ব্যবস্যা করতে টাকা লাগে না, লাগে একটু মেধা আর লেগে থাকা।
ব্যবস্যা করতে টাকা লাগে না, লাগে একটু মেধা আর লেগে থাকা।
বিজনেস আইডিয়া
#পুজি_মাত্র_৬০০_টাকা
অনেকেই পড়াশোনা শেষ করেছেন, বেকার বসে আছেন কি করব, কি হবে, হতাশা ভরা জীবন। আর হতাশা নয় শুধু সাহস করুন, আর শুরু করুন। আজকে একটা গল্প বলব।
#দুই_বন্ধুর_গল্প"
এক বন্ধু নবাব পুরের বড় ইম্পোটার বেশ বড় দোকান আছে, তিনি বিভিন্ন ধরনের পন্য ইমপোর্ট করেন। অন্য বন্ধু বিদেশ ফিরত,
টাকা পয়সা ধরা খেয়ে এখন সে নিঃস্ব সুতরাং সে নবাবপুরে বন্ধুর দোকানে বসে সময় দিতে থাকে। এই মাঝে তার মাথায় একটা প্লান আসে। এমন সময় সে তা নবাবপুরের বন্ধুকে বল বন্ধু আমি যদি তোমার এই ব্যবসার ঠিকানা ব্যবহার করে কিছু করতে চাই। তুমি কি বল, বন্ধু রাজি হয়ে গেলেন। সেই বন্ধুর ঠিকানা দিয়ে একটি ভিজিটিং কার্ড বানালেন যার মুল্য মাত্র ৬০০ টাকা এবং তিনি বাংলাদেশের ৬৪ জেলায় বড় ছোট বিভিন্ন মোটর পার্টস ও হার্ডওয়ারের দোকানে দোকানে গিয়ে ভিজিট করলেন আমি একজন ইম্পোর্টার, আমি একজন ইম্পোর্টার বিদেশ থেকে মোটর পার্টস ও হার্ডওয়ারের পন্য নিয়ে আসি। এই ভাবে তিনি ভিজিট করলেন পাশাপাশি বিভিন্ন ইমপোটারস ও বংশালের বড় বড় দোকানিদের সাথে রিলেশন বানালেন। এখন তার ফোনে বিভিন্ন জেলা শহর থেকে ফোন আসে, ইমো, ফেইসবুক মেসেঞ্জার প্রোডাক্ট এর ছবি আসে, সেই ছবি আর প্রোডাক্ট এর গুনগত মান যাচাই-বাছাই করে কুরিয়ারে কন্ডিশনে পন্য ডেলিভারি করেন। কারন জেলা শহরের দোকানীরা তাদের দোকান বন্ধ করে ঢাকায় পন্য নেওয়ার জন্য আসতে চাই না। তাদের সাথে বিজনেস করতে থাকেন আস্থা বাড়তে থাকে। এই ভাবে মাত্র ৬০০ টাকার ভিজিটিং কার্ড দিয়ে আজকে তিনি বড় একজন ব্যবসায়ী।
স্যারের সেই উক্তি টি ব্যবহার করে আজকের মত শেষ করি,
সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন,সাফল্য আসবেই।
ব্যবসা ২ ভাবে করা যেতে পারে।
১. গতানুগতিক ভাবে সবাই যেভাবে করে।
২. একই কাজটি একটু অন্য ভাবে যা মানুষের কাছে নতুন মনে হবে।
বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে ফোন করবেন।
নিচে আমার পেজের লিংক দেওয়া হল অবশ্যই ভিজিট করুন। এবং লাইক দিয়ে সাথে থাকুন।
SOD No: 167
Date: 17.20.2020
https://www.facebook.com/organicbengol/
১) নামঃ মোঃ শরিফুল ইসলাম
২) ব্যাচঃ সপ্তম
৩) রেজিষ্ট্রেশনঃ১৫১২
৪) পদবীঃমেম্বার
৫) মোবাইল নাম্বারঃ 01852 70 60 20
৬) কর্মক্ষেত্রঃ ফাউন্ডার-Organic Bengol
৭) বর্তমান ঠিকানাঃ গুলশান-২, ঢাকা
৮) স্থায়ী ঠিকানাঃ ওয়ালিয়া , লালপুর,নাটোর