গাজীপুর জেলার অফলাইন মিট আপ ২০/০১/২০২১ সাল।
🍀মিট আপ🍀 মিট আপ🍀 মিট আপ🍀
আসসালামু আলাইকুম নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের গাজীপুর জেলার কোনাবাড়ী জোনের প্রিয় ভাই ও বোনেরা। আশা করছি সবাই ভালো আছেন ।
আগামী ২২/০১/২০২১ ইং রোজ শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় কোনাবাড়ী জোনের সকল ভাইবোনদের নিয়ে একটি অফলাইন মিট আপের আয়োজন করা হয়েছে।
🍀উক্ত মিট আপে কোনাবাড়ী জোনের যে সকল উদ্দ্যোক্তা আছেন কে কি পন্য নিয়ে কাজ করছেন সকলে আপনাদের পণ্যের সেম্পল নিয়ে মিট আপে অংশগ্রহণ করবেন। মিট আপের একটি অংশে আপনাদের পণ্যগুলো প্রচারণার সুযোগ পাবেন।
🍀মিট আপের স্থান:
কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গন
🍀তারিখ: ২২/০১/২০২১ ইং
🍀বার: রোজ শুক্রবার
🍀সময় : বিকাল ৩.০০ ঘটিকা
এজেন্ডা সমুহঃ
১। সকল সদস্যদের সাথে পরিচিত হওয়া।
২। নতুন উদ্দ্যোক্তাদের পরিচিতি
৩। পুরাতন ও সফল উদ্দ্যোক্তাদের সফলতার গল্প।
৪। বার্ষিক বনভোজন ২০২১ ও উদ্যোক্তা মেলা আয়োজন সম্পর্কে আলোচনা।
৫। মহাসম্মেলন ও টিকেট বিক্রয় কার্যক্রম।
৫। লাইব্রেরী ও ক্যাম্পাস ভিত্তিক উদ্যোক্তা ক্লাব গঠন নিয়ে আলোচনা।
৬। ২৯ই জানুয়ারি গাজীপুর জেলা অফলাইন মিট-আপ নিয়ে আলোচনা।
মিট আপে অংশগ্রহণ করুন। নিজেকে ও নিজের পণ্যকে ব্র্যান্ডিং করুন। ফাউন্ডেশনের একে অন্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ গ্রহণ করুন। আর এভাবেই একে অন্যের সাথে পরিচিত হবার মাধ্যমে আপনার নেটওয়ার্ক বিস্তৃত করুন। যার নেটওয়ার্ক যত বড় হবে তার সেল তত বেশি হবে। কারণ নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ৫০০০০০+ পরিবারে আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা।