৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহাসম্মেলনকে সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা অফলাইন মিটআপ সম্পন্ন হয়েছে।
>>>>>>সকল প্রসংশা পরম করুণাময়ের<<<<<✅
৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহাসম্মেলনকে সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা অফলাইন মিটআপ সম্পন্ন হয়েছে।
আমাদের অফলাইন মিটআপ এ উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার প্রায় সকল দায়িত্বশীল ও সকল আজীবন সদস্য এবং ময়মনসিংহ থেকে আগত আমাদের প্রিয় কয়েকজন ভাই, দুইজন সাংবাদিক ভাই, স্বপ্নসিঁড়ি একাডেমীর পরিচালক ও শিক্ষক মহোদয়গন।
নেত্রকোনা জেলা ও আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
গতকালকের অফলাইন মিটআপ পবিত্র কুরআন তেলওয়াত দিয়ে শুরু হয়.
✅অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন: নুরুল ইসলাম ভাই, উপজেলা এম্বাসেডর
✅কোরআন তেলওয়াত করেছিলেন: শাহ ইউসুফ আহমেদ ভাই।
✅ শপথ বাক্য পড়েন আমি : Lakshman Sarker
✅জাতীয় সংগীত পরিবেশন করেন: স্বপ্নসিঁড়ি একাডেমীর শিক্ষক মহোদয়।
✅উদ্বোধনী বক্তব্য রেখেছিলেন: শাহ ইউসুফ আহমেদ, কোর ভলেন্টিয়ার
✅শুভেচ্ছা বক্তব্য রাখেন, নেএকোনা জেলা এম্বাসেডর: S M AL Amin ভাই
✅স্পন্সর ও উদ্যোক্তাদের পরিচিত এবং নেএকোনার জেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন : সানাউল সানী ভাই
✅১৫ জানুয়ারী মহাসেম্মলন ও টিকিট বিক্রয় নিয়ে আলোচনা করেছেন: আবু রায়হান আতাউল্লাহ ভাই।
✅ময়মনসিংহ জেলা থেকে উপস্থিত ছিলেন সম্মানিত কোর ভলেন্টিয়ার: মোহাম্মদ আলী ভাই,, জেলা এম্বাসেডর: MD Abdullah-nashid ভাই। একটিভ সদস্য: সাদ্দাম হোসেন ভাই
✅নেত্রকোনার একমাত্র নারী উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন: মাকসুদা আপু
✅বিভিন্ন উপজেলা থেকে এম্বাসেডরগন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আজীবন সদস্যরা।
#নেএকোনা জেলা এগিয়ে যাচ্ছে...সকলের দোয়ায় আরও এগিয়ে যাবে...
#সম্পর্ক_হোক_সহযোগিতার_নেএকোনা_জেলা
ভালোবাসা রইলো সকলের প্রতি সবার সহযোগিতায় এত সুন্দর একটি আয়োজন করতে পারছি আমরা নেত্রকোনা জেলাবাসী।