অতন্দ্র গাজীপুর জেলার কোনাবাড়ীজোন মিট আপ ২৩/ ০১ /২০২১ সাল।
💞আলহামদুলিল্লাহ💞
🍀 নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের অতন্দ্র গাজীপুর জেলায় দায়িত্বশীল লিডার, ভলেন্টিয়ার, উদ্দ্যোক্তা ও ভবিষ্যৎ উদ্দ্যোক্তা ভাইবোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একদিনে ৭টি জোনে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে ৭টি মিট-আপ।
🍀 ৭টি মিট-আপের মধ্যে আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম #কোনাবাড়ী_জোনের_মিট_আপে। #কোনাবাড়ী_জোনের_মিট_আপের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরছি।
💞সেইসাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি এতো সুন্দর একটা পরিবার উপহার দেওয়া জন্য💞
🍀 পবিত্র কোরআন থেকে তেলওয়াত এর মাধ্যমে আমাদের মিট আপটি শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আমাদের ফাউন্ডেশনের কোনাবাড়ী জোনের সদস্য স্টুডেন্ট Jannatul Fardous এর বাবা।
🍀 অসম্ভব ভালো লাগছিল যখন বাবারা তার স্টুডেন্ট মেয়েদের নিয়ে মিট আপে আসছিল। Jannatul Fardous এর বাবা ছাড়াও। Tasmia Orni ও Tamanna Orfi বাবা জনাব Akabar ভাই ওনার স্টুডেন মেয়েদের নিয়ে মিট আপে পৌঁছে দেন। আমিও আমার মেয়ে Jannatul Adnin Joha ও ভাগিনা Shariar Tarek কে নিয়ে মিট আপে আসি। এভাবেই পরিবার থেকে পরিবারে ছড়িয়ে পড়ছে প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের শিক্ষা আর ভালো মানুষের চর্চা, উদ্দ্যোক্তা হওয়ার বাসনা আর ভলেন্টিয়ারিং এর মতো মহৎ কার্যক্রমগুলো।
🍀 মিট-আপে আলোচনার বিষয়গুলো ছিলোঃ
১।নতুনদের জন্য ফাউন্ডেশন সম্পর্কে কিছু কথা।
২।১১ টি স্কিল সম্পর্কে কিছু কথা।
৩। সকল সদস্যদের সাথে পরিচিত হওয়া।
৪। নতুন ও পুরাতন উদ্দ্যোক্তাদের পরিচিতি ও তাদের কথা।
৫।বার্ষিক বনভোজন ২০২১ ও উদ্যোক্তা মেলা আয়োজন সম্পর্কে আলোচনা।
৬।ভিশন মহাসম্মেলন ২০২১ ও এর টিকেট বিক্রয় কার্যক্রম।
৭। লাইব্রেরী ও স্টুডেন্ট উদ্যোক্তা ক্লাব গঠন নিয়ে আলোচনা।
৮। ২৯ই জানুয়ারি গাজীপুর জেলা অফলাইন মিট-আপ নিয়ে আলোচনা।
৯। সর্বশেষে উদ্দোক্তাগণ তাদের পন্যগুলো প্রদর্শন ও তাদের ব্যবসা নিয়ে আলোচনা করেন।
🍀 উদ্দ্যোক্তাদের মধ্যে Momin Sarker ভাই অর্গানিক পন্য উপস্থাপন করেন। তিনি তার মায়ের হাতের বানানো সন্দেশ আমাদের পরিবেশন করেন। স্বাদে অসাধারণ এই সন্দেশ খেয়ে এক ভাই সাথে থাকা এ বক্স সন্দেশ নিয়ে নেন। তিনি আরও খাটি সরিষার তেল প্রদর্শন করেন। এর মাঝে আমি এক বোতল সরিষার তেল নিয়েছিলাম । সকালে সখ করে সরিষার তেল দিয়ে আলু ভর্তা খেলাম বাজারের অন্যান্য তেলের তুলনায় যার সাধ অসাধারণ ছিল। Mohammad Nuralam Apel ভাই তার কোম্পানির টি সার্ট প্রদর্শন করেন। নতুন উদ্দ্যোক্তা জন্য তিনি বলেন যারা টি সার্ট নিয়ে কাজ করতে চান তিনি তাদের সহযোগিতা করবেন। গাড়ি ও বাড়ি নিয়ে স্বপ্ন দেখান #আপন_ঘর ও #কম্বাইন_মটরস প্রতিষ্ঠাতা গাজীপুর জেলা এম্বাসেডর Khorshed Alom ভাই। মিট আপটিতে উপস্থিত ছিলেন জনাব Rafiqul Islam ভাই যিনি আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। পাশাপাশি তিনি VIVO Mobile এর একটি ব্যান্ড সপের মালিক। তিনি ফাউন্ডেশনের সদস্যদের বাজার মূল্যের Discount দিয়ে VIVO Mobile দিবেন বলে জানান।
IT নিয়ে কাজ করেন Alomgir Bai. ওনি ফাউন্ডেশনের সদস্যদের জন্য evaly বা daraj এর মতো প্লাটফর্ম করার পরিকল্পনা করছেন। এছাড়া একটি Online Shop #Dream_Bazar নিয়ে কথা বলেন Ahsan Habib ভাই ও Faruk Ahmed ভাই। Masala নামক একটি অসাধারণ মসলা ব্যান্ড নিয়ে কাজ করছেন Tuhin Masala ভাই। Dhiman Karmakar ভাই কাজ করছেন Mobile Accesories নিয়ে। Salman Yamin ভাই তার কসমেটিকস আইটেম ও তার YouTube Channel ও Shakebul Hasan ভাই, Rafik Patwary ভাই Irfan Sheikh ImRan ভাই ও Abdur Rahman ভাই নিজ নিজ পন্য সম্পর্কে কথা বলেন। আরও অনেকেই পন্য সম্পর্কে কথা বলেছেন এ মুহুর্তে সকলের নাম স্মরণ করতে পারছি না।তবে প্রত্যেকটি পন্য অনেক সুন্দর, গুনে এবং মানে সেরা। আমরা নিজেরা নিজেদের প্রয়োজনীয় পন্যগুলো ফাউন্ডেশনের উদ্দ্যোক্তা ভাই বোনদের কাছ থেকে ক্রয় করব। নিজে সফল উদ্দ্যোক্তা হব অন্যকেও সফল উদ্দ্যোক্তা
🍀 আমি Ashraful Alam উজ্জ্বল কমপ্লেক্স ৩য় তলা কোনাবাড়ী, গাজীপুর এ দুটি Computer Shop #Digital_Computer ও #ICON_Computer এর সহ প্রতিষ্ঠাতা হিসেবে Router, CC Camera, Pendrive প্রদর্শন করি এবং যেকোনো Computer Parts(Processor, HDD, SSD, RAM, DVD Writer, Cassing), Computer & Laptop, Monitor, Printer, Tonar, Scanner, CC Camera, DVR, Computer & Networking Cable সহ যেকোনো IT Product ও Support নিয়ে ফাউন্ডেশনের সদস্যেদের অত্যন্ত সীমিত লাভে পন্য ও সেবা দিব বলে জানাই।
🍀 মিট আপটিতে ভলেন্টিয়ার সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। ক্যাম্পাস এম্বাসেডর Shamim Ahmed ভাই, Nazmul Alam ভাই, Rubel Hossain ভাই, Nahin Ahmed ভাই সহ আরও অনেকে যাদের নাম এ মুহুর্তে স্মরণ করতে পারছি না।
মিট আয়োজন থেকে শুরু করে পরিকল্পনা উপস্থাপনা ও পরিচালনা করেছেন আমাদের প্রিয় ভাই ক্যাম্পাস এম্বাসেডর ক্যাম্পাস অরগানাইজ টিম মেম্বার সুপার একটিভ #Ahsan_Habib ভাই।
🍀 বই বিতরণ কার্যক্রমে জড়িত থাকার জন্য ফাউন্ডেশনের আরেক ভাই আমাদের শ্রদ্ধেয় Nur A Alam Babu ভাই মিট আপে উপস্থিত থাকতে পারেন নি কিন্তু বারবার ফোন করে তিনি আমাদের স্মরণ করেছেন। যার অসাধারণ সহযোগিতায় #কোনাবাড়ী_মেট্রো_স্কুল_এন্ড_কলেজ মিলনায়তনে অসাধারণ দুটি মিট আপ আয়োজন করতে পেরেছি।
🍀 এবারের মিট আপটিতে আমরা একটু ভিন্নধর্মী ক্যাম্পাস ও খোলা মাঠের স্বাদ নিতে চেয়েছিলাম। সেই সাথে কোনাবাড়ীর সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ যেখানে ভবিষ্যতে গড়ে উঠবে ক্যাম্পাস ভিত্তিক উদ্দ্যোক্তা ক্লাব সেই প্রতিষ্ঠানটিকে হাই লাইট করতে চেয়েছি। তাই গতানুগতিক ইনডোর নয় এই প্রতিষ্ঠানের ঘাসের চাদরে ক্যাম্পাসের স্বাদে মিট আপটি সম্পন্ন করতে পেরে খুব ভালো লেগেছে।
🍀 মিট আপটিতে উপস্থিত ছিলেন কোনাবাড়ী জোনের গর্ব গাজীপুর জেলা এম্বাসেডর #Khorshad_Alam ভাই। যিনি কাপাসিয়া জোনকে এগিয়ে নিতে সকালে কাপাসিয়া জোন মিট আপে অংশগ্রহণ করেন। এত জার্নির পর ফিরে এসে তিনি যথাসময়ে মিট আপে অংশগ্রহণ করেন। কমিটমেন্ট আর সময়ের পূর্ণ মর্যাদা কিভাবে দিতে হয় তা উনার নিকট থেকে অনেক শেখার আছে। অনূপ্রেরণামূলক বক্তব্য ও দিক নির্দেশনামূলক আলোচনাগুলো আমাদের উৎসাহ যুগিয়েছে এগিয়ে যাবার শক্তি সঞ্চার করেছে। তিনি কোনাবাড়ী জোনে কমিউনিটি ভলেন্টিয়ার বৃদ্ধির জন্য কথা বলেছেন এবং কিভাবে এই কমিউনিটি ভলেন্টিয়ার হওয়া যায় সেই সম্পর্কে নিদর্শনা দিয়েছেন।
🍀 যার কথা না বললে নয় তিনি আর কেউ নন গাজীপুর জেলার সবার প্রিয় সবচেয়ে একটিভ জেলা এম্বাসেডর Ton Moy ভাই যার ঐকান্তিক প্রচেষ্টায় ও সময় ভিত্তিক নির্দেশনায় গাজীপুর জেলায় একই দিনে ৭টি জোনে ৭ টি মিট আপ সফল ভাবে সম্পন্ন হয়েছে।
🍀 আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই কোনাবাড়ী জোনের সকল ভাই বোনদের প্রতি। আপনাদের সকলের প্রাণবন্ত উপস্থিতি ওসর্বাত্বক সহযোগিতায় সফল ভাবে মিট-আপটি সম্পন্ন হয়েছে।
এভাবে এগিয়ে যাবে কোনাবাড়ী জোন হবে অতন্দ্র গাজীপুরের সেরা একটি জোন।