৯জানুয়ারী ২০২১,নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ৩য় মহা সম্মেলনের প্রস্তুতি মিটআপ; আয়োজনে-(রায়পুর উপজেলা-লক্ষীপুর)
রায়পুর উপজেলা মিট-আপ সফলভাবে সম্পন্ন :-
৯জানুয়ারী ২০২১,নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ৩য় মহা সম্মেলনের প্রস্তুতি মিটআপ;
আয়োজনে-(রায়পুর উপজেলা-লক্ষীপুর)
#নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের লক্ষীপুর জেলার সকল সদস্যদের এক্টিভিটি ও নতুন সদস্যদের সক্রিয় করার লক্ষে,উদ্যেক্তাদের উদ্ভুদ্ধ করতে এবং ৩য় মহা সম্মেলনকে সফল করতে লক্ষীপুর জেলার এম্ভাসেডর Rezon Hossain ও Nasir Mirza নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী লক্ষীপুর জেলার প্রত্যেকটা উপজেলায় ধাপে ধাপে মিটআপের ঘোষণা দেওয়া হয়।তারই ধারাবাহিকতায় আজ লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার এম্বাসেডর Usma Akter আপুর পরিচালনায় একটা সুন্দর মিটআপের আয়োজন করা হয়।
✌️উক্ত মিটআপ- জেলা এম্বাসেডর Nasir Mirza সঞ্চালনায়, সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন লক্ষীপুর জেলার গর্বিত সদস্য, ঢাকা কলেজের ক্যাম্পাস এম্ভাসেডর Amran Bin Sayed ভাই, রায়পুর উপজেলার এম্ভাসেডর Usma Akter আপু,জেলা এম্ভাসেডর Rezon Hossain, সহ জেলার অন্যান্য সদস্যরা।সবার সুন্দর সুন্দর আলোচনা ও বক্তব্যর মধ্যে দিয়ে প্রানবন্ত হয়ে উঠে মিটআপ।
💢মিটআপের আলোচ্য বিষয় গুলো ছিলো,,,,
১!উপজেলার সকল নতুন সদস্যদের বরন করা,
২!সবার সাথে পরিচিতি ও কৌশল বিনিময় করা।
৩!রায়পুর উপজেলাকে কিভাবে আরো গতিশীল করা যায়।
৪!আমাদের ফাউন্ডেশনের সদস্য বৃদ্ধি ও নিজ জেলাকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়।
৫!আসন্ন ৯জানুয়ারী ২০২১,,৩য় মহাসম্মেলনকে সফল করতে লক্ষীপুর জেলার ভুমিকা।
৬!রায়পুর উপজেলার উদ্যেক্তা ও ব্যবসায়ীদের পরিচিতি ও আলোচনা,
৭!আমাদের ফাউন্ডেশন সম্পর্কে সবাইকে অবহিত করা এবং বিভিন্ন বিষয়ের উপর আলোচনা। ইত্যাদি
👁️রায়পুর উপজেলাকে সক্রিয় করতে এবং উক্ত মিটআপকে সফল করতে উপজেলা এম্বাসেডর Usma Akter, Md Nahidul Islam, Md Mahmudul Hasan, HM Rashed, আয়েশা শহিদ, Nahid Rana গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন এবং অন্যান্য সদস্যরা সহযোগিতা করেছেন।
✌️উক্ত মিটআপে,,
রায়পুর উপজেলাকে সক্রিয় করতে ও নিজ জেলাকে এগিয়ে নিতে এবং ৩য় মহাসম্মেলনকে সফল করতে জেলা এম্বাসেডর- Nasir Mirza ও Rezon Hossain বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সকলের পরামর্শ অনুযায়ী সবার সহযোগিতা কামনা করেন
আসন্ন মহাসম্মেলনকে সুন্দর ও সফল করতে লক্ষীপুর জেলা এক অনন্য ভুমিকা পালন করবে,,, ইনশাআল্লাহ।