উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়...
যদি কোন ব্যবসাপ্রতিষ্ঠান কারো পূর্বপুরুষের হয়ে থাকে সেই চেয়ারটি তার জন্য নির্ধারিত হয়ে থাকে।পূর্বপুরুষেরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে চেয়ারটির শক্ত মজবুত একটা বিত প্রস্তুত করে রেখেছেন আপনার জন্য।
আর যদি আপনার ফ্যামিলি ট্রেডিশন ব্যবসায়ী না হয়ে থাকে। আপনাকে নতুন করে একটা বীজ থেকে যেভাবে বৃক্ষ রূপান্তরিত হয় সেভাবে নিজেকে প্রস্তুত করে উদ্যোক্তা বা ব্যবসায়ীর অবস্থানে নিয়ে যেতে হয়। তখন আপনার পথ চলা টা এত সহজ নয়। কিন্তু মনোবল আর সাহস দুইয়ের মিলন ঘটিয়ে, অনেক বাধা বিপত্তি জয় করে, একটা অবস্থান তৈরি করে নিতে আপনার পদে পদে হোঁচট খেতে হবে। তবুও হাল ছাড়া যাবে না...। ভেঙ্গে পড়া যাবে না...। আঠার মতো লেগে থাকতে হবে...। ব্যবসা প্রতিষ্ঠানের লোকসান হলেও আপনাকে মনোবল শক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। সমস্যা থেকে সমাধান। লোকসান থেকে লাভে পরিণত করতে আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে। জুতোর তলা ক্ষয় হয়ে যেতে পারে।
মনে রাখতে হবে একটা ব্যবসাপ্রতিষ্ঠান দাঁড় করানো বড় বিষয় নয়। মার্কেটিং করা বা আপনার পণ্যের গুনাগুন বিশ্লেষণ করে কাস্টমারের দৌড় ঘোড়ায় পৌঁছে দেওয়া অনেক কষ্টসাধ্য একটা বিষয়। কারণ আপনাকে মাথায় রাখতে হবে মার্কেটপ্লেস একটা যুদ্ধক্ষেত্র। সেখানে আপনাকে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করে জয়ী হয়ে আসতে হবে। কারণ মার্কেটে হাজারো পণ্যে সয়লাব। বড় বড় কোম্পানিগুলো পণ্য নিয়ে বিক্রির জন্য হুমড়ি খেয়ে বসে আছে। আপনি একজন ছোট উদ্যোক্তা বা ব্যবসায়ী বড় বড় কোম্পানির পণ্যের সাথে আপনি টিকে থাকতে অনেক টেকনিক খাটিয়ে চলতে শিখতে হবে।
তাই আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই আমরা ছোট ছোট উদ্যোক্তা বা ব্যবসায়ীদের একমাত্র সম্বল সততা, ও একনিষ্ঠতা, পরিশ্রম, মেধা শক্তিকে কাজে লাগিয়ে সঠিক মান নিয়ন্ত্রণ গুনাগুন সম্পন্ন প্রডাক্ট নিয়ে মার্কেটে এগুতে হবে। তাহলে আপনার বিনিয়োগ এবং আপনার পণ্যটি ঝুঁকির মধ্যে না পড়ার সম্ভাবনা অনেক কম থাকবে। কেননা আমরা অল্প পুঁজি নিয়ে প্রোডাক্ট তৈরি করে ব্যবসা শুরু করে থাকি। একবার ঝুঁকির সম্মুখীন হলে তা কাটিয়ে উঠতে আমাদের কষ্ট সাধ্য হয়ে যাবে। ব্যবসায়ীদের মুখে শোনা যেত একজন ব্যবসায়ী হতে হলে তার তিনটা ধাপে মূলধন হাতে রাখতে হয়। কারণ প্রথম মূলধন মার্কেটে বাকিতে চলে যায়। দ্বিতীয় মূলধন আপনার প্রতিষ্ঠানে স্টক থাকে। তৃতীয় মূলধন যেকোনো সময় ব্যবসার পরিধি বাড়ানোর জন্য বা যেকোনো ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রাখতে হয়। তখনই আপনাকে স্বয়ংসম্পূর্ণ একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবে মার্কেটে টিকে থাকতে সহায়ক ভূমিকা রাখে।
এখন বলতে পারেন আমার কাছে যদি তিন ধাপে পুঁজির ব্যবস্থা না থাকে তাহলে আমি কি উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে পারব না ?
আমি বলবো অবশ্যই পারতে হবে আমাদেরকে। আমরা নিজের বলার মত একটা গল্প গ্রুপ এর প্ল্যাটফর্ম থেকে যে সাহস, মনোবল, অভিজ্ঞতা, অর্জন করতেছি। এটাই আমাদের মূল পুঁজি হতে পারে। কারণ আমাদের প্রিয় স্যারের একজন গর্বিত ছাত্র হয়ে আমরা হার মানতে পারিনা। আপনার যা আছে তাই নিয়ে শুরু করে দিতে হবে।1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে যোদ্ধারা অস্ত্রশস্ত্র বিহীন লাঠিসোটা নিয়ে এই দেশকে স্বাধীন করতে পারলে। আমরা কেন জীবন যুদ্ধে জয়ী হতে পারবোনা ?আপনার মেধা শক্তিকে বিকশিত করে অল্প পুঁজি নিয়ে ছোট্ট পরিসরে শিখার জন্য মাঠে নামতে হবে। লোকসান দিয়ে শিক্ষা অর্জন করে আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবেন একদিন ইনশাআল্লাহ।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 215
Date:- 05/05/2020
মোহাম্মদ ফোরকান
ব্যাচ নং: সপ্তম
রেজিস্ট্রেশন নং: 2943
জেলা ফেনী
কমিউনিটি ভলান্টিয়ার
ব্লাড গ্রুপ:b+