আজ হয়ে গেলো #খুলনা টীমের মিট আপ, পুরনো মানুষ গুলোর সাথে আজ অনেক নতুন মুখ ও ছিলো প্রোগ্রামে!
আসসালামুআলাইকুম! দীর্ঘদিন পরে আজ হয়ে গেলো #খুলনা টীমের মিট আপ! পুরনো মানুষ গুলোর সাথে আজ অনেক নতুন মুখ ও ছিলো
প্রোগ্রামে। করোনা পরিস্থিতির কারণে ১০ম ব্যাচ, ১১ ব্যাচের
অনেকেই শুধুমাত্র অনলাইনের মিট আপে এটেন্ড করতো, আজ তারা অফলাইনে এটেন্ড করতে পেরে তারাও অনেক
উল্লাসীত.... শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা কারোরই
কম ছিলো না.... আপুরা কেও কেও
হোম মেড খাবার, পিঠা নিয়ে
এসেছিলো আমাদের জন্য.... কেও কেও ৪০
কিঃমিঃ পথ পাড়ি দিয়ে ও মিট আপে এটেন্ড করতে এসেছেন এটাও অনেক বড় ডেডিকেশন... আগামী ২ জানুয়ারীর মহাসম্মেলন ও দায়িত্বশীল দের প্রতি
কিছু দায়িত্ব এবং কিছু জবাবদিহিতা বিষয়ক আলোচনা ছিলো আজকের মিট আপের অন্যতম মূখ্য
বিষয়। তাছাড়া উপস্তিত অনুপস্থিত সবার উদ্যোগ/ব্যবসায়িক উন্নয়ন ও সহোযোগিতা বিষয়ক
আলোচনা তো ছিলোই বরাবরের মতো.... শ্রদ্ধেয় Shamsul Kader Maznu মামার শুভেচ্ছা
বক্তব্য দিয়ে মূল প্রোগ্রাম শুরু হয়।
Lokman Hossain ভাই সবসময় ছোট বক্তব্য দেয় কিন্তু যতটুকু দেয় পুরোটাই
কার্যকরী! Protul Pathak দাদা, সেই সূদুর ঢাকা থেকে চলে এসেছে আমাদের মিট আপে এটেন্ড
করার জন্য, অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ভাই আপনার এই ডেডিকেশন সবসময়
ছিলো আছে ও থাকবে.... পুরো প্রোগ্রামের
সবাই খুলনা টীমের প্রাণ, বৃক্ষ মানবী ও
খুলনা টীমের তথা পুরো প্লাটফর্মের নারী টীমের প্রথম সারীর নেত্রী Rtr Rahima Shimu আপুকে অনেক মিস
করেছেন.... সবকিছু মিলিয়ে
অনেক সুন্দর, গোছানো ও ফলপ্রসূ একটা মিট আপ ছিলো যা আয়োজন করেছেন Huzaifa Hassan ও Sk Sohel, অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি... খুলনায় না থেকেও সবসময় পাশে থেকে সাপোর্ট দিয়ে
যাচ্ছেন Liton Dhaka ভাই ও Mohammed Rasel Akand ভাই সহ প্রবাসী
ভাইয়েরা... আরো যাদের নাম
লেখা হয়নি তাদের প্রত্যেকের প্রতি রইলো আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও দোয়া.... উপস্থিত সদস্য সংখ্যা ১৬ জন