আজকে মা নিয়ে কিছু কথা বলবো আসলে মার জন্য মনটা অনেক কাঁদে।
আসসালামু আলাইকুম।
আশা করি আমার প্রাণপ্রিয় গ্রুপের সকল ভাই ও বোনেরা সকলে ভালো আছেন।
আজকে মা নিয়ে কিছু কথা বলবো আসলে মার জন্য মনটা অনেক কাঁদে।
আসলে আপনারা যারা দেশে আছেন। তাদের সবাইকে স্যার কিন্তু একটা কথা বলছেন যে আপনারা প্রতিদিন বলবেন মা আমি আপনাকে ভালোবাসি।পা ছুঁয়ে সালাম করতে বলছে। আসলে আমরা যারা প্রবাসে আছি তাদের কিন্তু শত ইচ্ছা থাকলেও আমাকে একবার জড়িয়ে ধরতে পারি না, মার পা ছুঁয়ে সালাম করতে পারিনা আসলে এটা যে কত কষ্টের, একমাত্র যাদের মা কাছে নেই তারাই বুঝবে, আর যাদের মা এই দুনিয়াতে নেই তারা বুঝবে মা হারা সন্তানের কি যে যন্ত্রনা,
মা মানে আদর,
মা মানে শান্তি,
মা মানে ছায়া।
কখনও কি একবার ভেবে দেখেছি
একজন মা কতোটা অসহায় হতে পারে?
অথচ শত শত মা অনাহারে দিন কাটাচ্ছে
বাস স্থানের অভাবে রাস্তায় ঘুমিয়ে থাকে
এ গুলো তো আমাদের জন্যই হচ্ছে
কতো না কষ্টে তারা আমাদের গর্ভে ধারণ করেছে বিনিময়ে
আমরা তাকে কিছুই দিতে পারিনি।
তাই আসুন আমরা সবাই মা কে ভালোবাসি
যেন বিদ্রাশ্রম বা রাস্তা কোন মায়ের স্থান না হয়।
যেন কোন মা অনাহারে দিন না কাটায় ?
মা তোমাকে অনেক ভালোবাসি
জনাব ইকবাল বাহার জাহিদ স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি শিখিয়ে দিয়েছেন, একজন সন্তানের প্রতিদিন তার মাকে বলা উচিত মা আমি তোমাকে ভালোবাসি, আমরা যদি কেউ জান্নাতের স্বাদ গ্রহণ করতে চাই তাহলে যেন মায়ের কোলে শুয়ে বলি মা আমি তোমাকে অনেক ভালোবাসি,
মায়ের কপালে চুমু খেয়ে বলি মা আমি তোমাকে ভালোবাসি।
SOD No: 169
Date: 19.03.2020
মোঃ মামুন
৭ ব্যচ#
রেজিস্ট্রেশন নং ৫৪৪৭
জেলা গাজীপুর #
সৌদি আরব জেদ্দা প্রবাসী