ব্রাক্ষ্মনবাড়িয়া উদ্যোক্তা সম্মেলন ২০২০
উদ্দীপ্ত ব্রাহ্মণবাড়ীয়া উদ্দ্যোক্তা সম্মেলন ২০২০
আলহামদুলিল্লাহ অত্যন্ত সফল ও সু শৃঙ্খল ভাবে শেষ হলো। নিজের বলার মতো একটা গল্প-ব্রাক্ষণবাড়িয়ার জেলা কর্তৃক আয়োজিত তরুণ উদ্যোক্তা সম্মেলন-২০২০।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি, তার অসাধারন উপহার তরুণ প্রজন্মের জন্য অনলাইন প্লাটফর্ম 'নিজের বলার মতো একটা গল্প'।
এই প্লাটফর্মের গর্বিত সদস্য হিসেবেই নিমন্ত্রণ পেয়ে এসেছি। তিতাসের পার ব্রাক্ষণবাড়িয়ার সদস্যদের ভালোবাসায় আমরা মুগ্ধ। ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি গ্রুপের কোর ভলেন্টিয়ার ও উদ্দীপ্ত ব্রাক্ষণবাড়িয়ার প্রোগ্রামের কনভেনর Masudor Rahman ভাই, ঢাকা জেলা এম্বাসেডর Engr Sajjaad Kaisar ভাই, NRB CA জার্মান প্রবাসী ও কো-কনভেনর @Rubel Siddiqui ভাই, ব্রাহ্মনবাড়ীয়া জেলা এম্বাসেডর @Ruhul Amin ভাই সহ যারা প্রোগ্রামটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করছেন এবং সফল একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন।
স্থানঃ সুর সম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, টাউন হল, ব্রাহ্মানবাড়িয়া।
প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন, জনাব Iqbal Bahar Zahid স্যার, ফাউন্ডার 'নিজের বলার মতো একটা গল্প'
বিশেষ অতিথিবৃন্দঃ
ব্রাম্মনবাড়িয়া পুলিশ সুপার আবু সাঈদ স্যার,
তৌহিদ হোসাইন স্যার
Chowdhury Daulat Mohammed Jafry, ভাই Zaved Parvez স্যার, Farabi Hafiz স্যার, Emran Hossain ভাই।
উপস্থিত ছিলেন নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মের ৮ জন এক্টিভ কোর ভলেন্টিয়ার
Sayedur Rohman ভাই
Shabbir Bhuiyan ভাই
Kazi Nazmul Alam Hamim ভাই
Md Jayed Hasan Emran ভাই
Md. Movazul Hoque Movaz ভাই
Md Maksudur Rahman ভাই
Kazi Hasan Mahmud
বিভিন্ন জেলার ডিস্ট্রিক এম্বাসেডর, ক্যাম্পাস এম্বাসেডর ও সদস্য বৃন্দ।
ধন্যবাদ
এম. আই. হোসেন, দ্বিতীয় ব্যাচ, কোর ভলেন্টিয়ার, রেজিঃ নং ০০১৪