ভয়কে যেমন কখনো অবহেলা করা ঠিক নয়
আমি শুরু করতে চাই মহান আল্লাহ তা'আলা যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং এই সুন্দর পৃথিবীকে সুন্দর ভাবে বসবাস করার তৌফিক দিয়েছেন এবং এই মহামারিতে আমাদের সুস্থ রেখেছেন। সকল প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি রইল।
#জীবনের লক্ষ্য থাকা উচিত। কারণ লক্ষ্য না থাকলে পথ হারিয়ে যাবে। তাই লক্ষ্য বাস্তবায়নে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরী।
#ব্যক্তিগত কিংবা পারিবারিক জীবনে আমাদের নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। সঠিক সিদ্ধান্ত জীবনকে সুন্দর করে তোলে। কেউ কেউ সিদ্ধান্ত নিতে গিয়েই মারাত্মক ভুল করেন। তখন সারা জীবন অপেক্ষা করা ছাড়া কোন উপায় থাকে না। অনেকে আবার যে কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে সিদ্ধান্তহীনতায় ভোগেন।এতে মানসিক চাপ বাড়ে, বাড়ে স্বাস্থ্যঝুঁকি ও।
#জীবনে চলার পথে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা সহজ কাজ নয়। তথাপি এমন কিছু কাজ আছে যা আপনাকে সিদ্ধান্তহীনতা থেকে বের করে এনে মনস্থির করতে সাহায্য করবে বা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবো।
#সিদ্ধান্ত নেওয়া তখনই সহজ হয় যখন কোন বিষয়ে আমরা আগাগোড়া জানতে পারি। কাজেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি খুব ভালো করে জেনে নিন। এতে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।
#কোন বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলে নিজেকে বারবার জিজ্ঞাসা করুন। নিজের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে তবেই সিদ্ধান্ত নিন।
#ভয়কে যেমন কখনো অবহেলা করা ঠিক নয় ।আবার ভয়ের কারণে বা ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় ।এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বেশি।
#সিদ্ধান্ত নেওয়ার আগে বিকল্প উপায়গুলো ভেবে রাখুন এতে পরবর্তীতে কোন সমস্যা হলে বিকল্প পথ গুলো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যেমন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন মাঝপথে সেই রাস্তা ব্লক হয়ে গেল কোনভাবে আপনি সামনে যেতে পারলেন না। কিন্তু আপনি কি থেমে থাকবেন? আপনাকে বিকল্প রাস্তা দিয়েই আপনার গন্তব্যে পৌঁছতে হবে। এইজন্য বিকল্প রাস্তার কথা আপনাকে আগেই ভেবে রাখতে হবে।
#কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বা মনস্থির করার জন্য প্রতিটি মানুষেরই নিজের একটা পদ্ধতি থাকে কাজেই বেশি সিদ্ধান্তহীনতায় ভুগলে আপনি নিজেই চেনা পথটাই বেছে নিন । তাহলে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত আশা অনেক সহজ হবে।
#প্রত্যেক সিদ্ধান্তেই একাধিক জায়গা থাকে। সম্ভব হলে প্রতিটি অংশই চেষ্টা করে দেখুন। জেটি ভালো লাগে সেটিই বেছে নিন।
#কেবল বর্তমান কে ভেবে সিদ্ধান্ত নিবেন না এতে বিপদ হতে পারে বরং ভবিষ্যতের হিসাব করে তবেই সিদ্ধান্ত নিন।
Date:- 07/05/2020