কোনো কাল্পনিক গল্প কখনো লিখিনি
≠ নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মের শ্রদ্ধেয় মেন্টর প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার

এবং ভাই বোন বন্ধুগন সবাইকে আন্তরিক সালাম - আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা,
আশা করি আল্লাহ'র অশেষ মেহেরবানীতে সবাই সুস্থ ও ভালো আছেন?
>প্রিয় বন্ধুগন আমি এই প্লাটফর্মে যুক্ত হওয়ার পর থেকেই চেস্টা করি যতটুকু সম্ভব সময় দেওয়ার এবং শিক্ষনীয় যা কিছু আছে সব কিছু শিখে নিজের জীবনে ধারন করার,
★আমি প্রায় বিভিন্ন বিষয় নিয়ে লিখি তবে যাই লিখি সবকিছুই বাস্তব জীবন থেকে এবং গ্রুপথেকে শিখা,
কোনো কাল্পনিক গল্প কখনো লিখিনি,
আর তা আমাকে দিয়ে হবেও না,
★আসুন আজ আমি লিখবো প্রথম প্রেম নিয়ে
কি সেই প্রথম প্রেম? কে সে?
চলুন একটা উদাহরণ দিয়ে বাস্তব গল্পে ফিরে যাই,
>>আমরা সবাই মানুষ
এই মানব সভ্যতায় প্রেম ভালোবাসা সহজ সাবলীল ও জীবন ঝুরে বসবাস করা মিষ্টি একটা শব্দ,
প্রেম করেনি কে? প্রেমে পড়েননি কে?
এই শব্দ প্রমাণ করার জন্য কয়েক জীবন চলে যাবে কিন্তু এই কে সে তাকে খুঁজে পাওয়া যাবেনা,
★প্রেম বিভিন্নসময় বিভিন্নভাবে ফুল ফল পশু পাখি দেশ বর্ণ এবং মানুষের মাঝে আসে,
কেউ প্রেম নিজের মাঝে জাগিয়ে তুলে আবার কেউ অন্তরে লালন করে,
★প্রেমের সঠিক কোনো সংখ্যা নেই যে নির্ধারিত এতো বার আসবে
একজীবনে বহুবার প্রেম অন্তরে দোলা দিতে পারে তবে তা জীবনের প্রয়োজনে নিয়ন্ত্রণ এবং সঠিক ব্যবহার করতে হবে,
না হয় প্রেম প্রান বিষাক্ত করে তুললেও তুলতে পারে,
★আমি আপনি হয়তো এই জীবনে বহুবার প্রেমে পড়েছি
কিন্তু নির্দ্বিধায় স্বীকার করতে হবে সেই প্রথম প্রেম ভালোবাসা ভালো লাগা কেউ কি হাজার চাইলেও ভুলতে পেরেছি?
★মাস বছর যুগের পর যুগ পার হলেও নিজের অজান্তেই মনে পড়ে যাবে ছোট্র কোনো একসৃস্থি
যা ছিলো প্রথম প্রেমর,
><এইবার আসুন রঙিন প্রেম রেখে কর্ম প্রেমের বর্ণনা দেই,
আমি মো:ইউসুফ হোসেন তন্ময়
কমিউনিটি ভলেন্টিয়ার
৭তম ব্যাচ
রেজিস্ট্রেশন নং২৯৫৫
গাজীপুর (বসবাস)
কুমিল্লা (জন্মস্থান)
★আমি খুব সাধারণ এবং অন্য আট দশজনের মতই নিজের কাজের মাঝে মাজে সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়া নামক
ফেইসবুক ও ইউটিউব ব্যবহার করতাম,
★ছোট্র একটা ব্যবসা করতাম তারপরেও
সবসময় কি জেনো খুঁজতাম যা দিয়ে নিজেকে
এবং সমাজের অসংগতি পরিবর্তন করা যায়,
যদিও তখনো মনে হইতো এই চিন্তা ভাবনা কল্পনার জগতকে জাগিয়ে রাখছে
কিন্তু বাস্তবে তা সম্ভব নয়,
★কিন্তু কে জানতো আমি যা কল্পনা করছি
তার চেয়ে বহুগুণ পজিটিভিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাস্তবে চলমান
যার নাম
নিজের বলার মতো একটা গল্প
।


★যথারীতি ফেইসবুক ঘাটাঘাটি করতে করতে চোখে পড়লো চাকরি করবো না চাকরি দিব,
এমন একটা শব্দ কোনো এক আপুর পোষ্টের হেডলাইনে,
★মনে মনে ভাবলাম কি সাহসী কথা
যেই দেশে মানুষ একটা চাকরির জন্য দ্বারেদ্বারে ঘুরে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেচে নেয়
লক্ষ লক্ষ বেকার তরুন তরুণী হতাশায় দিন কাটায়
সেই দেশে এতো বড় কথা?
★দেখিতো আসলে ঘটনা কি
উনার প্রোফাইলে গিয়ে পেলাম
নিজের বলার মতো একটা গল্প গ্রুপের নাম
নামটা দেখেই ভালো লাগলো ক্লিক করলাম
><<ও আচ্ছা বলে রাখা ভালো আমি এর আগে কখনো আমার জানা মতে কোনো গ্রুপের সদস্য ছিলাম না,
★তারপর ক্লিক করে ঘুরে ঘুরে দেখছি আসলে কি হয় এখানে
কিন্তু অবাক করার কথা হল যত দেখছি ততই ভালো লাগছে
এভাবে কয়েকদিন দেখার পর একটা নেশা হয়ে গেল,
★যখনি অনলাইনে আসি শুধুই নিজের বলার মতো একটা গল্প গ্রুপ নিয়ে ঘাটাঘাটি করছি
ভাবলাম জয়েন করি কিন্তু ভয় লাগে অনলাইনে আগে কখনো কোনো গ্রুপে জয়েন করিনি কিনা কি হয়,
>><<অবশেষে ২০১৯ইং আগষ্টের শেষের দিকে জয়েন করেই ফেললাম-রেজিস্ট্রেশন করলাম
আর জয়েন করে তো আরো বেশি চমকে গেলাম
এই ভেবে যে এখানে সবাইকে সাধারণ মানুষই মনে হচ্ছেনা,
★আমার আগে মনে হইতো আমরা বাংলাদেশের মানুষ জন্মগত ভাবেই কিছু অসংগতি নিয়ে জন্মাই
*কেউ কারো ভালো দেখতে পারিনা
*কেউ এগিয়ে গেলে টেনে ধরবার চেস্টা করি
*কেউ কাউকে প্রাপ্য সম্মান দিতে জানিনা
*গুনি লোকের কদর বুঝিনা
এমন হাজার সমস্যা বিদ্ধমান সমাজে এর চেয়ে বেশি আশা করাও যে বোকামি,
★কিন্তু না নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম
আমার চিন্তা ভাবনা সব কিছু উল্টে দিয়েছে
এখানে দৃশ্যমান ভালো মানুষী চর্চা বলা চলে আমায় মুগ্ধ করেছে,

অন্যরকম একটা উত্তেজনা/অস্থিরতা কাজ করে মনে
আমার ঠিক তখন সেইম অবস্থা মনে হচ্ছিল
বুঝতে পারলাম সামথিং সামথিং 

ইয়ে মানে প্রেমে পড়ে গেছি,

ও আচ্ছা কর্মজীবন বলাম কেনো?
প্রশ্ন জাগছে?
বলছি ঃআসলে আমি এই গ্রুপের প্রতি এতোটাই দুর্বল হয়ে গেলাম যে এইখানে থাকা আমার একান্তই দায়িত্ব মনে হচ্ছিল,
≠আরো সহজে বললে গ্রুপটা কে আমার কাজের অংশ ভাবতে শুরু করলাম
এমন কাজ যে কাজে সম্মানী নেই তবে সম্মান আছে,
এভাবেই সময় দিচ্ছি প্রতিদিন শ্রদ্ধেয় স্যারের সেশন পোষ্ট গ্রুপের বিভিন্ন ভাই বোনদের পোষ্ট
শুধু পড়ছি আর লাইক দিচ্ছি
কিন্তু মন্তব্য করার সাহস পাচ্ছিনা
কি লিখবো? আমার কমেন্ট পোষ্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা?
★সত্যি বলতে আমি এই কমেন্ট করায় অভ্যাস্থ ছিলাম না
ভাবলাম আমি আগে শিখি শুরু করলাম শিখা
অনেক সময় দিতে শুরু করলাম
প্রথম প্রেম হলে যা হয় আর কি,
★বিভিন্ন পোষ্ট পড়ার পাশাপাশি কমেন্ট গুলোও পড়তাম
সাহস করে দুই একটা কমেন্ট করতাম
সেই যে শুরু আর পিছু ফিরে তাকাইনি
এভাবে শেষ হল সপ্তম ব্যাচ
অল্পতেই শ্রদ্ধেয় স্যারের সান্নিধ্য পেলাম
০২-১১-২০১৯ইং রোভার পল্লী ডিগ্রি কলেজ
তরুন উদ্যোক্তা সম্মেলন
গাজীপুর।
সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধেয় স্যারের সাথে কথা বলার
হাতে হাত রাখার এবং একফ্রেমে বন্দি হওয়ার
আর এই সৌভাগ্য কাজ করেছে কারেন্টের গতিতে,
গ্রুপে প্রথম পোষ্ট করি গাজীপুর সম্মেলনের অনুভূতি নিয়ে সাথে প্রিয় স্যারের সাথে একফ্রেমে বন্দি এখন পযন্ত সেরা সময়ের সৃতি
একটা ছবি দিয়ে,
ঐ পোষ্ট আমায় গ্রুপে এনে দিয়েছে ইউর্টান
প্রায় চারশো লাইক এবং অনেক উৎসাহ মূলক কমেন্ট,
তবে আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি স্যারের সেশন পোষ্টে অনেক গুলো বিশেষ শব্দে
যেমন
★সবার আগে একজন ভালো মানুষ হতে হবে,
★আমরা যে যেই কাজই করিনা কেনো
অবশ্যই কাজের প্রেমে পড়তে হবে
এবং কাজ কে ভালোবাসতে হবে,
★নিজের পরিচয় দিতে হবে বুক ফুলিয়ে,
★মা বাবাকে সর্বোচ্চ ভালো বাসতে হবে,
★নিজের সাথে কথা বলা,
★মানবিক মানুষ হওয়া/মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা,
★সৎ থাকা এবং সৎ পথে চলা,
≠এমন অনেক অমূল্য বানী প্রতিদিন সেশন পোষ্ট এবং ভিডিও পোষ্ট এর মাধ্যমে শিখে আমি নেমে পড়েছি ভালো মানুষের এই মহাসাগরে,
★পর্যায়ক্রমে একটু একটু করে তৈরি করেছি নিজের একটা জগত
যেখানে শুধু ভালো মানুষের বসবাস,
আর দিনে দিনে ভারি হতে থাকে আমার প্রাপ্তির পাল্লা,
★এই প্লাটফর্ম থেকে যা পেয়েছি তা ছিলো একসময় স্বপ্ন
আমি একটু ব্যতিক্রম মানুষ
এ পর্যন্ত যত প্রাপ্তি সব কিছুই মনের সিন্ধুকে
যত্ন করে জমিয়ে রেখেছি
হতাশ হলেই একটু নেড়ে ছেড়ে দেখি
আর শক্তি সঞ্চয় করে আবার ঝাঁপিয়ে পড়ি
সফলতার যুদ্ধে,
★তবে সবচেয়ে বড় প্রাপ্তি মনে করি শ্রদ্ধেয় স্যারের একনিষ্ঠ একজন ছাএ হতে পেরে
আর এখন বুকে হাত দিয়ে বলতে পারি
*আমি একজন ভালো মানুষ,
*আমি কাউকে ঠকাইনা,

অথচ আজ আমি কয়েক হাজার শব্দে একের পর এক পোষ্ট লিখছি
যা সম্ভব হয়েছে শুধু নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মের কল্যানে,

এবং আগে শিখুন বুঝুন
চেস্টা চালিয়ে যান
সময়ই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে,

অনেক বেশি আপন মনে হয়
ভালোবাসে স্নেহ করে আমিও সবাইকে শ্রদ্ধা ও সম্মান করি,

*এখান থেকে আমি শিখছি জীবনের সর্বোচ্চ শিক্ষা
*আমার পরিবর্তন হয়েছে আল্লাহ রহমতে
নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মের কল্যাণে,
*আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শিক্ষা গুরু শ্রদ্ধেয় ইকবাল বাহার জাহিদ স্যারের কাছে,
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 216
Date:- 06/05/2020