এই ২০শতাব্দীতে এসে কেউ না খেয়ে মরবে
প্রিয় বন্ধুগন আমরা সবাই অবগত আছি প্রথিবীর এই ক্লান্তিলগ্নে মানুষ যে যার মত করে চেস্টা করছে নিরাপদ থাকতে,
বাংলাদেশে কেউ পারছে আবার কেউ পারছেনা
এই না পারার কারন খুঁজতে আমি আপনি আমরা কেউ চেস্টা করছিনা,
এই ২০শতাব্দীতে এসে কেউ না খেয়ে মরবে
তা মেনে নেওয়ার আগে খেয়ে মরতে প্রস্তুত হচ্ছে কেউ কেউ
উপায় নেই করোনাভাইরাসের চেয়েও পেটের খিদে ভয়ংকর, চেয়েও পেটের খিদে ভয়ংকর,
>এখন আসুন করোনায় কর্মের স্বাদ নিয়ে জানি
আজ এ বিষয়ে লিখার উদ্দেশ্য শুধু প্রিয় প্লাটফর্মের ভাই বোনদের বুঝাতে এবং জানাতে যে প্রিয় স্যারের ৯০দিনের সেশন একটা মানুষকে কতটুকু পরিবর্তন করতে পারে,
★আমি গত ২১-০৩-২০২০ইং হঠাৎ প্রয়োজনে আমার গ্রামের বাড়ি আসি এবং নির্ধারিত কাজ শেষ না করতেই শুনি করোনার ভয়াল থাবা বাংলাদেশে আক্রমণ করায় ২৫-০৩-২০২০ইং হইতে ০৪-০৪-২০২০ইং পযন্ত সরকার সাধারণ ছুটি ঘোষনা করেছে,(গনপরিবহন বন্ধ থাকবে)
শুরুতে মন খারাপ হয়েছে যে আমি হঠাৎ
কোনো প্রকার প্রস্তুতি ছাড়া বাড়ি এসেছি এখন এতো দিন কিভাবে থাকবো,
তখনি আমাদের প্রিয় স্যারের একটা কথা মনে পড়লো
স্যার বলেছেন যে বিষয়টা আপনার হাতে নেই তা নিয়ে আফসোস না করাই ভালো,
পযায়ক্রমে মেনে নিতে শুরু করলাম,
তারপর অলস সময়কে কাজে লাগাতে মনোযোগ দিলাম স্যারের নতুন পুরনো সব সেশন পোষ্টে,
★প্রতিদিন স্যারের পরামর্শ গুলো দেখছি আর ভাবছি সুন্দর পরামর্শ গুলো বাস্তব জীবনে কাজে লাগানোর এইতো সুযোগ,
★কিভাবে করবো?
হ্যাঁ পেয়েছি বাড়িতে বাউন্ডারি দেওয়ার কাজ হচ্ছে রাজ মিস্তিরি সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম,
কিন্তু আমি এতো কষ্টের কাজ করে অভ্যাস্থ নই
তাছাড়া লোকে কি বলবে?
এই লোকে কি বলবে ভাবতেই স্যারের সেশন থেকে নেওয়া শিক্ষা মনে পড়ে গেলো,
স্যার বলেছেন :-
কোনো ছোট কাজ করার আগে যদি লোকে কি বলবে তা আপনি ভাবেন
তাহলে আপনি সফল হতে পারবেননা
কারন কোনো সফল মানুষ লোকের কথায় থেমে যায়নি,
অতএব লোকে কি বলবে না ভেবে শুরু....
★অনেক বেশি সাহস পেলাম
তাছাড়া দেশের সার্বিক পরিস্থিতি দেখে ভাবলাম কষ্টের কাজেও অভ্যাস্থ হওয়া দরকার আছে
তাই স্বাদ নিতে শুরু করলাম জীবনে যা করিনি এমন সব কঠিন অভিজ্ঞতার,
★রাজমিস্ত্রির সহকারী হয়ে কাজ করেছি।
★মাঠি কেটেছি।
★নিজ হাতে নিজের জমিতে ৫০টি কাঠ গাছ লাগিয়েছি।
★বিভিন্ন ফল গাছ লাগিয়েছি।
★শাকসবজির চারা ও বীজ লাগিয়েছি।
★নিজের ক্ষেতের ধান কেটেছি, মাথায় করে বাড়ি এনেছি।
সবকিছুই নিজের প্রয়োজনে করেছি বাবা ও ভাইদের সাথে,
*আমাদের স্যার বারবার পরামর্শ দিয়েছেন
আমরা জেনো কৃষি নির্ভর কাজে মনোযোগী হই
দেশের সার্বিক পরিস্থিতিতে বুঝা যাচ্ছে ভবিষ্যৎতে খাদ্যপন্যের চাহিদা থাকবে সবকিছুর আগে,
*তাই আমরা অন্তত নিজের প্রোয়োজনীয় শাকসবজি নিজে উৎপাদন করি
আমাদের বাড়ির সামনে খোলা জায়গায় অথবা ছাদের উপরে,
*আমি যখন সবজি চারা রোপণ করছি
বারবার জেনো প্রিয় স্যারের পরামর্শের কথা মনে পড়ছে,
আর নিজের ভেতর আরো বেশি সাহস শক্তি সঞ্চার হচ্ছে,
>>এই যে এতো কিছু করলাম
তাতে আমার যা উপলব্ধি হল>>
★আমরা যারা শহরে থাকি এবং অন্য পেশায় নিয়োজিত আছি গ্রামেও অনেকে বিভিন্ন পেশায় আছি
আমরা জানি সব কাজেই কষ্ট শ্রম কমবেশি আছে
তবে আমার দেখা একজন কৃষকের শ্রম
ঘাম জরানো কষ্টের সাথে আমাদের শহুরে মানুষের শ্রমে ব্যাপক তফাৎ,
★রোদ বৃষ্টি ঝড় তুফান কোনো কিছুই একজন কৃষকের কাছে বাধা হয়ে দাঁড়ানো সুযোগ নেই
৬৮হাজার গ্রাম প্রতিদিন ১৭ কোটি মানুষ কে খাওয়ানো জন্য লড়াই করে যাচ্ছে,
★হ্যাঁ আমি আপনি টাকার বিনিময়েই পাচ্ছি
তবেঁ ভুলে গেলে চলবেনা কষ্ট করে উৎপাদন না করলে
আমার উপার্জিত অর্থের বিনিময়ে চাইলেই হাতের কাছে পেরতাম না,
★এই যেমন মনে করুন
আজ যে প্রথিবী ঝুরে করোনার ক্রাইসিস
যদি এমন হইতো অমুক দেশে অনেক টাকার বিনিময়ে তার সিকিৎসা দেওয়ার হচ্ছে
তাহলে ইতালি আমেরিকার মত দেশের হাজার হাজার মানুষ প্রান দিতে হইতো না,
*টাকা অর্থ সম্পদ থাকলেই সবকিছু আমার না
এই মেসেজ করোনাভাইরাস প্রথিবীকে ভালো ভাবে বুঝিয়ে দিচ্ছে,
যাইহোক আমার পয়েন্ট হল
সব কর্মের স্বাদ'ই আলাদা আলাদা
কেউ ছাদের নিছে ফ্যানের বাতাসে কাজ করছে
কেউ এসির ঠান্ডা হাওয়ায় মস্তিষ্ক খাটিয়ে অর্থ উর্পাজন করছে,
>>>তবে সবারী উচিৎ হবে নিজ কর্মের স্বাদ বুঝতে অন্তত মাঝেমধ্যে অন্য কর্মের স্বাদ নেওয়া,
তাতে অন্য পেশাজীবীদের প্রতি আমার আপনার দরদ ও সম্মান বাড়বে,
চাইলেই অন্য পেশার কাউকে ছোট করে দেখার মন মানুষীকতা থাকবেনা,
একে অন্যের প্রতি আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি পাবে
জয় হবে মানবতার,
★আমি জীবনে যে কাজ গুলো করবো ভাবিনি শুধু এই প্লাটফর্মের শিক্ষাই সেই আমায় দিয়ে কঠিন কাজ গুলো করিয়েছে,
তার কারন আজ আমার ভেতর অহংকার নেই
লোকে কি বলবে এই লজ্জা নেই
এখন বহমান মনে যে শুর মানুষ আমি যে নামেই ডাকুক (চিনি অথবা গুড়)
><প্রিয় ভাই বন্ধুগন এই যে প্রথিবী ঝুরে আজ এতো অস্থিরতা অথচ তার উল্টো চিএ কিন্তু
নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মে,
★এখানে একে অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান স্নেহ
এতো বেশি শক্তিশালী আমরা কেউ হতাশ নই
কারন আমাদের মেন্টর শ্রদ্ধেয় স্যার আমাদের শিখেছি যে কোন পরিস্থিতিতে আপনাকে পজিটিভি চিন্তে ভাবনা দিয়ে লড়াই করতে হবে,
★এই প্রিয় প্লাটফর্ম একজন মানুষকে কি পরিমাণ পরিবর্তন করে তা অন্যকে দেখে আপনি বুঝতে পারবেননা
বুঝতে হলে প্রিয় স্যারের অমূল্য পরামর্শ নিজের জীবনে ধারন করুন
পরিবর্তন নিজের চোখেই দেখবেন এবং অন্তর থেকে বিশ্বাস করবেন
বুক ফুলিয়ে বলতে পারবেন আমি একজন ভালো মানুষ,
><<এখন আসুন এই ভালো মানুষ আপনি কখন নিজেকে দাবি করতে পারবেন জেনে নেই,
আমার মতে ভালো মানুষের কিছু লক্ষণ
১!সত্য কথা বলা।
২!সৎ পথে চলা।
৩!মানুষের কল্যাণে কাজ করা।
৪!বিশ্বাস ধরে রাখা।
৫!কথা দিয়ে কাউকে আঘাত না করা।
৬!বিনয়ী হওয়া।
৭!অবশ্যই নিজের ধর্ম যথারীতি পালন করা।
৮!অন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা।
৯!অপ্রয়োজনীয় কথা না বলা-(কম কথা বলা)
১০!অবশ্যই সময়ের মূল্যে দেওয়া।
এমন আরো অসংখ্য বিষয় আছে....
>...সব ভালো মানুষী গুন গুলো থাকলে জীবনের স্বাদ নেওয়াও সহজ হয়
ও আচ্ছা ভাবছেন জীবনের স্বাদ আবার কি
হ্যাঁ আছে জীবনেরও স্বাদ আছে
আপনি যদি সঠিক পথে থাকেন অবশ্যই জীবনের স্বাদ খুজে পাবেন,
যেমন দরুন
ইলিশ মাছের স্বাদ একরকম
রুই মাছের স্বাদ আরেক রকম
এভাবে একেক মাছের স্বাদ যেমন একেক রকম
জীবেনর ও কর্মের স্বাদ ও একেক জনের একেকরকম,
আর তা অবশ্যই আমি আপনি যা অর্জন করেছি
ঠিক তেমনি স্বাদ গ্রহণ করবো,
তাই আসুন দেশের এই ক্লান্তিলগ্নে আমরা যারা অলস সময় কাটাচ্ছি
সময় টাকে কাজে লাগাই
বিভিন্ন কর্মের স্বাদ নেই
এবং ভালো মানুষী গুলো চর্চা করি,
তাতে আমাদের সবধরনের স্বাদ উপভোগ করার
এবং পজিটিভি সব পেশার মানুষের প্রতি অন্যরকম মন মানুষীকতা তৈরি হবে,
সার্থক হবে নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মে ব্যয় করা সময়।
(পোষ্ট রিলেটেড ছবি দিতে পারিনি বলে দুংখিত,দেশে যে হারে তথাকথিত রাজনিতির সেলেব্রিটি গন কাচাঁ ধানের চড়া কাটা ও ফটোসেশন শুরু করছে
তাই আমি আর উনাদের লজ্জা দেওয়ার জন্য ছবি তুলিনি।)
ধন্যবাদ সবাইকে এতো সময় নিয়ে পোষ্ট পড়ার জন্য
দোয়া রাখবেন আমার জন্য।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 213
Date:- 03/05/2020
মো:ইউসুফ হোসেন তন্ময়
কমিউনিটি ভলেন্টিয়ার
৭তম ব্যাচ
রেজিস্ট্রেশন নং২৯৫৫