আমরা হাত গুটিয়ে বসে থাকলে হবেনা কারণ আমরা সফল হতে হবে
, ,সফলতার সিড়ি,,
এটা একটা বইয়ের নাম।
আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমরা ২০২০সালের ক্রান্তিলগ্নে অতিক্রম করতেছি।
পৃথীবির মধ্যাহ্ন নিরক্ষ রেখায় আমরা প্রবাসীরা, আর দেশে আপনারা আছেন নিরক্ষ রেখার বা ভুবিষুব রেখার ১০ ডিগ্রি দক্ষিনে কর্কট ক্রান্তি রেখায়।
বসবাস যে যেখানে করি আমাদের লক্ষ্য একটাই,সফল হউয়া।
পুরো পৃথিবী এখন এক প্রকার কান্না করতেছে।তার সাথে সাথে আমরাও কান্নায়, চিন্তায় জর্জরিত।
কিন্তু চিন্তা করে দেখেন এত কিছু করে কিছু ফল হচ্ছে না।
যে যার গতিতে চলমান চলতেছে চলবেই।
আমরা হাত গুটিয়ে বসে থাকলে হবেনা কারণ আমরা সফল হতে হবে।
আল্লাহর উপর ভরসা করে, স্যারের শিক্ষা কাজে লাগিয়ে অগ্রসর হইতে হবে।
আমার ছোট কালের অভ্যাস যে কোন স্যার কিছু বলবে তা হুবহু মনের ভিতর লিখে নেওয়া।এবং ব্যাখ্যা করে পরিক্ষার খাতায় লিখা,তাই মাজে মাজে স্যারেরা আমার নিজের ক্লাসেই ছাত্রদের মাজে কিছু কিছু বুজাতে সুযোগ দিত।
এখানে আমার আপনার পরিক্ষার খাতা হলো সফল হউয়ার খাতা।
আমি প্রতিদিন লিখি কিছু কিছু কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়।
পরিচিত হয়ে সেল পোস্ট দিবো সে আশায় নয়। সবাই আমাকে ভালো বল্লে আল্লাহয় আমাকে ভালো বলবে সে আশায়।এটা আমার স্যোশাল ওয়ার্ক।
আমি নামের সাথে স্যারের একনিষ্ঠ ছাত্র লিখি দেখেছন।মানে স্যারের পিছনে পিছনে হাটি কিছু শিক্ষা নিয়ে তা আবার সমাজে প্রচার বিশ্লেষণ করে ভালো কাজ বা চউয়াব পাওয়ার জন্য। আমি মরে গেলে যেন আমার নামটা সবাই মনে রাখে শ্রদ্ধার সাথে।
আমি লম্বা লিখে বিরক্তি করতে চাই না তবু্ও আজ লম্বা হবে, পড়ে নিবেন কস্ট করে।
আচ্ছা আমরা যে গাছ গুলো দেখি।
বড় ছোট।ভিবিন্ন সাইক্লোন, টর্নেডো,তুপান আসলে কিছু কিছু গাছ মাটি উপড়ে পড়ে যায় আর কিছু ভেংগে যায় কিছু , দিব্বি দাড়িয়ে থাকে।এখন কথা হলো এমন কেন হয়।যে গাছ গুলো কান্ড মুল সেখড বেশি সে গুলো দাঁড়িয়ে থাকে তাইতো?
তাহলে আমরা প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষা নিয়ে সবাই যার যার মত করে সফল হউয়ার জন্য ব্যবসা শুরু করি চাকুরী করবো না চাকুরী দিবো এ স্লোগান নিয়ে।
কেহ কেহ লসের ভয়ে ভয়ে অগ্রসর হচ্ছেন হয়ত কম চলতেছে চিন্তায় থাকেন।
আমি দেশি,প্রবাসী,গ্রাম,শহর এর ভাই,বোনদেরকে কিছু আইডিয়া শেয়ার করবো।
১ম গ্রাম থেকে।
ভাইয়া,আপুরা আপনাদের যেমন যার পছন্দ মত।
আপনারা ভিবিন্ন প্রকারের সাখসব্জি,ফল,মুরগী, কবুতর,মৎস,গবাদি পশু,নক্সি কঁাথা,হস্তশিল্প,এ জাতীয় কিছু শুরু করুন।গ্রাম্য আইটেম নিয়ে।
তবে ওইযে গাছের সেখড,তেমনি।একটা নয় ছোট ছোট করে ২/৩ শুরু করবেন ১ম একটা তার পর আস্তে আস্তে বাডাবেন।যাহা করবেন তার উপর ৩/২ মাসের ট্রেনিং নিবেন উপজেলা অথবা পরিচিত কারো কাছে।
যেমন মৎসের সাথে হাস।মুরগির সাথে, কবুতর।গরুর সাথে, ছাগল। একটার সাথে একটা মিল রেখে। মানে একটা সেরে উঠতে কস্ট হলে বা সমস্যা হলে অন্যটা সাপোর্ট হবে এটা খেয়াল রাখতে হবে।
এগুলো মার্কেটিং করবেন শহরের দিকে। গ্রুপের যে ভাই বোনেরা আছেন তাদের মাধ্যমে।
এ গুলো আপনি ছাত্র জীবনেও শুরু করতে পারেন।ওইযে স্যারের শিক্ষা চাকুরী করবো না চাকুরী দিবো এখানে গ্রামের ২/৪ জন গরিব মহিলা পুরুষ কাজে লাগাতে পারেন। তাদের উপকার হবে এ নিয়তে যদি করেন ১০০% সফল হবেন।
যেহেতু তাদের মনের দোয়া থাকবে তাদের পরিবার চলবে।তারা কাজও মন দিয়ে করবে।
আর গুলো সিরিয়ালি লিখবো।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 214
Date:- 04/05/2020
Mn.karim.
স্যারের একনিষ্ঠ ছাত্র।
নিজের বলার মতো একটা গল্প, প্লাটফর্ম।
কমিউনিটি ভলেন্টিয়ার।
৫ম ব্যাচ,রেজিষ্ট্রেশন নং ৮০৪.
চট্টগ্রাম।