অনুষ্ঠিত হলো "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" যশোর জেলার মাসিক অফলাইন মিট আপ ও পণ্য প্রদর্শনী।
আসসালামুয়ালাইকুম
🌺 গতকাল ছিল ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার, অনুষ্ঠিত হলো "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" যশোর জেলার মাসিক অফলাইন মিট আপ ও পণ্য প্রদর্শনী।
🌺 আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ফিজিক্যাল মিটআপ।
🌺 প্রিয় মেন্টর, মানবতার ফেরিওয়ালা, ভাল মানুষ গড়ার কারিগর, জীবন্ত কিংবদন্তি জনাব Iqbal Bahar Zahid স্যারকে আন্তরিক ধন্যবাদ, যার অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় আমরা পেয়েছি ভালোমানুষ এবং উদ্যোক্তা হওয়ার জন্য এত সুন্দর ও কার্যকরী একটি প্লাটফর্ম।
🌺 উক্ত মিটআপে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলো যশোর জেলার বিসিকের এজিএম গোলাম হাফিজ স্যার। এছাড়াও জানুয়ারি ১৫ তারিখে আসন্ন ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহাসম্মেলনে করনীয় বিষয়, টিকিট বিক্রি এবং যশোর জেলার উদ্যোক্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন বিশেষ অতিথি যশোরের ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর Younus Ali ভাই। এছাড়াও উক্ত মিট আপে বক্তব্য রাখি আমি Mehedi Hassan Rubel সহ আরো অনেকে। মিট আপের সভাপতিত্ব করেন Jesmin Rose আপু।
🌸 উক্ত মিট আপে উপস্থিত ছিলেনঃ
Sala Uddin আংকেল
Suja Zaman ভাই
Farhana Aktar আপু
Sazia Mohua আপু
Faruk Hossain ভাই
Halim Reza AK ভাই
Imran Nazir ভাই
Hasibul Islam Shanto ভাই
Ruma Rumana আপু
Rtr Al Helal ভাই
সহ একঝাঁক নতুন ও তরুণ উদ্দ্যোক্তা।
🌸 মিটআপে সবার উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
যশোর জেলার দায়িত্বশীল ভাই ও আপুদের আয়োজন ছিল অসাধারণ। খুবই চমৎকার একটা দিন পার করলাম আজকে যশোর জেলা টিমের উপস্থিত সকল সদস্যরা। যশোর জেলার এসব নতুন ও পুরাতন উদ্যোক্তা ভাই বোনদের কে পেয়ে আমরা সত্যিই গর্বিত।
🌻উক্ত মিটআপে আমাদের কয়েকজন উদ্দ্যোক্তা ভাই বোন স্পন্সর করেছিলেন। তার মধ্যে আমার প্রতিষ্ঠান ধড়াচূড়া স্পন্সর করেছিল।
🌹যশোর জেলার সকল সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন, যাদের জন্য আমাদের গতকালের অফলাইন মিট আপ সুন্দর ও সার্থক হয়েছে।
🌹এভাবে সবাই পাশে থেকে যশোর জেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো আমরা সবাই।