দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা উদ্বোধন হলো উদ্যোক্তা ক্লাব ও মানবতার দেয়াল
#শুরু_করতে_হবে_ছাত্র_জিবন_থেকেই
ইকবাল বাহার জাহিদ স্যার।
আসসালামুয়ালাইকুম, প্রিয় প্লাটফর্মের সকল ভাই বোনদের সুস্থতা কামনা করছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন।
আজ কি দিবস বলেন তো?
আজ ডিজিটাল বাংলাদেশ দিবস। এমন একটি দিনে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় উদ্বোধন হলো উদ্যোক্তা ক্লাব ও মানবতার দেয়াল।
নবাবগঞ্জ উপজেলায এম্বাসেডর ফরিদা ইয়াসমিন এই অনুষ্ঠানটি আয়োজন করেন। এই অনুষ্ঠানটি তে প্রধান অতিথি হিসেবে গুগল মিটের মাধ্যমে উপস্থিত ছিলেন আমাদের মেন্টর #জনাব_ইকবাল_বাহার_জাহিদ স্যার ।
উপস্থিত ছিলেন আমাদের কোর Ali Reza ভাই।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ডিজিটাল দিবসের কারণে ইউ এন ও ম্যাডাম উপস্থিত থাকতে পারেনি।
উপস্থিত ছিলেন ক্যাম্পাস এম্বাসেডর Bokol Bokul Chandra Ray..
Google meet এ উপস্থিত ছিলেন , মডারেটর Jahangir Khan ভাই, মডারেটর ,Abu taher ভাই। আরও অনেকে প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের অনুমতিতে @ali Reza ভাই ফিতা কেটে ক্লাব টি উদ্বোধন করেন।
স্যারের মূল্যবান বক্তব্যে ঘোষণা দিলেন
আজকে থেকে আমাদের স্লোগান হবে #একটি_দিনের_জন্য_আর_বেকার_থাকা_যাবেনা
আরও বলেন উদ্যোক্তা ক্লাবের উপদেষ্টা হবে ঐকলেজের প্রিন্সিপাল। এবং ক্লাব গুলো পরিচালনা করবেন কলেজের এক্টিভ ক্যাম্পাস এম্বাসেডর ভাই বোনেরা।
খুব সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে উদ্যোক্তা ক্লাবের উদ্বোধনি অনুষ্ঠান।
অসংখ্য ধন্যবাদ মডারেটর faridul Islam ভাই কে দিনাজপুর জেলার সকল সফল কাজগুলোর পিছনে তার অবদান অনস্বীকার্য।
ধন্যবাদ নবাবগঞ্জ উপজেলা এম্বাসেডর Tabassum yesmin( ফরিদা ইয়াসমিন) আপুকে এত সুন্দর আয়োজন করার জন্য।
ধন্যবাদ উপস্থিত অনলাইন ও অফলাইন সকল ভাই বোনদের। যারা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেছে।
এভাবেই এগিয়ে যাবে দূরন্ত জেলা দূর্বার গতিতে