মিট আপটিতে ১৯ই ফেব্রুয়ারি ২০২১ ইং অতন্দ্র গাজীপুর জেলার ২য়
🍀আলহামদুলিল্লাহ্ আগামী ১৯ই ফেব্রুয়ারি ২০২১ ইং অতন্দ্র গাজীপুর জেলার ২য়
💞বার্ষিক বনভোজন ও উদ্যোক্তা আসর💞
🍀মহাসম্মেলন এর পূর্বে মহাসমারোহ এ আয়োজনে অসাধারণ ও অনন্য এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে অতন্দ্র গাজীপুর।
🍀সেই ইতিহাসের প্রস্তুতি মিট আপ ছিল আজ ২৯/০১/২০২১ ইং রোজ শুক্রবার ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে।
🍀মিট আপে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সম্মানিত কোর ভলেন্টিয়ার Engr Md Sazzad Kaisar ভাই এবং ঢাকা জেলা এম্বাসেডর Zahir Joy ভাই ও Hossain Al Mamun ভাই।
🍀উপস্থিত ছিলেন নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের কান্ট্রি এম্বাসেডর অব কুয়েত Roni Gomes ভাই।
🍀মিট আপটি পরিচালনা করেন গাজীপুর জেলা এম্বাসেডর Ton Moy ভাই।
🍀উপস্থিত ছিলেন গাজীপুর জেলার এম্বাসেডর Rakib Shikdar ভাই, Khorshed Alom ভাই ও Hridoy Hossain ভাই।
🍀আরো উপস্থিত ছিলেন উপজেলা এম্বাসেডর F M Mehedi ভাই, Liton Ahmed ভাই ও Beauty Akter আপু। আরোও উপস্থিত ছিলেন গাজীপুরের কমিউনিটি ভলেন্টিয়ারগন সাতটি জোন থেকে আগত দায়িত্বশীল সকল উদ্দ্যোক্তা ও ভবিষ্যৎ উদ্দ্যোক্তা ভাই বোনগন।
🍀মিট আপটিতে ১৯ই ফেব্রুয়ারি ২০২১ ইং অতন্দ্র গাজীপুর জেলার ২য় 💞বার্ষিক বনভোজন ও উদ্যোক্তা আসর💞 আয়োজনের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং গাজীপুরের ৫ জন দায়িত্বশীল জেলা এম্বাসেডরদের নেতৃত্বে বিভিন্ন কমিটি গঠনের মাধ্যমে আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়।
💞সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমাদের প্রিয় মেন্টর লক্ষ তরুণ তরুণীর সপ্নদ্রষ্টা জনাব Iqbal Bahar Zahid স্যার এই আয়োজনে অংশগ্রহণের সম্মতি জ্ঞাপন করেছে। আর প্রিয় স্যারের আগমনের মাধ্যমে অতন্দ্র গাজীপুর জেলা এক নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে।💞
🍀সেই ইতিহাসের আয়োজক অতন্দ্র গাজীপুর জেলা আর শর্ত সাপেক্ষে এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন সারা বাংলাদেশের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যেকোন সদস্য ও উদ্দ্যোক্তা ভাই বোন।
🍀এই ইতিহাসকে রঙিন করতে আজ থেকে শুরু হলো অতন্দ্র গাজীপুর জেলার প্রস্তুতি ও ক্ষণ গণনা। অধীর আগ্রহে অপেক্ষায় আমরা অতন্দ্র গাজীপুর।