১০০ তম সেশন চর্চা ক্লাস ও অফলাইন মিট আপ আয়োজনে ফেনি জেলা
""আদাপ/ নমস্কার
ছুটে যাই ফেনী জেলা "🙋♀️🙋♂️🏃♂️🏃♀️
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
এক্টিভিটি দেখতে চাইলে ঘুরে যান ফেনী জেলাই
👉 শত তম সেশন চর্চা ও অফলাইন মিট আপ
ফেনী জেলা👆
কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টি কর্তার নিকট যিনি আমাদের সুস্থ রেখেছেন।যিনি আমাদের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারকে সুস্থতা প্রদান করেছেন।
অসংখ্য ধন্যবাদ প্রিয় মেন্টরকে যিনি আমাদের জন্য এতো বড় এক পরিবার তৈরি করেছেন। প্রিয় মেন্টরের শিক্ষা থেকেই আমাদের আজকের এই প্রয়াস।এগিয়ে যাচ্ছি প্রিয় মেন্টরের শিক্ষাকে বুকে ধারণ করে। অনলাইন বা অফলাইন মিট আপের গুরুত্ব সম্পর্কে আমাদের অবগত করেছেন প্রিয় মেন্টর। সেই থেকেই আমরা শিখেছি একে অপরের খোঁজ নেয়া।আর অফলাইন মিট আপের গুরুত্বপূর্ণ ভূমিকা তো অনস্বীকার্য।তাই আমরা প্রায় অফলাইন মিট আপ করে থাকি। কিন্তু আজকের মত গুরুত্বপূর্ণ একটি দিন স্মরণীয় রাখতে অফলাইন মিট আপ এর আয়োজন করছি
দেখতে দেখতে চলে গেলো ফেনী জেলার সেশন চর্চার ১০০ তম দিন।তাই ছিল ফেনী জেলার অফলাইন সেশন চর্চা মিট আপে অন্যরকম আয়োজন।
অত্যন্ত সুন্দর ও চমৎকার ভাবে আমাদের ১০০তম সেশন চর্চা সম্পন্ন হলো আজ।
উদ্দেশ্য একটাই, চলমান থাকবে ফেনী জেলার এই ধারা।এভাবেই এগিয়ে যাবো একদিন ১০০০তম পর্ব ইনশাআল্লাহ ।
সেশন চর্চা মিট আপের মাধ্যমে স্যারের বলা কথা গুলো আলোচনা করা হয় তাই তা বুঝতে অনেক সুবিধা হয়। অনেক নতুন আইডিয়া পাওয়া যায়।
আজকের অনলাইন সেশন চর্চা উপস্থাপনা করেন ১৫ তম ব্যাচের প্রিয় Anita Kar দিদি Fatema Joynal Urme আপু , ছাগলনাইয়া উপজেলা এম্বাসাডর @saiful Islam Bhuiyan sohel ভাই এবং আমাদের সবার প্রিয় কোর ভলেন্টিয়ার Sagar Banik দাদা
আজকের অনলাইন সেশন চর্চা মিট আপে পবিত্র কোরান তেলাওয়াত করেন MD Motaher Hossain Afcer ভাইয়া
গীতা পাঠ করেছেন আমাদের প্রিয় Anita Kar দিদি
শপথ পাঠ করেছেন Abdullah Noman ভাই
জাতীয় সংগীতে ছিলেন Fatema Joynal Urme
সেশন পাঠ করেন Saiful Islam Bhuiyan Sohel ভাইয়া।
আমাদের সাথে উপস্থিতি ছিলেন নিজর বলার মতো গল্প ফাউন্ডেশন এর কোর ভলেন্টিয়ার ফেনী জেলার Sagar Banikদাদা Nurun Nabi Riyaz ভাই Mohammed Iftekher Alam ভাই
এবং জেলা প্রতিনিধি Mohammed Forkan ভাই সহ আরো অনেকে
অসাধারণ ছিল আজকের আয়োজন। এভাবেই এগিয়ে যাব আমরা ।সকলেই এভাবেই পাশে থাকবেন আশা