানুষের সাথে যুক্ত হতে পেরেছি।
কিভাবে লিডারশীপ তৈরী করতে হয় তা জানতে পেরেছি।
উদ্যোতা হতে যে সমস্ত গুণবলী প্রয়োজন তা জানতে পেরেছি।
সবশেষে বলতে পারি আমাদের সকলের প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারকে জানাই সালাম ও আন্তরিক মোবারকবাদ।
আমি চাই আমার মতো করে যারা অসহায় এবং হতাশা গ্রস্ত অবস্থায় আছেন পত্যেকে এই গ্রুপ থেকে শিক্ষা নিয়ে মোড গুরাতে চেষ্টা করেও পারিনি তবে আমার বিশ্বাষ আমার আগের মত হতাশা নেই কারন কিছু একটা করার মতো সামথ্য দিবে এই গ্রুপ থেকে।
সবশেষে আমি এই গ্রপের এডমিন, মডারেটর,কোর ভলেন্টিয়ার,কমিউনিটি ভলেন্টিয়ার, এবং সকল স্তরের
মানুষের প্রতি কৃতজ্ঞ কারন তারা যেভাবে এই গ্রুপকে সময় দিচ্ছে।
ধন্যবাদ সকলের প্রতি রইল শুভকামনা আল্লাহ কবুল করুক আমিন।
স্ট্যাটাস অব দ্যা ডে"- 210
Date:- 30/04/2020
সাইফুল ইসলাম
৭ম ব্যাচ
রেজি.নং: ৪৭৪৪
ব্লাড গ্রুপ: B+
ফেনী জেলা
কাতার প্রবাসী
+97477558038