ময়মনসিংহ জেলা মিটআপ
"একটি আদর্শ মিটআপ"
বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের সদস্যদের ১০ম মিটআপ ছিল ১৬ই ডিসেম্বর ২০১৯
মিটআপ সফল করার জন্য অবশ্যই পূর্বপরিকল্পনা করতে হয়।
যে সময়মটায় আমাকে সবচেয়ে বেশি সহযোগীতা করেছে ফাহাদ, নাহিন, মাহাদী ও রানী আপু।
সকাল ১০.৩০ এ মিটআপের সবচেয়ে বড় সুবিধা হলো এর ফলে সদস্যদের সবাই নিজেদের অনুভূতি ব্যক্তকরার সময় পায়।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এর মধ্য দিয়ে মিটআপ শুরু হয়।
এরপর হাতে জাতীয় পতাকা নিয়ে সমসস্বরে জাতীয় সঙ্গীত গেয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরিচয় পর্ব শেষে কথাবলেন বেশকিছু তরুন ও সফল উদ্দোক্তা।
যার মধ্যে "উল্লাস কোচিং" এর সফল পরিচালক অন্যতম।
এরপর জাতীয় পর্যায়ের সেরা শিক্ষক "নাসিমা আক্তার" ম্যাম এর চমৎকার আলোচনা আমাদের মুগ্ধ করেছে।
আলোচনার পর টাকার অভাবে এইচ এস সি ফরমফিলাপ করতে না পারা এক মেধাবী ছাত্রের ফরমফিলাপ এবং পড়াশোনা করার সম্পূর্ণ ব্যায় "নিজের বলার মত গল্প" গ্রুপের পক্ষ থেকে তার হাতে তুলে দেয়া হয়।
উনার এইচএসসি পরীক্ষার পর ফ্রি ভর্তি কোচিং করানোর ঘোষনা দেন "উল্লাস" কোচিং এর পরিচালক।
দুপুরের খাবারের জন্য প্রায় ৪০ কি.মি দূর থেকে তরুন উদ্দোক্তা নাসিদ তার বেইজিং হাস নিয়ে এসেছেন যা, ইমরানের "কৃষিবিদ রেস্তোরাঁ" খুব সুস্বাদু ভাবে রান্না করে আমদের মাঝে পরিবেশন করেছেন।
নেত্রকোনা জেলার ডিস্ট্রিক্ট এম্বাসিডর সানাউল্লাহ সানী ভাই আমাদের আয়োজনে খুব খুশি হয়েছেন।
এরপর ৪ জানুয়ারি মাহসম্মেলন সফল করতে আমাদের কি করা উচিৎ, টিকিট বিতরন ও গ্রুপের কার্যক্রম এগিয়ে নেয়ার উপর গঠনমূলক আলোচনা করা হয়।
ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর ঘোষনা দেয়া হয়।
পরবর্তী মিটআপ এর দিন ও তারিখ সর্বসম্মতিক্রমে ১৮ জানুয়ারি ১০.৩০ এ অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
আরো সিদ্ধান্ত হয় প্রতিমাসে আমরা ১ জন এর বিজনেস কে সমন্বিত ভাবে প্রমোট করবো। এবার এই সুযোগ পেয়েছেন রানী আপুর "ময়মনসিংহ পাটঘর"।
আনুষ্ঠানিক মিটআপের পর সবাই মিলে ইসলামিক বইমেলায় ডা. আবু সাঈদ সরকার ভাইয়ের "আত-তাহযীব" প্রকাশনীর একটি বইয়ের মোরক উন্মোচন করতে যাই।
সেখান থেকে নগরীর প্রাণকেন্দ্র টাউনহল মোর এ ডা.কাব্য ও তুহিন ভাইয়ের নেতৃত্ব ও আমার বন্ধু সলমান এর সহযোগীতায় শুরুহয় "ব্লাডগ্রুপ কেম্পেইন" স্পন্সরড্ বাই রানী আপু।
অন্য একটি টিম নিয়ে আমি ময়মনসিংহ মেডিকেল এ ব্লাড দিতে যাই।
যেখানে মাহির নিজ খরচে একজন বৃদ্ধ ভিক্ষুক মহিলার জন্য ২ ব্যাগ রক্তের ব্যাবস্থা করে। যাকে আমি ও মাহির ২ ব্যাগ AB+ রক্ত ডোনেট করি।
এরপর আমাদের প্রিয় জাকির ভাইয়ের আন্তরিক সহযোগীতায় আমি,আমির হামজা ভাই, কাব্য, নাসিদ ও মাহির গ্রুপের প্রবাসি এনামুল ভাইয়ের অসুস্থ মা কে দেখতে ভালুকা যাই। যেখান থেকে বাসায় ফিরতে প্রায় ১ টা বেজে গিয়েছিল।
এই মিটআপে প্রাপ্তি ছিলো অনেক। সবচেয়ে বড় প্রাপ্তি অনেকগুলো ভালমানুষের সাথে পরিচিত হয়ে নিজেদের মধ্যে সৌহার্দ্য আরো দৃঢ় করা।
আর এসবই সম্ভব হয়েছে প্রিয় Iqbal Bahar Zahid স্যারের অনুপ্রেরণায়।