কালীগঞ্জ_উপজেলা_টিমের_অফলাইন_মিটাআপ_সুন্দর_ভাবে_সম্পন্ন_হলো
"আসসালামু আলাইকুম"
কেমন আছেন সবাই
দুরে থেকেও কাছে,চলি একসাথে,ঝিনাইদহ
"আলহামদুলিল্লাহ"
চমৎকার আয়োজন, আলোচনা ও আন্তরিকতার মাধ্যমে সুষ্ঠু সুন্দর ও প্রানবন্ত ভাবে শেষ হয়েছে আমাদের #কালীগঞ্জ_উপজেলা_টিম, ঝিনাইদহের আজকের অফলাইন মিট আপ।
আজ ২০-১১-২০ তারিখ শুক্রবার সকাল ১০.০০ টায় শুরু হয়ে প্রায় ৪ ঘন্টাব্যাপী উপজেলায় এশিয়ার বৃহত্তম সুইতলা মল্লিকপুর বটগাছ প্রাঙ্গণে #কালীগঞ্জ_উপজেলা, ঝিনাইদহ টিমের অফলাইন মিট আপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমাদের জেলা টিমের কেন্দ্রীয় দায়িত্বশীল গন আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন । এ সময় কালীগঞ্জ উপজেলার সফল উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী তানভীর হোসেন প্রিন্স এর প্রিন্স এগ্রো ফার্ম পরিদর্শন করা হয়।
উক্ত মিটআপ অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা টিমের পক্ষ থেকে অতিথি,প্রিন্স এগ্রো ফার্ম এর মালিক তানভীর হোসেন,কৃষক সংগঠক হেলাল উদ্দিন, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য মনোয়ারা বেগম, মডারেটর ও ডিস্ট্রিক্ট এম্বাসেডর সোহাগ উদ্দিন সুজন , ডিস্ট্রিক্ট এম্বাসেডর আল মাহমুদ কে অতিথি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ
সোহাগ উদ্দিন সুজন
মডারেটর ও ডিস্ট্রিক্ট এম্বাসেডর, ঝিনাইদহ
আল মাহমুদ
ডিস্ট্রিক্ট এম্বাসেডর, ঝিনাইদহ
তামান্না ইসলাম
ক্যাম্পাস অরগানাইজেশন টিম সদস্য
শেহরিন সাথী
মহেশপুর উপজেলা এম্বাসেডর , ঝিনাইদহ
Kazi Nazmul Hasan Swapon
স্বত্বাধিকারী মেসার্স আল্লারদান এন্টারপ্রাইজ
Nazmul Alam
প্রতিষ্ঠাতা কাতলাগাড়ী পাবলিক লাইব্রেরী
HR Rony
কালীগন্জ উপজেলা এম্বাসেডর, ঝিনাইদহ
মিটআপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
তানভীর হোসেন প্রিন্স
প্রিন্স এগ্রো ফার্ম,মল্লিকপুর,কালীগঞ্জ,ঝিনাইদহ
হেলাল উদ্দিন
কৃষক সংগঠক
এছাড়াও স্থানীয় বেশ কয়েকজন সফল উদ্যোক্তা, জেলার সকল কমিউনিটি ভলান্টিয়ার, ও অন্য ৫ টি উপজেলার সদস্যবৃন্দ।
আমাদের এই শিক্ষা, আন্তরিকতা ও ভালবাসা দিয়ে আমাদের কালীগঞ্জ উপজেলা টিম তথা পুরো ঝিনাইদহ জেলা একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
পরিশেষে , শ্রদ্ধা ও ভালবাসা জানাচ্ছি প্রানপ্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahidস্যারের প্রতি। যিনি আমাদের এত সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন। যার মাধ্যমে দিনদিন আমাদের মাঝে সুসম্পর্কের নেটওয়ার্ক বৃদ্ধি হচ্ছে