এইগুলো কতটা কার্যকরী মার্কেটিং বলার অপেক্ষা রাখেনা।
আপনারা দেখেছেন বিভিন্ন দোকানের সার্টারে সার্টার মেস্তরীর নাম্বার দেওয়া আছে।
আবার অনেক পাবলিক টয়লেটে মেতরের নাম্বার রং দিয়ে লিখা আছে।
এইগুলো কতটা কার্যকরী মার্কেটিং বলার অপেক্ষা রাখেনা।
এক কথায় যেখানে সমস্যা সরাসরি সেখানেই আপনি ইজি করে দিলেন।
আমরা এই সামান্য কাজগুলোর জন্য কত হয়রানি বা প্যরা নিতে হয়।
ঠিক তেমনি আপনার বিজনেজ টা কি নিয়ে, সেইটা কাদের কাদের সমস্যা সমাধান করতে পারবে ঠিক তাদের কাছেই পারলে মার্কেটিং করুণ।
কিছুক্ষণ আগে আমাকে ইনবক্সে একটা এলাকার অনলাইন শপের পেইজ থেকে ইনভাইট পাঠালো লিখা ছিল ".... এই এলাকায় যেকোন পণ্য হোম ডেলিভারি পেতে পেইজ ইনবক্স করুণ"
এইটা হল বেড মার্কেটিং কারণ আমি তার এলাকা থেকে ২০০কিলোমিটার দুরে আমি কখনোই তার এলাকা থেকে প্রোডাক্ট কিনবো না।
আবার একটা প্রাইমারি স্কুলের সামনে যদি কলেজের ভর্তির বিজ্ঞাপন দেন তাও অনেকটাই বৃথা যাবে।
এবার আসি সরাসরি মার্কেটিং নিয়ে
কিছুদিন আগে এক বড় ভাই ( যার মাথায় চুল নাই এক প্রকার টাকের মত) অফিস থেকে বের হয়েছেন।
তো বাহিরে অত পেতে বসা চুল গজানোর কিছু মার্কেটিং অফিসার ভাইয়াকে চুল গজানোর উপকারিতা নিয়ে তাদের মেডিসিনের গুনগান গাইলেন।
এইটা হল একেবারে প্রকৃত কাস্টমারকেই খুজে বের করার মতো। এতে খুব বেশি বেনিফিট পাওয়া গেলেও মাইর খাওয়ার ও চাঞ্চ আছে কিন্ত।
যারা সারাদেশ নিয়ে ব্যবসা করেন বা ই-কমার্স নিয়ে আছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিবো।
আপনারা ডিজিটাল মার্কেটিং এর সব টুলস ব্যবহার না করতে পারলেও
ফেসবুক, লিংকডিন, গুগুল মাই বিজনেজ, ইউটিউব, আপনার প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ব্লগ সাইট, ইত্যাদিতে মার্কেটিং করুণ।
এখনকার যুগে ডিজিটাল মার্কেটিং মারাত্নক ভুমিকা পালন করছে।আর কয়েকবছর পর মানুষ ডিজিটাল মার্কেটিং ছাড়া অন্য মার্কেটিং যে আছে বা ছিল সব ভুলে যাবে। কারন এর সুবিধা বেশি, দ্রুত মুভ করা যায়। খরচ ও অনেকটাই কম।
আর হা এই সবগুলোই উপকারিতা পাবেন কখন যদি রাইট অয়েতে আপনি আপনার বিজ্ঞাপন প্রচার করতে পারেন। তা না হলে উপরের কিছু ঘটনার মতো হিতে বিপরীত হতে পারে।
লিখাটা ভালো লাগলে আমার পেইজে একটা লাইক দিয়েন থুক্কু একটা চা খাওয়ার দাওয়াত দিয়েন চা অবশ্যই মুভেজুল হক ভাইয়ের আরবান চা , Sumaiya Bari আপুর বারী বা হাসান ভাইয়ের কোহিনূর চা হতে হবে। আর চিনিতো খাইনা মধু দিয়ে খাইতে পারি তবে সেইটা যদি Mujahid Opu ভাইয়ের পিউর হানি ব্রান্ডের হয় তাহলেত আর কোন কথাই থাকেনা আপনি ফোন করার আগেই চলে আসবো।
আর হা মধু যদি না পান মণ্ডল ভাইয়ের লাল চিনি হলেও হবে অনেক উপকারি চিনি মাইন্ড করবো না।
সবশেষে চা কিন্তু এখন খাবো না করোনার পরে খাবো।
তাই এখন আপাতত ঘরে থাকুন, সুস্থথাকুন,
নিরাপদে থাকুন অন্যকে নিরাপদে রাখুন।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 212
Date:- 02/05/2020
ইকবাল
কোর ভলোন্টিয়ার
২য় ব্যাচ,ফেনী
রেজিষ্ট্রেশন নং ৫১১