"আমরা নারী আমরাও পারি" এই স্লোগানকে বাস্তবায়ন করতে আমাদের ঝিনাইদহ টিমের একটু ক্ষুদ্র প্রচেষ্টা।
দূরে থেকেও কাছে , চলি একসাথে , ঝিনাইদহ
ফ্রী প্রশিক্ষণ , ফ্রী প্রশিক্ষণ
আসসালামু ওয়ালাইকুম,
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারী কে জানাই শুভেচ্ছা ও
অভিনন্দন
। "আমরা নারী আমরাও পারি"
এই স্লোগানকে বাস্তবায়ন করতে আমাদের ঝিনাইদহ টিমের একটু ক্ষুদ্র প্রচেষ্টা।
এই দিনকে প্রতিয়মান করে আমরা ঝিনাইদহ টিম কয়েকটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছি।
সকল নারীকে সন্মাননা জানাতে ফিতা ও কেক কেটে আমাদের শুভ কাজের উদ্বোধন করেছি ইনশাল্লাহ্।
যার মধ্যে প্রথমত আসছে
ঝিনাইদহ টিমের পক্ষ থেকে ফ্রী টেইলারিং কোর্স।সপ্তাহে ৩ দিন বিকাল ৪.৩০ মিনিটে।
ঝিনাইদহ নিজের বলার মত গল্প গ্রুপ ফাউন্ডেশন এর লাইব্রেরি ভবনে।
প্রশিক্ষক হিসাবে থাকছেন ঝিনাইদহ জেলার ডিস্ট্রিক এম্বাসেডর ও টুইন এগ্রো. কম এর স্বসত্ত্বাধিকারী শেহরীন আক্তার সাথী।
এই ট্রেইনিং এর মাধ্যমে আমাদের অনেক মা বোন স্বাবলম্বী হবেন এবং স্বনির্ভরশীল হবেন ইনশাল্লাহ্।