♦অতন্দ্র গাজীপুর জেলা অফলাইন মিটআপ♦
"ভিশন -উদ্যোক্তা মহাসম্মেলন ২০২২"
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
অতন্দ্র গাজীপুর জেলার টানা ৬০দিনব্যাপী (৬পর্বের) কর্মসূচি চলমান রয়েছে।
মহাসম্মেলনে সর্বোচ্চ উপস্থিতি এবং আগামী দিনের এক্টিভ ভলেন্টিয়ার তৈরি করতে অনলাইন/অফলাইন কর্মসূচির ৪র্থ পর্ব অতন্দ্র গাজীপুর জেলা অফলাইন মিটআপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৪র্থ পর্ব প্রিমিয়াম!
অতন্দ্র গাজীপুর জেলা মিটআপ এবং টিকেট বিতরণ
স্থান ঃ-স্থান-জাহিদ টিউটর হোম
গ্রেটওয়াল সিটি, গ্রাম্য ফুডের পাশে গাজীপুর চৌরাস্তা।
ম্যাপঃ https://g.co/kgs/PzLwM8
তারিখ- ২৪/১২/২০২১ইং( শুক্রবার)
সময় - সকাল ৯.ঘটিকায়।
সকল দায়িত্বশীল এবং আজীবন সদস্যদের উক্ত মিটআপে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
বিঃদ্রঃ- উদ্যোক্তাগন আপনারা আপনাদের পন্যের সেম্পল নিয়ে আসবেন,ডিসপ্লের ব্যবস্থা থাকবে,পরিচিতির পাশাপাশি সেলও হবে ইন-শা-আল্লাহ।
_শুভেচ্ছান্তে_
অতন্দ্র গাজীপুর জেলা ভলেন্টিয়ার'স টিম।
মোঃ ইউসুফ হোসেন তন্ময় /দুরন্ত সপ্তম ব্যাচ/রেজিঃ নং২৯৫৫ /গাজীপুর। — with মনির প্রধান and
10 others
.