তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হয়ে গেলো আমাদের খাগড়াছড়ি অফলাইন মিটআপ।
শুভ জন্মদিন। প্রিয় প্লাটফর্ম " নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" এর আজ ৪র্থ জন্মদিন।
আলহামদুলিল্লাহ্।
এই দিনটি কে স্বরনীয় করে রাখার জন্য ও
তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হয়ে গেলো আমাদের খাগড়াছড়ি অফলাইন মিটআপ।
আসসালামু আলাইকুম।
সমস্ত প্রশংসা মহান আল্লাহর
কৃতজ্ঞতা প্রকাশ করি প্রাণ প্রিয় মেন্টর ও প্রিয় স্যার জনাব Iqbal Bahar Zahid স্যার এর প্রতি চমৎকার একটি প্ল্যাটফর্ম “নিজের বলার মতো একটা গল্প” গ্রুপ তৈরি করে দেওয়ার জন্য, যেখানে রয়েছে ভালো মানুষের মিলন মেলা।।
নিজের বলার মত একটি গল্পের খাগড়াছড়িতে ৩ বৎসর পূর্তি আজ শুক্রবার নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়।
বিশেষ আয়োজনের মধ্যে ছিল কেক কাটা ,ফটো বোথ, হালকা নাস্তার ও আলোচনা।
স্বাগত বক্তব্য রাখেন রিপাল চাকমা দাদা । তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন উৎপাদন মুখি বিজনেস সম্পর্কে। আরও Bithi Tripura , আক্তার হোসেন ভাই সহ আরও অনেকে। আমি Kawosar Alam সমাপনী বক্তব্য রেখে অনুষ্ঠান উক্ত মিট আপ এর সমাপ্তি ঘোষণা করি।
আরও সার্বিক সহযোগিতা করেন Anjana Chakma Anju দিদি।
সঞ্চানায় ছিলেন H.M. Mainuddin Rafi ভাই।
উক্ত মিট আপের স্পনসর করেন Tazul Shuvo ভাই, Md Kamal Hossain Titu ভাই, Md Imran ভাই, RaFiquL IsLaM ভাই, Md Akter Hossain ভাই ও আমি মোঃ কাউসার আলম।
অফলাইন মিট আপকে সফল করার জন্য উপস্থিত ছিলেন দূর দূরান্ত থেকে আসা আমাদের প্লাটফর্ম এর বিভিন্ন দ্বায়িত্ব শীল ও মেম্বার ভাই ও বোনেরা।