প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার এর নির্দেশে ৫০তম বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের" ঝিনাইদহ জেলা টিম।
দূরে থেকেও কাছে, চলি একসাথে ঝিনাইদহ।
মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা রইল।
আজ মহান বিজয় দিবস।
এ বছর এই দিনটিতে বাঙালি জাতি বিজয়ের ৫০ বছর পূর্ণ করছে। এবছর ৫০তম বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে সমগ্র জাতি। তারই ধারাবাহিকতায় প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার এর নির্দেশে ৫০তম বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের" ঝিনাইদহ জেলা টিম।
আজ বাঙালির চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের অর্ধশত পূর্ণ হলো। আজ বিজয় দিবস।
‘বিজয়’ শব্দটি তিনটি অক্ষরের হলেও, শব্দটির পেছনে কত সংগ্রাম, কত ত্যাগ-তিতিক্ষা, কত বেদনা, কত প্রিয়জনের জীবন উৎসর্গ লুকায়িত, তা কেবল উপলব্ধি করার বিষয়। দীর্ঘ ৯মাস মুক্তিযুদ্ধের শেষে ৩০ লাখ শহীদের রক্ত, আড়াইলাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। বাঙালি উর্ধ্বলোকে তুলে ধরে প্রাণপ্রিয় লাল-সবুজ পতাকা। গেয়েছিল ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’
আজ সেই পতাকার, সেই গানের সুবর্ণজয়ন্তীর দিন।
সকল অংশগ্রহণকারী সহ সবাই কে শুভেচ্ছা।
ঝিনাইদহ জেলা টিমের পক্ষ থেকে সবাই কে শুভেচ্ছা জানায়।