স্যালুট রইল আমাদের সেচ্ছাসেবক ভাই-বোনদের প্রতি যারা রাস্তায় দাঁড়িয়ে মাস্ক বিক্রি করছেন বা বিতরণ করছেন।
স্যালুট রইল আমাদের সেচ্ছাসেবক ভাই-বোনদের প্রতি
যারা রাস্তায় দাঁড়িয়ে মাস্ক বিক্রি করছেন বা বিতরণ করছেন।
লেখাটা তাদের জন্য পড়ুন
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
কেমন আছেন প্রাণপ্রিয় প্ল্যাটফর্মের প্রাণপ্রিয় ভাই-বোনেরা, আশা করি সবাই ভাল আছেন যদিও না মনের দিক থেকে অনেকে ভালো নেই। সারা পৃথিবীতে চলছে এক নীরব বিশ্বযুদ্ধ যেখানে নাই কোন অস্ত্র, নাই কোন গোলাবারুদ, নাই কোন মিসাইল, এক দেশ থেকে অন্য দেশের হুমকি-ধমকিও নাই আছে শুধু "করনো" বা "কোভিড-১৯" নামের আতংকের ভয়। মসজিদ বন্ধ হয়ে গেছে এবাদতের জন্য তাহলে বুঝতেই পারছি দেশের কতটা অবনতি হচ্ছে কিন্তু তাতেও আমরা ভয় পাওয়ার জাতি নই আমাদের মনবল টাও অনেক শক্ত ও মজবুত আছে এবং থাকবে।
আজকের এই অবস্থায় বা এই নীরব যুদ্ধে যারা মানবতার জন্য কাজ করে যাচ্ছে তারা হচ্ছে নিজের বলার মত একটা গল্প গ্রুপ, বাংলাদেশে হাজারো সামাজিক সংগঠন আছে, আছে অর্থনৈতিক ও ইসলামিক সংগঠন, আছে অনেক বড় বড় ব্যক্তিগত সংগঠন, রাজনৈতিক সংগঠনের কথা নাইবা বললাম, এত কিছু থাকার পরও আজকে মানবতার জন্য কেউ তো দেখলাম না রাস্তায় এসে কেউ কাজ করছে, ইকবাল বাহার জাহিদ স্যার ( ফাউন্ডার ও মেন্টর নিজের বলার মত একটা গল্প গ্রুপ) ২ বছর আগে ৬৪ জেলা থেকে ১৬০ জন ছাত্র-ছাত্রী কে নিয়ে ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার জন্য এই সংগঠনটি চালু করেছিল সেই সংগঠনের ছাত্র-ছাত্রীরা আজকে রাস্তায় দাঁড়িয়ে নামমাত্র স্বল্প টাকায় মাস্ক বিক্রি করছে এবং বিনামূল্যে মাস্ক দিচ্ছে গরিব অসহায় মানুষদেরকে। এটাকি তাদেরই কাজ ছিল? এরা তো এসেছে একদল পথহারা যুবক যুবতী যারা নিজেরা দেরকে প্রতিষ্ঠিত করার জন্য বা নিজেদেরকে গড়ে তোলার জন্য উদ্যোক্তা হওয়ার শিক্ষায় জড়িয়ে আছে এই প্লাটফর্মে। কিন্তু এই প্ল্যাটফর্মের যিনি শিক্ষক, যিনি মেন্টর তিনি তার প্রথম শিক্ষা দিয়েছিলেন "আপনাকে একজন ভালো মানুষ হতে হবে" আপনি যদি একজন ভালো মানুষ হতে পারেন তাহলেই আপনি সবকিছু পারবেন এই কথাটাকে মূলধন হিসেবে নিয়েছে এই প্ল্যাটফর্মের ২ লক্ষ ৪০ হাজারের বেশি ছাত্র ছাত্রী। তরা বন্যায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, শীতের সময় পৌছে গিয়েছিল প্রতিটি বস্তিতে বস্তিতে শীতবস্ত্র বিতরণের জন্য, বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারা এগিয়ে যাচ্ছে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য, মানবতার কল্যাণে তারাই কাজ করছে। আজকে যখন সারা বাংলাদেশে করোনাভাইরাস মহামারী আকারে রূপ নেওয়ার লক্ষণ দেখেছে তখন এই প্ল্যাটফর্মের ছাত্রছাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে গরীব অসহায় জনগণের হাতে তুলে দিচ্ছে বিনা মূল্যে মাস্ক এবং নামমাত্র মূল্যে বিক্রি করছে সকলের কাছে মাস্ক পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের আমাদের সমাজ তাদের কাছ থেকে কি একটু শিক্ষা নিতে পারে না?
বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে যদি সবাই এভাবে কাজে অগ্রসর হতো তাহলে করানো ভাইরাস মোকাবেলা করা আমাদের জন্য কোন ব্যাপারই ছিল না। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি স্তরের জনগণ এদের সাথে এসে এদেরকে সাহস যোগান দিবেন ও সহযোগিতা করবেন।
জয় হোক মানবতার, জয় হোক নিজের বলার মত একটা গল্প প্ল্যাটফর্মের।
প্রিয় স্বেচ্ছাসেবক ভাই-বোনেরা & স্বল্পমূল্যে মাস্ক বিক্রি করার ব্যবসায়ীক ভায়েরা আপনাদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা ও জানা নেই অন্তরের অন্তস্থল থেকে রইল জীবনের সেরা স্যালুটটি।
আপনার জন্য রইল অনেক অনেক দোয়া প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার আপনার মা-বাবা সত্যিই গর্ব করে বলতে পারবে পৃথিবী আমাকে যা কিছু দিয়েছে তাতে আমি কতটুকু খুশি জানিনা তবে মানবতার জন্য, এই দেশের মানুষের জন্য আমি একটা ইকবাল বাহার দিয়েছি তোমাদেরকে।
অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইলো আপনার মা-বাবার জন্য।
SOD No: 168
Date: 18.03.2020
👦 সিএম হাসান
👉কমিউনিটি ভলেন্টিয়ার
✒️সদস্যঃ 'রিসার্চ এন্ড প্রোমোশন টিম
👨🎓 তৃতীয় ব্যাচ
🖋️রেজি.নং: ৩৫২৭
🖋️ পোষ্টের সংখ্যা: ৭৫ টি
💼 প্রতিষ্ঠাতা উদ্যোগতা : QB Fashion World
💼 অনারেবল ডাইরেক্টর: নুজুম গ্রুপ
💉 ব্লাড গ্রুপ: A+
🇧🇩 লক্ষ্মীপুর জেলা
🇶🇦 রেমিটেন্স যোদ্ধা - কাতার প্রবাসী
📱+974 33492465
📧 cmhasan790@gmail.com