আজ আমি যেই পরিবারের কথা বলব তা হচ্ছে ভালো মানুষের পরিবার, সৎ ও বিনয়ী মানুষের পরিবার।
"পরিবার"
প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় মেন্টর, লক্ষতরুনের আইডল জনাব Iqbal Bahar Zahid স্যার কে যিনি আমাদের এতো সুন্দর একটা ভালো মানুষের পরিবার উপহার দিয়েছেন।
আমরা সবাই বিভিন্ন ধরনের পরিবারের সাথে পরিচিত। তার মধ্যে অন্যতম হচ্ছে একক পরিবার, যৌথ পরিবার। যা আমরা সবাই জানি।
কিন্তু আজ আলোচনা করব একটি ব্যাতিক্রমি পরিবার সম্পর্কে।
পরিবার পিতা মাতা ও তাদের সন্তান-সন্ততিদের কেন্দ্র করে হতে পারে, দ্বিতীয়ত একসঙ্গে বসবাসরত আত্মীয়-স্বজন সমবায়ে একটি প্রসারিত পরিবারও হতে পারে। তৃতীয় ধরনের পরিবার হলো একটি বৃহৎ সংসার, যেখানে অন্যান্য আত্মীয় ও ছেলেমেয়েদের সঙ্গে কিংবা তাদের ছাড়া অনাত্মীয়রাও যুক্ত হয়। পরিবার প্রায়শ সন্তানসহ বা সন্তানবিহীন এক বা একাধিক দম্পতির ছোট সংসার নিয়ে গঠিত।
কিন্তু আজ আমি যেই পরিবারের কথা বলব তা হচ্ছে ভালো মানুষের পরিবার। ভিন্ন রকমের পরিবার। সৎ ও বিনয়ী মানুষের পরিবার।
আপনারা ইতপূর্বে যেই পরিবার গুলো দেখেছেন তার মধ্যে গুগলের তথ্য মতে বিশ্বের সবচেয়ে বড় পরিবারের সদস্য সংখ্যা ১৮১ জন।
কিন্তু আমাদের ভালো মানুষের পরিবারে সদস্য সংখ্যা ২ লক্ষ ৩৩ হাজারের উপরে। যা দিন বাড়ছে। বাড়তেই থাকবে।
এই পরিবারে সবাই সবার সাথে সুন্দর ব্যবহার করে। সবাই অনেক বিনয়ী। সবাই সবাইকে অনেক সম্মান করে।
পরিবারে যেমন একে অন্যর সাথে খারাপ বা কটু আচরণ করলে জবাব দিহি করতে হয় বা শাস্তির ব্যবস্থা থাকে। আমাদের এই বিশাল ভালো মানুষের পরিবারে ও এর ব্যাবস্থা রয়েছে।
প্রতিটি পরিবারে যেমন কিছু নিয়মনীতি মেনেই চলতে হয়। আমাদের পরিবারে ও নিদিষ্ট কিছু নিয়মনীতি রয়েছে।
আপনি বাংলাদেশের যেইখানে যান আপনি পাবেন আমাদের ভালো মানুষের পরিবারে সদস্য।
যারা প্রত্যেক কে আপনাকে নিজের ভাই বা বোনের মত দেখবে।
আপনার বিপদে সবাই এগিয়ে আসবে। এবং কি ভাবে তা সমাধান করা যায় তা জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহযোগিতা করবে।
তাই আসুন নিজে ও প্লাটফর্ম এর নিয়ম মেনে চলি। অন্যকে চলার অনুরোধ করি।।
প্রিয় স্যার বলেছেন
"মানুষকে যদি দেখানোর মত কিছু থাকে তা হচ্ছে বিনয়"