শারীয়তপুর জেলার অফলাইন মিট আপ ০৩/১০/২০২০
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
আমার প্রাণপ্রিয় ভাইবোনেরা, আশা রাখি আমরা সকলেই নিঃসন্দেহে খুব ভালো আছি।
কারণ বহু জল্পনা কল্পনার পরে ৬৪টি জেলা ও ৫০টি রাষ্ট্রে খুব সুন্দর ও শান্তিপূর্ণভাবেই আমাদের "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের ১০০০ তম দিনটি উদযাপিত হয়েছে। আমরা আনন্দিত, আমরা গর্বিত!
আপনারা সকলেই অবগত আছেন, আমাদের প্রানের প্রিয় প্ল্যাটফর্মটি ২০১৮ সালের ১ জানুয়ারি পথচলা শুরু করে এবং
বিরতিহীন চমৎকার কর্মযজ্ঞের মধ্য দিয়ে গত ৩০ সেপ্টেম্বর "১০০০" তম দিনে পদার্পণ করে বিরল ইতিহাস সৃষ্টি করেছে। এই গৌরবময় দিনটিকে স্বরণীয় করে রাখার লক্ষ্যে আমাদের শরীয়তপুর জেলা গতকাল
(২ অক্টোবর ২০২০) অত্যন্ত চমৎকারভাবে অফলাইনে খুব সুন্দর একটি আয়োজনের মাধ্যমে মিটআপ সম্পন্ন করেছে ।
দিনব্যাপী স্মরণীয় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আমাদের শরিয়তপুর জেলার
#শরিয়তপুর_পৌর_অডিটোরিয়ামে।
অতিথি হিসেবে আমাদের উক্ত অনুষ্ঠানে
উপস্থিত ছিলেনঃ-
♦শরিয়তপুর পৌরসভার মেয়র জনাব, রফিকুল ইসলাম কোতোয়াল।
♦শরীয়তপুর সরকারি কলেজের অধ্যাপক জনাব, হারুন অর রশিদ স্যার।
♦সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সহকারি অধ্যাপক জনাব, দেলোয়ার হোসেন স্যার। এবং
♦ "উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প" এর প্রশিক্ষণ সমন্বয়ক জনাব,সাইফুর রহমান স্যার।
এছাড়াও আমাদের জেলা এ্যাম্বাসেডর, উপজেলা এ্যাম্বাসেডর, ক্যাম্পাস এ্যাম্বাসেডর, কমিউনিটি ভলান্টিয়ার সহ আমাদের জেলার সকল সম্মানিত ভাইবোনেরা উপস্থিত ছিলেন।
প্রায় সপ্তাহ খানেক আমাদের এই আয়োজনের কজকর্ম চলেছে। আমাদের বড়ো ভাইয়া ও আপুরা নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন অনবরত। যারা অক্লান্ত পরিশ্রম, সময়, মেধা ও অর্থ দিয়ে সুন্দর এই আয়োজনটি করেছেন এবং দূর দূরান্ত থেকে যে ভাইয়া ও আপুরা এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলেকেই আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।
এবং বকৃতজ্ঞতা ও স্যালুট জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব, ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম ও ভালবাসায় আমরা আজকে এতোগুলো ভাইবোন একত্রিত হতে পেরেছি এবং এতো সুন্দর একটি আয়োজন উপভোগ করতে পেরেছি।