উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়...
যদি কোন ব্যবসাপ্রতিষ্ঠান কারো পূর্বপুরুষের হয়ে থাকে সেই চেয়ারটি তার জন্য নির্ধারিত হয়ে থাকে।পূর্বপুরুষেরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে চেয়ারটির শক্ত মজবুত একটা বিত প্রস্তুত করে রেখেছেন আপনার জন্য।




আমি বলবো অবশ্যই পারতে হবে আমাদেরকে। আমরা নিজের বলার মত একটা গল্প গ্রুপ এর প্ল্যাটফর্ম থেকে যে সাহস, মনোবল, অভিজ্ঞতা, অর্জন করতেছি। এটাই আমাদের মূল পুঁজি হতে পারে। কারণ আমাদের প্রিয় স্যারের একজন গর্বিত ছাত্র হয়ে আমরা হার মানতে পারিনা। আপনার যা আছে তাই নিয়ে শুরু করে দিতে হবে।1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে যোদ্ধারা অস্ত্রশস্ত্র বিহীন লাঠিসোটা নিয়ে এই দেশকে স্বাধীন করতে পারলে। আমরা কেন জীবন যুদ্ধে জয়ী হতে পারবোনা ?আপনার মেধা শক্তিকে বিকশিত করে অল্প পুঁজি নিয়ে ছোট্ট পরিসরে শিখার জন্য মাঠে নামতে হবে। লোকসান দিয়ে শিক্ষা অর্জন করে আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবেন একদিন ইনশাআল্লাহ।


Date:- 05/05/2020
মোহাম্মদ ফোরকান
ব্যাচ নং: সপ্তম
রেজিস্ট্রেশন নং: 2943
জেলা ফেনী
কমিউনিটি ভলান্টিয়ার
ব্লাড গ্রুপ:b+