ক ছেলে তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো বাবা অামার মুল্য কত??
###অাসলামুলাইকুম প্রিয় গ্রুপের সবাই কেমন অাছেন।অালহামদুলিল্লাহ অাজ রহমতের ১০ দিন চলে যাচ্ছে। দেশের পরিস্থতি ও ভালো হয় নাই।এ অবস্তায় কেউ ধর্য্য হারাবেন না।
#দু এক দিন ধরে ভাবলাম কিভাবে গ্রুপে একটা নিজের জিবনে কাজে অাসবে এবং অন্যের জিবনে ও কাজে লাগবে এই রকম একটা পোস্ট করবো। ভাবতে ভাবতে মাথায় চলে এলো!!!!!ইচ্ছা থাকলে উপায় হয়। জানিনা কেমন সাজিয়ে লিখতে পারবো?? যাই হোক মুল কথাায় চলে যায়।অামাদের মুল্য কত....?. জানতে সবার ইচ্ছে করে তাই না বন্ধুরা??সুতরাং এটি এক জন বাবাও ছেলেকে নিয়ে তুলে ধরলাম.....
১. এক ছেলে তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো বাবা অামার মুল্য কত??উত্তরে ছেলেছেলেটির বাবা ছেলেটির হাতে একটা পাথর দিয়ে বললেন এই পাথরটি নিয়ে বাজারে যাও এবং বিক্রি করার চেষ্টা করবে।কিন্তুু কেউ দাম জিজ্ঞেস করলে তুমি কিছুই বলবে না।শুধু তেমার দুই অাঙ্গুল উঁচু করে দেখাবে।এর পর যা ঘটে তুমি তা অামাকে এসে বলবে।ছেলেটি বাবার কথা মত কাজ করলো।সে বাজারে গিয়ে পাথরটি অনেক মানুষকে দেখালো।এক মহিলা তার পাথারটি কিনতে চাইলো এবং দাম জিজ্ঞেস করলে ছেলেটি বাবার কথা মত তার হাতের দুই অাঙ্গুল উঁচু করে মহিলাটিকে দেখালো।মহিলাটি বললো এটির দাম নিশ্চয়ই দুই ডলার।অামি পাথরটি দুই ডলর দিয়ে কিনবো।ছেলেটি মহিলাকে কিছু না বলে তার বাবার কাছে ফিরে এলো।এসে বাবাকে বললো বাজারে এক জন মহিলা এই পাথরটি দুই ডলার দিয়ে কিনতে চাইলো।
বাবা বললো ঠিক অাছে। এবারে তুমি এই পাথরটি নিয়ে জাদুঘরে যাও এবং পাথরিটি বিক্রি করার চেষ্টা করো?কেউ দাম জিজ্ঞেস করলে একি ভাবে তোমার দুই অাঙ্গুল উঁচুয়ে দেখাবে।এবং এর পরে কি হয় অামাকে এসে বলবে।
২.. পরের দিন ছেলেটি বাবার কথা মতো পাথরটি নিয়ে জাদুঘরে নিয়ে গেলো এবং সকলকে পাথরটি দেখাতে থাকলো।এর মধ্যে এক জন দার্শনিক পাথরটি হাতে নিয়ে ছেলেটিকে বললো।...এই পাথরতো অনেক পূরনো এটি জাদুঘরে রাখা যাবে।এই পাথরটির দাম কত?
ছেলেটি অাগের মতো কিছু না বলে তার দুই অাঙ্গুল উঁচু করে লোকটিকে দেখালো।লোকটি বললো এই সুন্দর পাথরটি দাম মাত্র দইশত ডলার।অামি অবশ্যই পাথরটি দুইশত ডলার দিয়ে কিনতে চাই।ছেলেটি এবার খুব অবাক হলো কিন্তু কিছু না বলে দৌড়ে তার বাবার কাছে ফিরে এলো তারপর পুরু বিষয়টা খুলে বললো।বাবা বললেন বেশ.....এবার তুমি এই পাথরটি নিয়ে রহ্নের দোকানে নিয়ে যাও এবং পাথরটি বিক্রি করার চেষ্টা করো।#দোকানদার দাম জিজ্ঞেস করলে তুমি কিছুই বলবে না।অাগের মত দুই অাঙ্গুল উঁচুয়ে দেখাবে এবং দোকানদার কি বলে তা অামাকে এসে জানাবে?
৩...ছেলেটি বাবার কথা মতো রহ্নের দোকানে নিয়ে গিলো এবং দোকানদারকে পাথরটি দেখালেন।দোকানদার পরিক্ষা নিরীক্ষা করে বললো এইটা তো মহা মুল্যবান একটি পাথর।এটি তুমি কোথায় পেলে? অামি অবশ্যই এইটা কিনতে চাই।এর দাম কত??ছেলেটি পূর্বের মতো দুই অাঙ্গুল উঁচুয়ে দেখালো। দোকানদার বললো তুমি নিশ্চয়ই দুই হাজার ডলার বোঝাতে চাচ্ছো।অামি এর থেকে বেশি দাম দিয়ে পাথরটি কিনে নিতে প্রস্তুত ছিলাম।ছেলেটি বিষয় লোকাতে পারলো না সে ছৌটে এসে তার বাবাকে সব খুলে বললো এবং প্রশ্ন করলো কেনো এক এক জন এই পাথরটি এক এক রকম দাম বললো???
#বাবা ছেলেকে বুঝিয়ে বললেন মানুষের জিবনের মুল্য এই পাথরটি মতই।তুমি নিজেকে কোথায় প্রতিষ্টিত করবে সেটি অাসল কথা।একই পাথরটির দাম লোকাল বাজারে অনেক কম কিন্তু রহ্নের দোকানে তা অনেক বেশি।তেমনই তুমি যদি নিজেকে এমন কোন জায়গায় প্রতিষ্টিত করো যেখানে মানুষ কাউকে সঠিক ভাবে মুল্যায়ন করে না।তবে সেখানে মুল্য হবে তোমার অনেক কম।অাবার তুমি যদি নিজেকে এমন কোন স্থানে প্রতিষ্টিত করো যেখানে সকলেই অন্যের সঠিক মুল্যায়ন করে।তবে তোমার মুল্য সেখানে অনেক বেশি।তাই তোমার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি নিজেকে কোন স্তানে নিয়ে যাবে।তা কোন মুদির দোকানে নাকি কোন রহ্নের দোকানে। কারণ তোমার মুল্য এক এক জনের কাছে হবে এক এক রকম।ঠিক ওই পাথরটির মতো তুমি কার কাছে নিজের মুল্য যাচাই করছো..?সেটি তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
প্রিয় গ্রুপের ভাইবোন অাশা করছি এই লেখাটি অাপনাদের কাছে ভালো লেগেছে এবং ভবিষ্যৎে কাজে লাগবে।দোয়া করবেন।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 214
Date:- 04/05/2020
নাম ঃ হেলাল উদ্দিন
ব্যাচ নংঃ৮ম
রেজি নংঃ ৮৬১০