বরগুনা জেলার অফলাইন মিট আপ ৩০/০৯/২০২০
আসসালামুয়ালাইকুম
সবাইকে জানাই সফল 1000তম দিনের আন্তরিক শুভেচ্ছা ।
প্রিয় মেন্টর , প্রিয় স্যার ভালোবাসা , শ্রদ্ধা, সম্মান কেমন হয় আজকের দিনটা তার জন্য জলন্ত এক উদাহরণ ।
শুধু বলেছেন 1000তম দিন একসাথে পালন করতে চাই ,,,আর সেই ডাকের সাড়া আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ।
❣️নিজের বলার মতো একটি গল্প ❣️ফাউন্ডেশনের নামটি জেনেছে না জানা কতোশতো লোক ,, আপনার প্রতি 64 টি জেলা 50টি দেশের এই ভালোবাসা এটা কি কারো কাছ থেকে বিনিময়ে নেয়া ?
না ! মোটেই না । এটা আন্তরিকতা ।
আসলে এতো মানুষের মনে জায়গা করে নেওয়াটা এতো সহজ কিছু না ।
শুধু একটা কাজ এই বিষয় টা সহজ করে দিয়েছে সেটা হলো ভালো মানুষের ব্রান্ড তৈরি করা ।
বিলুপ্ত প্রায় এই সম্মানীয় আচরণ টি আবার ও জয়জয়কার হয়ে উঠেছে ইনশাআল্লাহ এবার এখন থেকে আরো এর প্রচার ও বিস্তার ঘটবে ।
💐 ভালোর জয় সবসময়ই হয় 💐
সেই প্রচারের ও শিক্ষায় সামিল হয়ে বরগুনা জেলা আজ আপনার দেওয়া বিরতিহীন ১০০০ তম দিনের উদযাপনে অংশগ্রহণ করে অন্ধ মাদ্রাসায় একবেলা খাবারের পন্য সামগ্রী ও কিছু নগদ অর্থ দান , উপকার করার শ্রেষ্ঠ উপায় বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়ে এও দিনটিকে স্মরণীয় করে রাখছে । এবং ইনশাআল্লাহ সকল কাজ বাস্তবায়ন করা হয়েছে ।।
চাই চিরদিন আপনার হাত আমাদের মাথার উপরে থাক ।।
সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকুন হাজার হাজার যুগ । একজন ইকবাল বাহার জাহিদ ( স্যার) এর খুবই প্রয়োজন এই দেশে এই সমাজে ।
বরগুনা জেলার ১০০০ তম দিনের কার্যক্রম বাস্তবায়নে বিশেষ ভুমিকা রেখেছে বরগুনা জেলার গর্বিত ডিস্ট্রিক্ট এম্বাসেডর ও নিঃসন্দেহে একজন ভালো মানুষ Salman Abir ভাই ।
ভাইকে বরগুনা জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।