প্রিয় স্যারের স্বপ্নবাস্তায়নে - শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে , বাংলাদেশের প্রতিটি জেলায় একটা করে লাইব্রেরী প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতরাতে ঝিনাইদহ হয়ে গেলো চমৎকার একটি উদ্বোধনীর আয়োজন,, পূর্বঘোষিত অনুযায়ী প্রিয় স্যারের স্বপ্নবাস্তায়নে - শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে এবং
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে জনকল্যাণ মূলক একটা কাজের অংশ হিসেবে, বাংলাদেশের প্রতিটি জেলায় একটা করে লাইব্রেরী প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন, আমাদের সকলের প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক জনাব Iqbal Bahar Zahid স্যার। উপস্থিত সকল সদস্যদের সাথে থেকে লাইব্রেরী উদ্বোধনী ঘোষণা করেন। এবং সকলের উদ্যেশ্য করে চমৎকার দিক নির্দেশনা দেন । দেশ এবং দেশের বাহির থেকে অনলাইনে এবং অফলাইন উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর অনেক সম্মানিত কোর ভলান্টিয়ার এবং মডারেটর গন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আল মামুন ভাই কুয়েত (প্রবাসী) চমৎকার উপস্থাপনা (হোস্টিংস সংক্রান্ত একটু ভুল ছাড়া) করেছেন। অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল প্লাটফর্ম এবং ঝিনাইদহ জেলার সকল দায়িত্বশীল ও সদস্য বৃন্দদের প্রতি। আশা করছি এমন করে সকলে মিলে মিশে কাজ করে এগিয়ে যাবো।