চুয়াডাঙ্গা জেলার, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ১০০০ তম দিন সফল ভাবে উদযাপন।
প্রিয় গ্রুপের সকল আপু ও ভাইদেরকে জানায় আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম।
সর্বপ্রথম শুকরিয়া জানায় মহান রব্বুল আলামীন এর দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ১০০০ তম দিন সফল ভাবে উদযাপন করিয়েছেন।
এরপরে কৃতজ্ঞতা জ্ঞাপনকরি #জনাব_ইকবাল_বাহার_জাহিদ স্যারের সমীপে যার অক্লান্ত পরিশ্রমে ও প্রচেষ্টার ফলে আজ আমরা বাংলাদেশসহ পৃথিবীর ৫০ টি দেশের মানুষ একটা ভালো মানুষের প্লাটফর্ম পেয়েছি।
#এখান থেকে কি পেলাম যদি বলি তাহলে অনেক কথায় বলতে হয়, তন্মোধ্যে একটি কথা বলব। এখান থেকে জীবনে স্বপ্ন দেখতে শিখেছি,স্বপ্ন বুনতে শিখেছি,এবং সাহস করতে শিখেছি, আমি শিখেছি ও বুঝেছি যে,চাকরির পেছনে না দৌড়িয়ে, চাকরি না করেও হাজারো কর্ম আছে যার মাধ্যমে আরো ৫ জনকে চাকরি দেওয়া যায়। এটাই জীবনের স্বার্থকতা, এটাই জীবনের সাফল্য।
এরপর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি Sagar Banik ভাইয়ের সমীপে যিনি গ্রুপের ১০০০ তম দিন উদযাপন উপলক্ষে অক্লান্ত পরিশ্রম করেছেন। এর ভিতরেও তাকে যতবার ফোন দিয়েছি, দাদা এই সমস্যা, দাদা ওই সমস্যা তিনি বিরক্ত হোন নায়। আমাকে সাধ্যমতো সাহায্য করেছেন। এরপর আরেকটা কথা না বললেই নয় তাহলো আমরা সবাই জানি, বিচরণ কোং থেকে আমরা একটি করে টি শার্ট নিয়েছি যার মালিক দাদা নিজেই।
#টি_শার্টের_মুল্য_মাত্র_৬৮_টাকা যা বর্তমানে কল্পনার বাহিরে সেটাও তিনি সম্ভব করেছেন এই গ্রুপের খাতিরে। এখন একটা নরমাল টি শার্ট কিনতে গেলেও ৮০-৯০ টাকার কমে পাওয়া যায় না, সেখানে তিনি শুধুমাত্র ৬৮ টাকায় সেই টি শার্টটি দিয়েছেন তাও আবার কুরিয়ার খরচ সহ। আবারও ধন্যবাদ জানায় Sagar Banik দাদা কে।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।া