আসলে আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখি
প্রানের গ্রুপের প্রান প্রিয় ভাই ও বোনেরা 'আসসালামু আলাইকুম'।
আশা করি সবাই আমার মতো ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করতেছেন প্রতিনিয়ত।আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ভালো রাখুক সেই দোয়া করি।
কৃতজ্ঞতা ও সালাম জনাই,,,আমাদের সবার প্রিয় শিক্ষক ও আলোর দিশারি এবং হতাশাগ্রস্থ তরুনদের অভিভাবক,,, ইকবাল বাহার জাহিদ স্যারকে।যার কারনে আজ আমরা সবাই সাহসের সাথে আওয়াজ তুলে বলতে পারি,,,আমি একজন ভালো মানুষ,,স্যলুট স্যার।
এই প্লাটফর্ম আমাকে অনেক কিছু দিয়েছে,শিখতেছি প্রতিনিয়ত কিছু না কিছু।এই প্লাটফর্মে প্রতিদিন স্যারের শেসন, ভিডিও এবং সকল ভাই ও বোনদের পোষ্ট গুলো আমি ফলো করি সে থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখেছি, এবং অনেক কিছু ধারন করে নিয়েছি,,,তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি।
আমি একজন খুচরা বিক্রেতাঃ
আসলে আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখি, একেক জনের স্বপ্ন একেক রকম,,,কারো স্বপ্ন পুরন হয় আবার কারো হয়না।সবাইর স্বপ্ন সে জীবনে অনেক বড় হবে,,,ছোট বেলা থেকে আমার ও একটা স্বপ্ন ছিলো যে আমি একজন ব্যবসায়ী হবো।একজন ব্যবসায়ী হতে হলে কি কি গুন থাকা দরকার এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি আর তা নিম্নে আপনাদের মাঝে তুলে দরার চেষ্টা করলাম,,,,
১!যে কোনো কিছু করার আগে স্বর্বপ্রথম সৃষ্টিকর্তার সন্তুষ্টি আদায় করা দরকার হোক সেটা ব্যবসা বা ছোট বড় যে কোনো কাজ,,সৃষ্টিকর্তা চাইলে আর আপনার ইচ্ছে শক্তি থাকলে ইনশাআল্লাহ যে কোনো কাজে খুব সহজে সফল হওয়া সম্ভব।
২! আপনার যে কোনো কাজে পিতামাতার দোয়া খুবই গুরুত্বপূর্ণ,, সে জন্য পিতামাতার সেবা করা, খেয়াল রাখা,ছোট ছোট চাওয়া পুরন করা খুবই দরকার।পিতামাতা খুশি হয়ে দোয়া করলে ইনশাআল্লাহ আপনার আমার সফলতা কে ঠেকায়।
৩!ব্যবসায়ের প্রথম সোপান হচ্ছে বিনয়, কাষ্টমারের সাথে যতো বেশী ভদ্র,নম্র বা বিনয় হয়ে কথা বলবেন ততো বেশি বিক্রি বৃদ্ধি পাবে।
৪!কাষ্টমারের চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ করতে হবে,আপনার পুঁজি কম প্রয়োজনে কম কম করে সব আইটেম পন্য সরবরাহ করলে এতে করে ব্যবসায়ের বিস্তার ঘটাতে পারবেন খুব সহজে।
৫! আপনার মাহজন বা আপনি যেখান থেকে পন্য সরবরাহ করে থাকেন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন,,এতে করে যে কোন সময় বিশ্বাসের উপর টাকা না থাকলে তারা আপনাকে পন্য দিবে।
৬!অনেক সময় দেখা যায় কাষ্টমার আপনার থেকে পন্য কিনে নিয়েছে আর তা খারাপ পড়ছে,, কাষ্টমার কোনো কিছু বলার আগে সে পন্য রিটার্ন অথবা চেন্জ করে দিলে এতে করে কাষ্টমার সন্তুষ্ট হবে এবং ব্যবসায়ের ব্যপক পাবলিসিটি হবে এবং সেল বাড়বে।
৭!দোকানে কর্মচারী থাকলে সব সময় তার সাথে সৌহার্দপূর্ণ আচরন করবেন এবং মাঝেমধ্যে খুশি হয়ে ৫০,১০০টাকা দিবেন।এতে করে সে খুশি হবে এবং কাজে ফাঁকি দিবেনা,,সেও চেষ্টা করবে কিভাবে আপনার সেল বাড়ানো যায়।
৭!যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করতে হবে বা ব্যবসায়ে মনোযোগী হতে হবে।
৮!অনেক সময়ে দেখা যায় কাষ্টমার ৪-৫জন এক সাথে আসে, একেক জনের চাহিদা একেক রকম,, আর আপনি হতাশ বা বিরক্ত হয়ে কাষ্টমারের সাথে উচ্চস্বরে কথা বললেন এতে করে আপনারই লস হবে,, কারন বাজারে আরো ব্যবসায়ী আছে।
৯!যে কোনো কাষ্টমার আপনার দোকানে পন্য কিনতে আসলে কোনো ভাবেই তাকে ফেরত দেওয়া যাবেনা,,,পন্যর দামের সাথে না মিললে প্রয়োজনে কেনা দামে দিয়ে দিবেন এবং আপনার দোকানে পন্যটি না থাকলে প্রয়োজনে অন্য দোকান থেকে এনে দিবেন।এতে করে ঐ কাষ্টমার আপনার পার্মানেন্ট হয়ে যাবে।
১০!কাষ্টমারদের সাথে অনেক সময় বাচ্চারা আসে,,কাষ্টমারকে সন্তুষ্ট করার জন্য বাচ্চার হাতে চকলেট,চিপ্স বা কমদামি যে কোনো খেলনা দরিয়ে দিন।এতে করে ঐ কাষ্টমারের দ্বারা আপনি আরো কাষ্টমার পাবেন।
১১!আপনি যখন ব্যবসায়ের জন্য পন্য কিনবেন বাজার যাচাই করে কিনবেন এবং ভালো পন্যটি কিনবেন।মনে রাখবেন পন্য কেনায় জিতলে বিক্রিতে জিততে পারবেন।
১২!যে কোনো ব্যবসায়ী হিসেবি না হলে ব্যবসা টিকে রাখা মুশকিল হয়ে যাবে,,,তাই এক কাপ চা খেতে ও হিসাব করা দরকার।কারন আয় বুজে ব্যয় না করলে বিপদে পড়বেন।
১৩!হারাম ভাবে ১০০টাকা না ইনকাম করে হালাল ভাবে ১টাকা ইনকাম করার চেষ্টা করবেন,মনে রাখবেন। হারামের আরাম নাই,হালাল ও সৎ ব্যবসায়ে বরকত সবসময় পাওয়া যায়।
১৪!একজন ব্যবসায়ীকে সব দিকে বিচক্ষন থাকতে হবে,কারন সমাজে ভালো লোকের চেয়ে খারাপ লোকের সংখ্যাই বেশি।
১৫! ব্যবসায় এখন কম্টিটিশানের বাজার,, তাই বলে আপনার পাশবর্তি ব্যবসায়ীকে হিংশা করা যাবেনা বরং তার সাথে ভালো সম্পর্ক রাখবেন।মনে রাখবেন হিংসা পতনের মুল।
১৬!আপনার দোকান বা ব্যবসা ছোট হোক আর বড় হোক চেষ্টা করবেন সবসময় ভাংতি টাকা বেশি করে রাখতে,,দেখা গেছে কেউ আশা করে আসলো আপনার দোকানে ১০০ বা ৫০০ টাকার ভাংতির জন্য কিন্তু আপনি দিতে পারলেন না,এতে তার মন খারাপ হবে আর যদি দিতে পারেন তাহলে সে কিন্তু পরবর্তীতে আপনার দোকান থেকেই পন্য কিনবে।
১৭!সবসময় স্মার্টনেস বজায় রেখে দোকানদারি করবেন,,মনে রাখবেন আপনার কি আছে তা আপনার গায়ে লেখা নেই,,আপনার চলাফেরাই বলে দিবে আপনি বা আপনার পরিবার কতো দুর।এতে করে অনেক কাষ্টমকরের দৃষ্টি আকর্ষণ হতে পারেন।
১৮!আসলে এই রকম অনেক পয়েন্ট আছে যা বললে শেষ হবে না,,তাই বলবো স্বর্বপরি আপনি একজন সফল ব্যবসায়ী হতে হলে প্রথমে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে।
১৯!উপরের সবগুলো পয়েন্ট হচ্ছে ব্যবসায়ের কৌশল,,আর আমি এইসব কৌশল অবলম্বন করছি বলে এই করোনা লকডাউনে ও কাষ্টমার আমাকে কল করে পন্য কিনে,,,।
লেখা গুলো বিশেষ করে খুচরা ব্যবসায়ীদের উদ্দেশ্য,, যারা আমার মতো ছোট খাটো ব্যবসা করেন বা করবেন তাদের উদ্দেশ্য। কিন্তু আশা করি সবার উপকারে আসবে।
আসলে আমি একজন খুচরা ব্যবসায়ী,,অতীতে আমি অনেক কিছু করেছি কিন্তু সফল হতে পারিনি,যেদিন থেকে এই প্লাটফর্মে যুক্ত হয়েছি সেদিন থেকে স্যারের শিক্ষা ও এই প্লাটফর্মের ভাই ও বোনদের সফলতার ব্যর্থতার গল্প পড়তে পড়তে এখন নিজে সফল হওয়ার চেষ্টায় আছি,,আলহামদুলিল্লাহ এখন আমি একজন খুচরা বিক্রেতা হিসেবে সফল মনে করি,,,আমার আগের পোষ্ট গুলো যারা পড়েছেন তারা হয়তো আমার সম্পর্কে অবগত আছেন।আমি স্বপ্ন দেখি একজন খুচরা বিক্রেতা থেকে একদিন সফল উদ্যেগতা হবো,,ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন।
আসলে ব্যবসা সংক্রান্ত এতো কিছু বলার একটাই কারন যদি আপনারা কেউ উপকৃত হোন,,তাহলেই আমি ধন্য।ভুল ত্রুটি কিছু বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টসে জানাবেন,,সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো।
(স্বপ্ন দেখুন, সাহস করুন,শুরু করে লেগে থাকুন ইনশাআল্লাহ সফল হবেন,,,ইকবাল বাহার জাহিদ স্যার।)
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 216
Date:- 06/05/2020
নাছির উদ্দিন সবুজ
কমিউনিটি ভলেন্টিয়ার
জেলাঃ লক্ষীপুর
রেজিঃ৫১৪১
বেচঃ৮ম
ব্লাডঃ O+