গ্রুপটা যে ভাল মানুষের তার একটা গল্প শেয়ার করবো'
আসসালামু আলাইকুম প্রানের গ্রুপের সবাই কেমন আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতংকে থমকে আছে সবকিছু। কাতারেও করোনা পরিস্থিতি ভালো না খুব একটা।আল্লাহ সবাইকে এ বিপদ থেকে হেফাজত করুক। আমরা সবাই সর্বোচ্চ নিরাপদে থাকার চেষ্টা করবো।
গ্রুপটা যে ভাল মানুষের তার একটা গল্প শেয়ার করবো'
আমি দুইদিন আগে আমার অল্প কিছু পন্য ঢাকা পিজি হাসপাতাল থেকে বনশ্রী পাঠানোর জন্য চিন্তিত ছিলাম।কারন আমার মামা ব্যস্ত থাকার জন্য যেতে পারবে না বলছে। পরে চিন্তিত অবস্থায় গ্রুপের কোন ভাই কুরিয়ার ঢাকা কাজ করে কিনা তা জানার জন্য ঢাকা জেলা এম্বাসেডর Gazi Mosharraf Hossain Moni ভাইকে ম্যাসেজ দিলাম।উনি সাথে সাথে আমাকে Shohag Al Mamun ভাইয়ের লিংকটা দিলো। Gazi Mosharraf Hossain Moni ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ। Shohag ভাই Proyjon Courier নিয়ে কাজ করেতেছে ঢাকায়।
আমি Shohag ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম সাথে সাথে গ্রহন করলো।আমি বললাম শুধু নিজের বলার মত গল্প গ্রুপের সদস্য, উনি আমাকে বললো আপনার পণ্যটা আমার লোক নিয়ে এসে আপনার লোকেশান পৌঁছে দিবে। আমি সার্ভিস বা ফি কি লাগবে জিজ্ঞেস করলাম উনি বলছে এসব নিয়ে ভাববেন না,পন্য পৌঁছে দেওয়া তার দায়িত্ব বললো। Shohag ভাই সে নিজে ফোন করে তার লোক পাঠিয়ে আমার পন্যটা আমার লোকেশান পাঠিয়ে দিলো। এমন কাজ বাংলাদেশ আর কোথায় করবে কিনা আমার জানা নাই।এটাই নিজের বলার মত গল্পের জন্য সম্ভব হয়েছে। আমি আমার পণ্যটা যে অন্য কুরিয়ার অফিস দেওয়া এবং গ্রহন করার কোন লোক আমার ছিলো না যা Shohag ভাই নিজ দায়িত্ব করে দিয়েছেন। Shohag ভাই কাছে আমি কৃতজ্ঞ এবং ভালবাসা অবিরাম আপনার জন্য।। গ্রুপের সকল ভাইয়েরা উনার Proyjon Courier সার্ভিসটা নিতে পারেন অসাধারন। আর উনি কুরিয়ার ফি নিবে না বলছে আমি বিজনেস করিনা এজন্য আমি জোর করে ফি দিলাম উনাকে।
নিজের বলার মত গল্প গ্রুপের সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি তার প্রমান পেয়েছি। এখানে সবাই ভাল মানুষ। Shohag ভাই সাথে আমার আগে কোন পরিচয় নাই,আমাকে চিনে না উনি। নিজের বলার মত গল্প এমন একটা প্লাটফর্ম যেখানে কেউ স্বার্থ দেখে না কাজ করতে। যেখানে পণ্য কিনে টাকা অগ্রিম দিতে হবে না, শুধু বিশ্বাসটা মেইন এখানে।।
>>স্যার যে বলে আমরা পন্য কিনি না আমরা বিশ্বাস কিনি।
>> স্যার যে বলে আপনি কারো সাথে ভাল কাজ বা ভাল ব্যবহার করেন পরের ভালটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে, এটা আমি মনে প্রানে বিশ্বাস করি।
স্যার আপনার কাছে আমরা কৃতজ্ঞ এত সুন্দর একটা প্লাটফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য। স্যারের সুস্থতা কামনা করি সব সময়। সবার জন্য দোয়া রইলো।
অনেকদিন পরে পোস্ট করলাম গুছিয়ে লিখতে পারলাম না।
SOD No: 170
Date: 20.03.2020
আবদুল মোতালেব (রুমন)
👨🎓 ষষ্ঠ ব্যাচ
🖋️রেজি.নং: ৬৪৭
💉 ব্লাড গ্রুপ: A+
🇧🇩 ফেনী জেলা
🇶🇦 কাতার প্রবাসী
📱+97477741268
📧 md.abdul_motaleb@yahoo.com