একটা সন্তান মা বাবার ঘরে জন্ম নিয়ে আস্তে আস্তে বেড়ে উঠার সাথে সাথে পিতা মাতা স্বপ্ন দেখে আমার সন্তান বড় হয়ে একদিন ডাক্তার/ ইঞ্জিনিয়ার /পাইলট...হবে।
আমাদের সন্তানগুলোকে ডাক্তার/ ইঞ্জিনিয়ার /পাইলট...... বানানোর স্বপ্ন না দেখিয়ে। ভালোমানুষী চর্চা করিয়ে, সৎ ও নেয়ায় নিষ্ঠাবান, উদ্যোক্তা বা ব্যবসায়ী তৈরিতে পিতা-মাতা সহায়ক হবেন।
একটা সন্তান মা বাবার ঘরে জন্ম নিয়ে আস্তে আস্তে বেড়ে উঠার সাথে সাথে পিতা মাতা স্বপ্ন দেখে আমার সন্তান বড় হয়ে একদিন ডাক্তার/ ইঞ্জিনিয়ার /পাইলট...হবে। আত্মীয়-স্বজন আসলেও বুক ফুলিয়ে জিজ্ঞাসা করে বাবা তুমি কি হবা। উত্তরে শিশুটির মুখ থেকে আসে আমি বড় হলে ডাক্তার হব, বা ইঞ্জিনিয়ার হব, বা পাইলট হব। কারণ তার ব্রেনে প্রতিনিয়ত কাজ করে মা বাবার স্বপ্ন দেখানো পথে হাঁটতে হবে। বড় হয়ে যখন ওই মিথ্যা আশ্বাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। সে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তখন সে তার চিন্তা-চেতনা মেধা দিয়ে ভাবতে চায়না। গার্ডিয়ান মনে করে ডাক্তার/ ইঞ্জিনিয়ার/ পাইলট.. হতে পারলে লাখ লাখ টাকা কামাবে। এর বাহিরে সব কাজ যেন ছোট মনে হয়। পিতা-মাতার সংসার যদি নিম্নবিত্ত, মধ্যবিত্ত, হয় তবুও স্বপ্ন দেখে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে পাইলট হতে হবে। ছোটকাল থেকে যদি তারা স্বপ্ন দেখাতো বর্তমান সময়ে অসাধু ব্যবসায়ীরা অতিলোভী, মুনাফা বেশি লাভের আশায়। ভেজাল ও কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট তৈরি করে মানুষকে ঠকায়। সঠিক পণ্য বেশি দামে ক্রয় করে ক্রেতা প্রতারিত হয়। আমার সন্তান বড় হয়ে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে হবে। সততার সাথে ব্যবসা করবে ভালো মানুষী চর্চা থাকবে। তাহলে সন্তানটি সেই গাইডলাইন মোতাবেক এবং তার চিন্তা চেতনা উদ্যোক্তা বা ব্যবসায়ী হতো। আমরা পড়ালেখা শেষ করে একটা ভালো চাকরি নিতে পারলে মামার ক্ষমতা দিয়ে, লাখ লাখ টাকা ঘুষ দিয়ে। নয়টা পাঁচটা অফিস করে তাহলে জীবনটা চলে যাবে। এই মেন্টালিটি তৈরি হয়ে গেছে আমাদের সমাজে। আমরা নিজ বিবেক বুদ্ধি দিয়ে একটা কিছু করব ভাবিনা, চেষ্টাও করি না, এখানেই আমাদের ব্যর্থতা। আজ এই হতাশা ও চাকরি বাজারে মন্দা। পড়ালেখা শেষ করে বসে থাকা এটাই একমাত্র আমাদের মেধা শক্তিকে বিকশিত না করার ফল। তাই আজ যুবসমাজ ও প্রবাসী ভাইদের কে একজন গার্ডিয়ান হিসেবে গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের সবার প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার। আমাদেরকে জাগ্রত করা, ঘুমিয়ে থাকা মানুষগুলোকে ঘুম ভাঙ্গানো। উদ্যোক্তা /ব্যবসায়ী নিয়ে চিন্তাভাবনা করার পথে হাঁটতে শিখানো। যে মানুষটি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নিজের বলার মত একটা গল্প গ্রুপে যুক্ত হয়ে। নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলে সত্যিই এই ডিজিটাল যুগে আপনি একজন হতভাগা। তাই স্যারের হাতে হাত রেখে অভিজ্ঞতা অর্জন করে। গ্রুপের ভাইদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাবেন। জীবনটাকে সুখময় করে তুলবেন। উদ্যোক্তা বা ব্যবসায়ী হয়ে উঠবেন। তাহলে আমাদের স্যারের এই শ্রম সফল হবে। আমাদের জীবনটা রঙিন হতে শুরু করবে। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 213
Date:- 03/05/2020
মোহাম্মদ ফোরকান
ব্যাচ নং সপ্তম
রেজিস্ট্রেশন নং 2943
জেলা ফেনী
কমিউনিটি ভলেন্টিয়ার