সফল হতে হলে আগে ভাল মানুষ হতে হয়, যা আমরা ইতিমধ্যে হয়েছি।
আজকের দিনটা যতই অন্ধকার হোকনাকেন তবুও আগামীর স্বপ্নকে বুকে নিয়ে পথ চলার নামই হলো বেঁচে থাকা। আর আমরা যারা আগামীর স্বপ্নকে জয় করার জন্য সুদৃঢ় প্রত্যয়ে আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের হাত ধরে হাটি হাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাহারা প্রেত্যেকেই আমরা এক এক জন উদ্যোক্তা। আমরা স্বপ্ন দেখেছি আগামীর আমরা স্বপ্ন দেখেছি সফলতার আর আমাদের এই স্বপ্ন যিনি দেখিয়েছেন তিনি হলেন একজন স্বপ্নবাজ মানুষ।
যে কিনা হাজারো বাধা বিপত্তি পেরিয়ে আজ সফল একজন উদ্যোক্তা এবং ভাল মানুষ ও ভাল মানুষ গরার কারিগর
জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।


স্যার আমাদের কে ভাল মানুষ এবং উদ্যোক্তা বানানোর দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমরা ততক্ষন ভাল মানুষ হতে পারবো না যতক্ষন নিজেরা ভাল মানুষ হতে চাইবো। আর ভাল মানুষ না হতে পারলে উদ্যোক্তা হয়ে জীবনে সফল হওয়া যাবে না।তাই কিছু কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে।
চলুন মূল আলোচনায় যাওয়া যাক 




















কখন কার ভাগ্যে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ - বিত্ত, রুপ- গুনের কারনে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি আমরা হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো। কিন্তু সময় সব সময় আমার আপনার ইচ্ছামতো চলবে এমনটা আশা করা ভুল, সময় সময়ের মতো করে শোধটা ঠিকই নিয়ে নেয়। সময় সদা পরিবর্তনশীল যা-কখনোই স্থির থাকে না,আপন গতিতে চলে। তার পরেও এত অহংকার কিসের আমাদের?
আমরা যাহার ইতিমধ্যে উদ্যোক্তা হয়েছি বা হতে যচ্ছি আমাদের হতে হবে বিনয়ী, আমাদের আচরণ হবে মনোমুগ্ধকর,সেটা হোক কাস্টমার হোক পাবলিক।
আজ আপনি যার সাথে হাঁসি মুখে বিনয়ের সাথে আচরন করলেন ভবিষ্যতে হয়তো তার কাছে থেকে পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের অর্ডারটা।
একটা ছোট গল্প বলি

পাহাড়ের চুরায় উঠে যখন কেউ নিচে
তাকায় তখন তাঁর কাছে সবকিছু ছোট ছোট মনে হয়। নিজের দুই চোখ দিয়ে হাজারো মানুষকে সে ছোট করে দেখে। কিন্তু মজার বিষয় হলো যারা নিচে আছে তারাও তাকে ছোটই দেখে। তবে দুই চোখের পরিবর্তে এক হাজার মানুষের দুই হাজার চোখ তাকে ছোট করে দেখেছে।

অর্থাৎ অহংকার করে কাউকে যখন কেউ তুচ্ছ মনে করে তখন অহংকারকারীকেও সবাই তুচ্ছ মনে করে।

সব অহংকার ভুলে তাই আসুন মানুষকে ভাল বাসতে শিখি। আমরা ততক্ষন পর্যন্ত মানুষকে ভাল বাসতে পারবনা যতক্ষন পর্যন্ত আমরা নিজেরা ভাল হতে পারব। আর এজন্যই আমাদের স্যার


গরে তুলেছেন, নিজের বলার মতো একটা গল্প গুরুপ।
দিনরাত একাকার করে বিনা পারিশ্রম নিয়ে তার মূল্যবান সময় আমাদের জন্য ব্যায় করে যাচ্ছেন।
আমাদের কাছে প্রিয় স্যারের কোন চাওয়া বা পাওয়ার নাই। আশা শুধু একটাই ভবিষ্যতে অন্তত দেশে আর যাইহোক কিছু ভাল মানুষ হবে, যাদের দ্বারা মানুষের ক্ষতি হবেনা।
এই ভাল মানুষগুলো সবাই হবে পরোপকারী। যারা দেশের মানুষের দূরদিনে নিজেদের স্বর্বচ্ছ দিয়ে ঝাপিয়ে পরবে মানুষের উপকার করার জন্য। দেশের মানুষ এই নিজের বলার মতো একটা গল্প গুরুপের সদস্যদেরকে এক নামে চিনবে এবং বিশ্বাস করবে চোখ বন্ধ করে। ইতিমধ্যে কিন্তু স্যারের স্বপ্ন যেটা ভাল মানুষগুলোকে নিয়ে দেখেছেন সেটার অনেকাংশই বাস্তবে রুপ নিয়েছে। দেশের ক্রান্তি লগনে প্রিয় স্যারের প্রিয় গুরুপের প্রিয় সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের ত্রান বিতরণ করেছেন বিভিন্ন মানুষের মধ্যে। আর এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন প্রিয় ভাই ও আপুরা সম্পূর্ণ নিজ অর্থায়নে। কেন ভাই? দেশে যখন জনগনের ট্যাক্সের টাকা চুরি, লুটপাট আর প্রোনোদনার টাকা ভাগাভাগি নিয়ে ব্যাস্ত তখন এই
নিজের বলার মতো একটা গল্প গুরুপের সদস্যরা নিজ অর্থায়নে দেশের সাধারন মানুষের মাঝে দ্বারে দ্বারে গিয়ে ত্রান দিয়ে যাচ্ছেন। এটা শুধু ভাল মানুষদের দ্বারাই সম্ভব। আর এই ভাল মানুষগুলো বানানোর কারিগর হলেন আমাদের প্রিয় ম্যান্টর ইকবাল বাহার।

স্যারের এই প্রচেষ্টা না থাকলে হয়তো আজ আমরা ৩ লক্ষ মানুষের একটা বিরাট ভাল নানুষের পরিবার হতে পারতাম না। এই পরিবারের আমরা বেশিরভাগ মানুষই এর আগে একে অপকে চিনতাম না যানতান না। জীবনে কেউ কাউকে দেখিনি। অথচ এই অপরিচিত মানুষগুলোই এখন একে অপরের অনেক পরিচিত ও চেনা জানা। একে অপরের বিপদে ঝাপিয়ে পরেন উপকারের জন্য সেটা দেশ বিদেশ যেখানেই হোক না কেন।
শুধু তাই নয় অনেক ভাইয়েরা লক্ষ লক্ষ টাকার বিজনেস শুরু করেছেন একে অপরের সাথে যারা এই গুরুপে আসার আগে কেউ কাউকে চিনতো না।
এই যে এত আত্মবিশ্বাস একে অপরের প্রতি এটা শুধু ভাল মানুষের দ্বারাই সম্ভব। আর এই ভাল মানুষগুলো তৈরি করেছেন।


আমরা যারা ইতি মধ্যে ভাল মানুষ হতে সক্ষম হয়েছি তাহারা অবশ্যই আমাদের উদ্যোক্তা জীবনেও সফল হবো ইনশাআল্লাহ্। সফল হতে হলে আগে ভাল মানুষ হতে হয়, যা আমরা ইতিমধ্যে হয়েছি। আমাদের জন্য স্যার অনেক বড় একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে।
আমাদের জীবনে উদ্যোক্তা হওয়ার প্রথম উদ্যোগটা আমরা এই গুরুপ থেকেই শুরু করতে পরি।
আমি ভেবে রেখেছি অচিরেই শুরু করবো ইনশাআল্লাহ্
আপনি কি ভাবছেন?
আর একটা কথা নিজের বুদ্ধিকে বিকশিত করতে চাইলে বিদ্যা অর্থাৎ বই পড়ার বিকল্প নাই। তাই বই পড়ার জন্য নক করতে পারেন আমাদেই এই প্রিয় গুরুপের প্রিয় সদস্যের প্রিয় Smartwaybd.com
আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষীত বইটি।
স্যার অনেক বার বলেছেন।
"আমি আর বিজনেস বাড়াতে চাই না এখন দেশ ও মানুষের জন্য কিছু করতে চাই" একেই বলে নিস্বার্থ ভালোবাসা, একেই বলে বড় মন ও বড় মনের মানুষ তিনি হলেন আমাদের প্রিয় স্যার ! ইকবাল বাহার জাহিদ। একজন ভাল মানুষ ও সফল উদ্যোক্তাই এমন কথা বলতে পারেন। স্যার আপনাকে স্যালুট
পরিশেষে আপনাদের সবার ও প্রিয় স্যারের সুসাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, যাওয়ার আগে যে কথাটা বলতে চাই


আর ভাল মানুষ হলে আপনি ইকবাল বাহার হতে পারবেন।

আপনি Iqubal Bahar Zahid হওয়া মানে সফলতার শির্ষে পৌছে যাওয়া।

Date:- 05/05/2020
আব্দুস শাকুর ৭ ম ব্যাচ
রেজিস্ট্রেশন নং ৮৫৩
পাবনা, সৌদী রিয়াদ